মৌসুমী অক্ষরেখার অবস্থানের কারণে এখন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। বুধবার কেবলমাত্র পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকী অধিকাংশ জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে। তাপমাত্রার সঙ্গে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং নদিয়াতে বৃষ্টিপাত হবে না বললেই চলে। এদিকে, বৃহস্পতিবার দিন প্রায় সব জেলাতেই আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে সামান্য বৃষ্টিপাতের পূর্বাভাস মিলেছে।
1/10
নতুন করে উত্তপ্ত হয়ে উঠল মণিপুর। সকালে রাজ্যের চূড়াচাঁদপুর এবং বিষ্ণুপুর জেলার মাঝে কোইরেনটাক অঞ্চলের একটি কুকি অধ্যুষিত গ্রামে হামলা চালায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। পাল্টা গুলি চালায় গ্রামরক্ষী বাহিনীও। গুলির লড়াইয়ে দু’জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে বিশেষ অভিযান চালিয়ে এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। কুকিদের সংগঠন আইটিএলএফ জানিয়েছে, সকালে কুকি-জো অধ্যুষিত একটি গ্রামে হামলা চালানো হয়। গ্রামরক্ষী বাহিনী প্রতিরোধ গড়ে তুলতে দু’জনের মৃত্যু হয়। সকাল থেকেই গোটা এলাকায় টহল দেওয়া শুরু করেছে নিরাপত্তা বাহিনী। এই হামলার সঙ্গে যুক্ত সন্দেহে এক জনকে আটক করা হয়েছে।
2/10
চাঁদের দক্ষিণ মেরুর কাছে রয়েছে সালফার। নিশ্চিত করেছে রোভার প্রজ্ঞান। এক্স হ্যান্ডলে এই খবর জানিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। তারা আরও জানিয়েছে, সালফারের পাশাপাশি অ্যালুমিনিয়াম, ক্যালশিয়াম, লোহা, ক্রোমিয়াম, টাইটেনিয়াম, ম্যাঙ্গানিজ, সিলিকন, অক্সিজেনের অস্তিত্বও মিলেছে চাঁদের দক্ষিণ মেরুতে। হাইড্রোজেনের খোঁজ চলছে।
3/10
বেশ কিছু বছর ধরেই বলিউডে ব্রাত্য ছিলেন সানি দেওল। খুব একটা ছবিতে দেখা যায়নি তাঁকে। কিন্তু ‘গদর ২’ মুক্তির পর থেকেই যেন বদলে গিয়েছে যাবতীয় হিসেবনিকেশ। প্রায় ৪৫০ কোটি টাকা ব্যবসা করেছে এই ছবি। আর তাতেই নাকি এক হাঁকে দর বাড়িয়ে দিয়েছেন সানি দেওল, বি-টাউন সুত্রে খবর কিন্তু এমনটাই। শোনা যাচ্ছে প্রিতি ছবির জন্য নাকি প্রায় ৫০ কোটি পারিশ্রমিক হাঁকাচ্ছেন তিনি। এ প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে সানির সাফ কথা, টাকাপয়সা ব্যক্তিগত ব্যাপার। কারও সঙ্গে শেয়ার করা উচিৎ নয়।
4/10
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটি রাজ্য সঙ্গীত হতে পারে। বাংলার আমজনতার আত্মিক সম্পর্ক রয়েছে, এমন কোনও গানকে ‘রাজ্য সঙ্গীত’ করতে পারে সরকার। এক্ষেত্রে ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটিরই পাল্লা ভারি বলে শোনা যাচ্ছে। ‘বাংলার মাটি, বাংলার জল’ বা ‘ধনধান্যে পুষ্পে ভরা’ এই দুই গানের মধ্যে যে কোনও একটার পক্ষে বিশিষ্টজনদের মতামত চেয়েছেন তিনি।
5/10
সামনেই পুজোর মরশুম। আর পুজোর মরশুম মানেই বেড়াতে যাওয়ার পালা। ভ্রমণপিপাসুদের অন্যতম পছন্দের স্থান উত্তর ভারত। অনেকের আবার প্রথম পছন্দ গঙ্গা তীরবর্তী বারাণসী, হরিদ্বার। কিন্তু, তাঁদের জন্য দুঃসংবাদ। লখনউ শাখার বারাণসী লাইনে একাধিক ট্রেন বাতিল হতে চলেছে। অনেক ট্রেনের রুট বদলও করা হচ্ছে। চলতি মাসের শেষ থেকেই ট্রেনের এই সমস্যা শুরু হচ্ছে। এটা চলবে অক্টোবর পর্যন্ত। মঙ্গলবার নর্দান রেলওয়ের তরফে বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানানো হয়েছে।
6/10
ফের একবার অরুণাচল প্রদেশকে নিজের দেশের অংশ বলে দাবি করল চিন। সোমবার চিনের প্রকাশিত নতুন মানচিত্রে ভারতের অরুণাচল প্রদেশ ও আকসাই চিনকে সেই দেশের অংশ বলে দাবি করা হয়। এই নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। কড়া প্রতিক্রিয়া দিয়েছে ভারতও। এর মধ্যেই সামনে এল আরও চাঞ্চল্যকর তথ্য। জানা গেল, আকসাই চিন উপত্যকায় ইতিমধ্যেই সুড়ঙ্গ ও খাদ তৈরি করেছে লাল ফৌজ। নতুন সেনা ছাউনি ও সীমান্তে অস্ত্র ভাণ্ডার বানানোর উদ্দেশ্যেই এই সুড়ঙ্গ তৈরি করছে চিন, এমনটাই দাবি। চিনের এই গোপন কার্যকলাপ ধরা পড়েছে উপগ্রহ চিত্রে।
7/10
রোজই ভোরবেলা ব্যবসার কাজে রাস্তা দিয়ে যাতায়াত করেন বহু মানুষ। আজও মাঠের রাস্তা দিয়ে যাচ্ছিলেন অনেকেই। তাদের চোখে পড়ল এক মহিলার গলাকাটা লাশ। রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল ধানজমিতে। ঘটনায় চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার কুঁয়াপুর সংলগ্ন বাঁদরখালিতে। স্থানীয়দের ধারনা মহিলার বয়স তিরিশের কাছাকাছি। গলার নলিকাটা অবস্থায় দেহ পড়েছিল ধান জমিতে। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে জড়ো হয়ে যান কয়েকশো মানুষ। কিন্তু কেউই ওই মহিলাকে চিনতে পারেননি। অনেকের ধারণা বাইরে থেকে খুন করে এনে জমিতে ফেলে দেওয়া হয়েছে ওই মহিলাকে।
8/10
ভুয়ো বিজ্ঞানী। নিজেকে চন্দ্রযান-৩ মিশনের সঙ্গে যুক্ত বলে দাবি করেছেন। একাধিক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারও দিয়েছেন। গুজরাতের সুরাট থেকে গ্রেফতার করা হয় মিতুল ত্রিবেদী নামের ওই ব্যক্তিকে। অভিযোগ, ওই ব্যক্তি নিজেকে ইসরোর বিজ্ঞানী বলে দাবি করেছেন। তাঁর দাবি, চন্দ্রযান-৩ মিশনের ল্যান্ডার মডিউলের ডিজাইন তৈরি করেছিলেন। চন্দ্রযান-৩ এর সাফল্যের পরই বিভিন্ন সংবাদমাধ্যমে তিনি সাক্ষাৎকারও দেন।
9/10
সকালেই জামিনে মুক্তি পেয়েছিলেন। তোষাখানা মামলায় তাঁর ৩ বছরের কারাদণ্ডের উপর স্থগিতাদেশ দিয়ে জামিন দিয়েছিল ইসলামাবাদ হাইকোর্ট। কিন্তু, মুক্তি বেশিক্ষণ স্থায়ী হল না। বুধবার সকালে জামিন পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফের গ্রেফতার হলেন কাপ্তান। এবার সাইফার মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রীকে গ্রেফতার করল পাকিস্তান পুলিশ। অফিসিয়াল গোপনীয়তা আইনের ভিত্তিতে সাইফার (গোপন খবরের সাংকেতিক রূপ) মামলায় প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে এদিন গ্রেফতার করা হয়েছে। আজ ৩০ আগস্ট, বুধবার তাঁকে আদালতে পেশ করা হবে। আপাতত অ্যাটক জেলেই জেল হেফাজতে রাখা হয়েছে ইমরান খানকে।