মোদী রাজ্যের মেট্রো তৈরি হবে মমতার রাজ্যে। গুজরাতের মেট্রো প্রকল্পের বরাত পেল বাংলার সংস্থা।টিটাগড় ওয়াগন বা টিটাগড় রেল সিস্টেমে তৈরি হবে সেই মেট্রো। গুজরাত রেল কর্পোরেশনের মেট্রো প্রকল্পের জন্য ৩৫০ কোটি টাকার বরাত দেওয়া হয়েছে ওই সংস্থাকে। মেট্রো নির্মাণ করা, নকশা তৈরি করার পাশাপাশি সেগুলি পরীক্ষার করার দায়িত্বও থাকবে টিটাগড় ওয়াগনের হাতে। জানা গিয়েছে আমেদাবাদ মেট্রো রেল প্রজেক্টের জন্য এই বরাত দেওয়া হয়েছে।
1/10
ট্রেজারি অফিস বা ব্যাঙ্কে যাওয়ার দরকার নেই। দিতে হবে না লম্বা লাইন। এবার বাড়ি বসেই দাখিল করা যাবে ‘লাইফ সার্টিফিকেট’। স্মার্টফোন থাকলেই পেনশনভোগীরা এই সুবিধা নিতে পারবেন। সম্প্রতি এমনই বিজ্ঞপ্তি জারি করল অর্থদফতর। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, কেবলমাত্র ফেস অথেন্টিকেশনের মাধ্যমে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়া যাবে। তার জন্য দরকার শুধু একটা স্মার্টফোন। নবান্ন সূত্রে খবর, নতুন পদ্ধতির পাশাপাশি চালু থাকছে আগের দুই পদ্ধতিও।
2/10
বিরোধী জোট ‘ইন্ডিয়া’ মুম্বইয়ে আলোচনার টেবিলে বসার আগেই বুধবার কাকভোরে ১০ জনপথে (সনিয়া গান্ধীর বাসভবন) রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকে বসলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা ‘মুখ’ রাহুল এবং তৃণমূলের নতুন প্রজন্মের নেতা অভিষেক মোদী-বিরোধী রাজনীতির রণকৌশল নিয়ে আলোচনা করলেন দীর্ঘ সময়। কংগ্রেস সূত্রের খবর, আলোচনা হয়েছে ২০২৪ সালের লোকসভা ভোটের সার্বিক রণকৌশল, পশ্চিমবঙ্গে প্রাথমিক বোঝাপড়ার মতো বিষয়গুলি নিয়ে।
3/10
‘টার্মিনেটর’ অবতারে মোদী। পোস্টার প্রকাশ করল বিজেপি। ক্যাপশনে লেখা, ‘বিরোধীরা ভাবছে তারা প্রধানমন্ত্রী মোদীকে হারাতে পারবে। স্বপ্নই দেখুন! সবসময় টার্মিনেটরই জয়ী হয়।’ হলিউডের সর্বকালের সেরা সাই-ফাই ছবি ‘টার্মিনেটর’-এ ভবিষ্যত থেকে আসা সাইবর্গ হিসেবে দেখানো হয়েছিল আর্নল্ড সোয়ার্ৎজেনেগারকে। কালো চামড়ার জ্যাকেট, অত্যাধুনিক বাইক ও ভয়ানক বন্দুক হাতে পর্দায় আর্নল্ডের এন্ট্রি গোটা বিশ্বে ঝড় তুলেছিল সেই সময়। এবার বিরোধী শিবির ধ্বংসে মোদীও সেই সংহার রূপ ধারণ করবেন বলেই দাবি শাসকদলের।
4/10
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বরাবরই জয়া-অমিতাভের সুসম্পর্ক। ‘দিদির ডাকে’ সাড়া দিয়ে একাধিকবার কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চ আলোকিত করেছেন বচ্চন-দম্পতি। গতবছর চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সরাসরি কেন্দ্রীয় সরকারকে তোপ দেগে অমিতাভকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি তুলেছিলেন মমতা। মুম্বইয়ে পৌঁছে এবারও দিদির মুখে একই কথা। জলসা থেকে বেরিয়ে মমতা স্পষ্ট জানালেন, ‘আমরা সরকারে থাকলে ওঁকে ভারতরত্ন দিতাম’।
5/10
আগের বৈঠকে চূড়ান্ত হয়েছিল নাম, এবার পালা প্রতীকের। আজ, বৃহস্পতিবার বৈঠকে বসতে চলেছে বিরোধী জোট ইন্ডিয়া-র সদস্যরা। পটনা, বেঙ্গালুরুর পর তৃতীয় বৈঠক হতে চলেছে বাণিজ্য নগরী মুম্বই-তে। জানা গিয়েছে, আজ ও আগামীকালের ইন্ডিয়া জোটের বৈঠকে লোকসভা নির্বাচনের জন্য বিরোধী জোটের লোগো বা প্রতীক চূড়ান্ত করা হতে পারে। পাশাপাশি তৈরি করা হবে কো-অর্ডিনেশন কমিটিও। ২০২৪ সালের নির্বাচনে বিজেপিকে কীভাবে হারানো যায়, তা নিয়ে একটি ‘জয়েন্ট অ্যাকশন প্ল্যান’ও তৈরি করা হবে।
6/10
অক্টোবরে চিন সফরে যাচ্ছেন ভ্লাদিমির পুতিন। সেখানে ‘বেল্ট অ্যান্ড রোড ফোরামে’র বৈঠকে যোগ দিতে সম্মত হয়েছেন রুশ প্রেসিডেন্ট। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণ গ্রহণ করেছেন তিনি। পুতিনের এই সফরের জন্য মস্কোতে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। চিন সফরে রাজি হলেও, ৯ ও ১০ সেপ্টেম্বর, নয়া দিল্লিতে আয়োজিত জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন না তিনি। সোমবার (২৮ অগস্ট) এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট। তিনি জানিয়েছেন, তাঁর বদলে সম্মেলনে যোগ দেবেন রুশ বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ভারতে আসছেন না, অথচ চিনে যাচ্ছেন কেন রুশ প্রেসিডেন্ট?
7/10
কলকাতা থেকে দিল্লি হয়ে চিনে চন্দন কাঠ পাচারের ছক। তবে পুলিশের তৎপরতায় পাচারের আগেই তিন পাচারকারীকেই গ্রেপ্তার করল এনএস সিবিআই এয়ারপোর্ট থানার পুলিশ। উদ্ধার হওয়া চন্দনের কাঠ ও সেই কাঠে তৈরি আসবাবের বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। ধৃতদের কাছ থেকে প্রায় ২০০ কেজি শ্বেত ও রক্ত চন্দনের কাঠ ও চন্দনের কাঠের তৈরি সামগ্রী উদ্ধার করেছে তারা। ধৃতদের নাম হলো ইমরোজ হোসেন, শেখ রাশিদ ও আবিদ হোসেন। ধৃতরা কলকাতা থেকে দিল্লি, দিল্লি থেকে হংকং যাওয়ার জন্য বোর্ডিং পাস ইস্যু করিয়েছিল।
8/10
কাঁধে ঢাক। আশপাশে দলীয় কর্মী-সমর্থক। বুধবার ঠিক এভাবেই বাঁকুড়ার জুনবেদিয়া বদড়া গ্রামে ঘুরে বেড়ালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। গ্যাসের দাম কমার মতো সুখবর এভাবেই গ্রামবাসীদের জানালেন তিনি।২০২৪ লোকসভা নির্বাচনের আগে বড়সড় সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকারের। একধাক্কায় ২০০ টাকা করে কমছে রান্নার গ্যাসের দাম। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে সূত্রের খবর। ফলে প্রায় দেড়বছর বাদে হাজারের নিচে নামল এলপিজি সিলিন্ডারের দাম। প্রায় ৩১ কোটি গ্রাহক এই সুবিধা পাবেন।
9/10
হাজরা চিত্তরঞ্জন সেবাসদনে এক প্রসূতিকে ধর্ষণের অভিযোগ উঠল। শুধু তাই নয়, ধর্ষণে বাধা দেওয়ায় ওই মহিলাকে খুন করারও চেষ্টা করে অভিযুক্ত। হাসপাতাল কতৃপক্ষ ওই মহিলাকে এসএসকেএম হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য। মহিলার মাথায় আঘাত লেগেছে বলে খবর। চিকিৎসার পর ভবানীপুর থানায় ওই মহিলা অভিযোগ দায়ের করেন। সূত্রের দাবি, মাতৃসদনের ছাদে গিয়েছিলেন মহিলা। সেই সময়ে ফাঁকা ছাদে মহিলাকে ধর্ষণের চেষ্টা করে আততায়ী। কিন্তু বাধা দেওয়ায় দেওয়ালে মাথা ঠুকে দেয়।