‘কার অনুমতিতে সিসিটিভি’? অন্তর্বর্তীকালীন উপাচার্যকে ঘেরাও, কথা কাটাকাটি! যাদবপুরে ফের ‘দাদাগিরি’ পড়ুয়াদের। তুমুল উত্তেজনা। সূত্রের খবর, একটি সরকারি সংস্থাকে দিয়েই ক্যাম্পাসে ১০ জায়গায় লাগানো হবে সিসিটিভি। খরচ, প্রায় ৩৭ লক্ষ টাকা। শুধু তাই নয়, বহিরাগতদের রুখতে বিশ্ববিদ্যালয় ও হস্টেলে গেটে এক্স-সার্ভিসম্যান মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
1/10
চাঁদের পর এবার সূর্য। ইসরোর মহাকাশযান আদিত্য এল-১ আগামী ২ সেপ্টেম্বর সকাল ১১টা বেজে ৫০ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হবে। অর্থাৎ আর পাঁচদিন পর বহু প্রতীক্ষিত এই ঐতিহাসিক মিশনের শুরু। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা সোমবার বিবৃতি দিয়ে এমনটাই ঘোষণা করল।
2/10
প্রকাশ্যেই সতীর্থ ইন্দ্রনীল সেনের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়লেন রাজ্যের পর্যটন মন্ত্রী। বিধানসভার করিডোরে রীতিমতো গলা চড়িয়ে ‘ঝগড়া’ করলেন দুজন। ইন্দ্রনীলের উদ্দেশে উচ্চস্বরে বাবুল বলেন, ‘তুমি আমার দফতরের কাজ আটকাচ্ছো কেন’? কিন্তু কী কাজ আটকাচ্ছেন তা বলেননি বাবুল। জবাবে পালটা ইন্দ্রনীল বলেন, ‘তোর যা বলার তুই দিদিকে গিয়ে বল’।
3/10
ফের শ্যুটআউট ভাটপাড়ায়। বাড়ি থেকে তুলে নিয়ে এবার যুবককে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা! আশঙ্কাজনক অবস্থায় ওই যুবক ভর্তি হাসপাতালে। জানা গিয়েছে, আক্রান্ত যুবকের নাম বিকাশ বেহরা। বাড়ি, ভাটপাড়া পুরসভার ৫ ওয়ার্ডে কাঁকিনাড়া বাজার এলাকায়। কাঁকিনাড়া জুটমিলের শ্রমিক বিকাশ। একই জুটমিলে কাজ করতেন তাঁর বাবাও।
4/10
চাঁদের মাটিতে হাঁটাহাঁটি শুরু করেছে রোভার প্রজ্ঞান। সেকেন্ড গতি কয়েক সেন্টিমিটার। চাঁদের মাটিতে পা দিয়েই শুরু হয়েছে বিভিন্ন রকমের তত্বতালাশ। আর তা করতে গিয়েই ৪ মিটার ব্যাসের এক গহ্বরের সামনে হাজির প্রজ্ঞান। কিন্তু সেই গহ্বরের কিনারার ৩ মিটার আগে থেকেই সেটিকে চিনতে পেরে যায় প্রজ্ঞান। তার পরই সে দ্রুত তার পথ বদল করে নেয়।
5/10
আজ থেকেই আবহাওয়ার বড় বড় বদল। রাজ্যে দাপিয়ে বেড়াবে সূর্য, কমবে বৃষ্টির পরিমাণ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে। শুধুমাত্র উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে।
6/10
ওয়ার্ম-আপ ম্যাচ নিয়ে মোট ১২টি শহরের ডজন ভেন্যু বেছে নেওয়া হয়েছে বিশ্বকাপ আয়োজন করার জন্য। ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ৪৮ ম্যাচের বিশ্বযুদ্ধের আসর চলবে- আহমেদাবাদ , বেঙ্গালুরু, চেন্নাই, ধরমশালা, দিল্লি, হায়দরাবাদ, কলকাতা, লখনউ , মুম্বই ও পুণেতে। তিরুঅনন্তপুরম ও গুয়াহাটিতে হবে গা ঘামানোর ম্যাচগুলি। ২৫ আগস্ট থেকে টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে ধাপে ধাপে। টিকিট বিক্রির যে রিপোর্ট সামনে এসেছে, তা দেখে জটায়ুর ভাষায় বলতে হয় ‘সেলিং লাইক হট কচুরিজ’!
7/10
কবে আসছে জওয়ানের ট্রেলার? ধোঁয়াশা কাটাননি কিং খান। এরপরেই সোমবার করণ জোহরের একটি ইনস্টাগ্রাম স্টোরি দেখে শুরু হয়েছে নয়া জল্পনা। আগামী ৩০ আগস্ট চেন্নাইয়ে রিলিজ হতে চলেছে এই ছবির মিউজিক অ্যালবাম, শোনা যাচ্ছে সেখানেই একই সঙ্গে রিলিজ হতে চলেছে ছবির ট্রেলারও। তবে যত দিন এগোচ্ছে, ততই জওয়ান নিয়ে উন্মাদনা বাড়ছে ফ্যানেদের।
8/10
বাড়ি ফেরার পথে এক কিশোরীকে ফাঁকা জায়গায় তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ। কালনার ঘটনায় পুলিশ ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃতরা হল পবন মাণ্ডি ও ঠাকুর হাঁসদা। তারা দু’জনেরই বাড়ি কালনা থানা এলাকায়। পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। ১৪ বছর বয়সি এক কিশোরী রবিবার সন্ধেয় একা বাড়ি ফিরছিল। অভিযোগ, বাড়ি ফেরার পথে তাকে একা পেয়ে ক্যানেল পুলের কাছে ফাঁকা জায়গায় তাকে তুলে নিয়ে যায়। এরপরেই তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।
9/10
পুজোর আগেই মুখে হাসি ফুটতে পারে শিক্ষকদের। জানা যাচ্ছে রাজ্যে স্কুল শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয়ে এবার সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার। সম্প্রতি এই বিষয়ে রাজ্যের মন্ত্রিসভার বৈঠকেও আলোচনা হয় বলেও সূত্র মারফত জানা গিয়েছে। রাজ্য সরকারের নতুন শিক্ষানীতিতে এবার রাজ্যের সরকারি স্কুলের শিক্ষক ও শিক্ষিকাদের পড়ানোর মান বিবেচনা করে মানদণ্ড অনুযায়ী তাদের পদোন্নতি ও বেতন বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে।