এবারও হল না! ট্রফির সঙ্গে ইস্টবেঙ্গলের দূরত্ব যেন আরও বাড়ল! ফের স্বপ্নভঙ্গ লাল-হলুদ সমর্থকদের। ডুরান্ড কাপে ইস্টবেঙ্গলের নতুন কোচ কার্লেস কুয়াদ্রাত হয়ে উঠেছিলেন স্বপ্নের সওদাগর। কিন্তু ফাইনাল ল্যাপটা আর পার করাতে পারলেন না তিনি। জ্বলন্ত লাল-হলুদ মশাল নিভিয়ে দিল সেই চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়েন্ট জুয়ান ফেরান্দোর আইএসএল চ্যাম্পিয়ন টিম জিতল ১৭ নম্বর ডুরান্ড কাপ। গঙ্গাপাড়ের শতাব্দী প্রাচীন ক্লাবের লকাররুমে ঐতিহ্যবাহী ট্রফিটি এনে দিলেন দিমিত্রি পেত্রাতোস। তাঁর একমাত্র গোলই মোহনবাগানকে চ্যাম্পিয়ন করে দিল। আর এর সঙ্গেই চলতি মরসুমে প্রথম ডার্বি হারেরও মধুর প্রতিশোধ নিল মোহনবাগান।
1/10
‘এক দেশ, এক ভোট’ নিয়ে বিতর্কের আবহেই এ বার এর বিরোধিতায় সরব হল কংগ্রেস। রাহুল ‘এক দেশ, এক ভোট’-এর ধারণাকে দেশের ‘যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর আঘাত’ বলে অভিহিত করেছেন। ‘এক দেশ, এক ভোট’ সংক্রান্ত সমস্ত দিক পর্যালোচনা করার জন্য প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছিল কেন্দ্রীয় সরকার। শনিবার রাতে এই কমিটির সদস্য হওয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। রবিবার রাহুলের মন্তব্যের পর মনে করা হচ্ছে, এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ভবিষ্যতে আরও সুর চড়াতে চলেছে কংগ্রেস।
2/10
স্বামী শ্রাবণ বাউরি রাজমিস্ত্রির কাজ করতেন। চন্দনা বাউরি সেখানে জোগাড়ের কাজ করতেন। ২০২১ সালের পর চন্দনা বিধায়ক হয়েছেন। কিন্তু আবার সেই পুরনো কাজে ফিরতে হল বিধায়ককে। স্থানীয় পঞ্চায়েতের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করে বাড়ির সামনে গ্রামের মূল রাস্তা সারাইয়ে হাত লাগালেন বিধায়ক ও তাঁর স্বামী। বাঁকুড়ার শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা মাথায় করে পাথর গুঁড়ো নিয়ে রাস্তায় ফেললেন। বেলচা নিয়ে সেই পাথর তোলার কাজে সাহায্য করলেন তাঁর স্বামী। বিধায়ককে এমন ভূমিকায় দেখে অনেকেই অবাক হয়েছেন। যদিও তৃণমূলের দাবি, সবই নাটক। শুধু শুধু প্রচারের জন্য এ সব করছেন বিজেপি বিধায়ক।
3/10
চাঁদের পর এবার সূর্য। দেশের তৈরি সৌরযান আদিত্য এল১-এর সূর্য যাত্রা নিয়ে গান বাঁধলেন জলপাইগুড়ির অবসরপ্রাপ্ত ভূগোলের শিক্ষক। মুহূর্তের মধ্যে ভাইরাল তাঁর সেই গানের ভিডিও। “চলছে এগিয়ে, চলছে এগিয়ে আদিত্য এল ওয়ান। সফল হোক এই অভিযান, করি তারই জয়গান…।” সোশ্যাল মিডিয়ায় মাস্টারমশাইয়ের লেখা, গাওয়া এই গান পোস্ট হতেই এখন তা মুখে মুখে ঘুরছে। সচ্চিদানন্দবাবুর বক্তব্য, চন্দ্রযানের সাফল্যে আপামর দেশবাসীর মতো তিনিও গর্বিত। সূর্য অভিযানেও আদিত্য সফল হবে বলে আশাবাদী তিনি। তাই আগাম শুভেচ্ছা হিসেবেই এই গান।
4/10
আচমকাই সংসদের বিশেষ অধিবেশনের ডাক দিয়েছে কেন্দ্র। আগামী ১৮ থেকে ২২ সেপ্টেম্বর চলবে এই বিশেষ অধিবেশন। তার উদ্দেশ্য নিয়ে নানা মহলে নানা জল্পনা। কেউ মনে করছেন, জরুরি কোনও বিল পেশ হতে পারে। বিশেষত চর্চায় এখন ‘এক দেশ, এক ভোট’ প্রস্তাব। কারও আবার ধারণা, পুরনো সংসদ ভবন থেকে ‘সেন্ট্রাল ভিস্তা’ প্রকল্পের অধীনে নবনির্মিত সংসদ ভবনে ‘গৃহপ্রবেশ’-এর জন্য এই অধিবেশনের ডাক। এসবের মাঝেই বিরোধীরা এই বিশেষ অধিবেশনের রণকৌশল স্থির করতে তড়িঘড়ি বৈঠকে বসছে INDIA জোট। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে বৈঠক ডাকা হয়েছে বলে খবর।
5/10
রাজভবনের নির্দেশিকায় ফের বিতর্ক। তুঙ্গে রাজ্য-রাজ্যপাল বেনজির সংঘাত। রাজভবনের নয়া নির্দেশিকায় বিশ্ববিদ্যালয়ের উপর থেকে আরও নিয়ন্ত্রণ কমল রাজ্য সরকারের। এছাড়া উপাচার্যের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উপর নিজের নিয়ন্ত্রণও বৃদ্ধি করলেন তিনি। রাজভবন থেকে একটি বিজ্ঞপ্তি জারি হয়। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, আচার্যের পর বিশ্ববিদ্যালয়গুলির সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে উপাচার্যের হাতে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, সহ উপাচার্য এবং অন্যান্য কর্তাদের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের হাতে। রাজ্য সরকার যেকোনও নির্দেশ দিতেই পারে। তবে সেই নির্দেশ মানতে বাধ্য নন উপাচার্য। সুতরাং এই নির্দেশিকা অনুযায়ী রাজ্য শিক্ষাদপ্তরের যেকোনও নির্দেশ উপাচার্য মান্যতা দিলেই তবেই কার্যকর হবে।
6/10
সোমবার সকাল থেকেই মহানগরীর মুখ ভার। ভোর থেকেই কলকাতার আকাশ মেঘে ঢাকা। সকাল থেকে মাঝারি বৃষ্টিপাতও হয়েছে। রবিবার রাতেও শহরের বেশ কিছু প্রান্তে বৃষ্টি নেমেছিল। সোমবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত আলিপুরে বৃষ্টি হয়েছে ২৯ মিলিমিটার। সোমবার সারাদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে কলকাতায়। এর জেরে শহরের নীচু এলাকাগুলি জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। যার জেরে জলনিকাশি ব্যবস্থা নিয়ে ফের পরীক্ষার মুখে পড়তে হতে পারে কলকাতা পুরনিগমকে। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও সোমবার বৃষ্টি হবে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে।
7/10
নৈহাটি পুরসভায় বেআইনি নিয়োগের অভিযোগ। চেয়ারম্যানের ছেলের নাম জড়ালের রাজ্যের বিরোধী দলনেতা। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেন চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়। অভিযোগকে কেন্দ্র করে শোরগোল রাজনৈতিক মহলে। হাটির গৌরী চৌমাথা সংলগ্ন মিরাবাগান মাঠে সভা করেন বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতা শুভেন্দু বলেন, ‘অয়ন শীলের সংস্থার মাধ্যমে পুরসভায় নিয়োগ দুর্নীতির লিস্ট আমার কাছে আছে। পাঁচটা পাঁচটা করে সেই নাম ছাড়তে শুরু করব। নৈহাটি পুরসভার সেই তালিকায় চেয়ারম্যানের ছেলের নামও আছে’। বিরোধী দলনেতার এই অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে।
8/10
মদ ও গাঁজার নেশার টাকা তুলতে প্রতিবেশীর ভেড়া চুরি করেছিল। এই অভিযোগে চরম অমানবিক শাস্তি দেওয়া হল দুই যুবককে। অভিযুক্ত দুই যুবকের পায়ে দড়ি বেঁধে পশুর মতো উল্টোদিকে করে অর্থাৎ মাথা নীচে ও পা উপরে করে একটি ঘরের চালা থেকে ঝুলিয়ে দেওয়া হয়। তারপর মাথার নীচে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এমনভাবে আগুন জ্বালানো হয় যে, ধোঁয়া সরাসরি ওই যুবকদের মুখে উঠছে। চরম অমানবিক ঘটনাটি ঘটেছে তেলঙ্গানায়। সেই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে।
9/10
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের ছেলে তথা রাজ্যের যুব ও ক্রীড়া দফতরের মন্ত্রী উদয়নিধির মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতির তরজা। শনিবার এক অনুষ্ঠানে মন্ত্রী ডেঙ্গু, ম্যালেরিয়ার সঙ্গে সনাতন ধর্মকে তুলনা করেন। তিনি বলেন, এদের মতো সনাতন ধর্মেরও নির্মূল করা উচিত। তামিলনাড়ুর বিজেপি সভাপতি কে আন্নামালাই বলেন, ‘আপনাকে যদি ‘সনাতন ধর্ম’ মুছে ফেলতে হয়, তবে আপনাকে সমস্ত মন্দির এবং মানুষের প্রয়োজনীয় ধর্মীয় অনুশীলনগুলি শেষ করতে হবে…। গতকাল উদয়নিধি যা বলেছেন তা দেশের ১৪২ কোটি মানুষের নিন্দা করা উচিত কারণ তা একটি নির্দিষ্ট ধর্মের প্রতি ঘৃণা।