বিভিন্ন মামলায় তাঁর পর্যবেক্ষণ এবং রায় জনমানসে আলোড়ন ফেলেছে। আন্দোলিত হয়েছে রাজ্য রাজনীতি। কলকাতা হাই কোর্টের সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে আবার এক বার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন। মঙ্গলাবর প্রাথমিক শিক্ষা সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল তাঁর এজলাসে। সেই শুনানি শেষে বিচারপতি গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন, ‘আর তো ক’টা দিন আছি। তার পর চলে যেতে হবে। যাওয়ার আগে কিছু করে যাব’। তাঁর এই মন্তব্য শুনে এজলাসে উপস্থিত আইনজীবী কল্লোল বসু হাসির ছলে বলেন, ‘বিপ্লব দীর্ঘজীবী হোক।’ জবাবে বিচারপতি গঙ্গোপাধ্যায় ওই আইনজীবীর উদ্দেশে বলেন, ‘বিপ্লব দীর্ঘজীবী হতে হবেই।’
1/10
আগামী ১৭ সেপ্টেম্বর, রবিবার বাংলা মাতবে বিশ্বকর্মা পুজোয়। সেই দিন আবার বিজেপির জন্য অন্য উৎসব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৪তম জন্মদিন। ওই দিন থেকে ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন পর্যন্ত বিজেপির উদ্যোগে সেবা পক্ষ পালিত হবে গোটা দেশে। সব রাজ্যেই ওই সময়ে স্বচ্ছতা অভিযানে জোর দিতে দলের সাংসদদের নির্দেশ দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। সেই সঙ্গে রাজ্যে রাজ্যে নানা রকম সেবামূলক কর্মসূচি করতে বলা হয়েছে। রাজ্য বিজেপি ওই সময় কালে রাজ্যের সর্বত্র রক্তদান শিবির করার সিদ্ধান্ত নিয়েছে।
2/10
ইডি তলব করলে তিনি অবশ্যই যাবেন। তদন্তে সহযোগিতা করবেন। মঙ্গলবার হিঙ্গলগঞ্জে এসে মন্তব্য করলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান। রাজারহাটে ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগে বসিরহাটের সাংসদ নুসরতকে তলব করেছে ইডি। আগামী মঙ্গলবার সকাল ১১টার মধ্যে তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে। পাশাপাশি যে কোম্পানি বা সংস্থার নামে ইতিমধ্যে একটি অভিযোগ দায়ের হয়েছে, সেই কোম্পানির ডিরেক্টর রাকেশ সিংহকেও তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
3/10
মঙ্গলবার জি২০ শীর্ষবৈঠকে অংশ নেওয়া বিদেশি রাষ্ট্রনেতাদের কাছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নৈশভোজের আমন্ত্রণপত্র প্রকাশ্যে আসার পরেই জল্পনা শুরু হয়েছে, লোকসভা ভোটের আগে দেশের নাম শুধুই ‘ভারত’ করতে চলেছে নরেন্দ্র মোদীর সরকার। এ সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল পাশের জন্যই আগামী ১৮-২২ ডিসেম্বর সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে বলেও জল্পনা দানা বেঁধেছে। আসলে ভারতের রাষ্ট্রপতি কাউকে কোনও চিঠি লিখলে তাতে চিরাচরিত ভাবে লেখা থাকে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’ কথাটি। কিন্তু জি২০-র রাষ্ট্রনেতাদের আমন্ত্রণ জানানোর চিঠিতে লেখা হয়েছে ‘প্রেসিডেন্ট অফ ভারত’ কথাটি লেখা হয়েছে। এর পরেই প্রশ্ন উঠেছে, আচমকা এমন বদলের কারণ কি? যদিও সরকারের তরফে এখনও পর্যন্ত এ নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। সেই নীরবতা আদতে জল্পনাতে আরও ইন্ধন জুগিয়েছে।
4/10
জি২০ শীর্ষ সম্মেলন উপলক্ষে রাষ্ট্রনেতাদের সম্মানে রাষ্ট্রপতির নৈশভোজে যোগ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৯ সেপ্টেম্বর ওই নৈশভোজে যোগ দেওয়ার কথা বিরোধী শিবিরের অন্য নেতানেত্রীদেরও। সংশ্লিষ্ট সূত্রে খবর, মমতার সঙ্গে কংগ্রেস-সহ বিরোধী শিবিরের নেতানেত্রীদের এ বিষয়ে কথা হয়েছে। এই নৈশভোজের আমন্ত্রণপত্রেই ‘প্রেসিডেন্ট অব ভারত’ লেখা নিয়ে দানা বেঁধেছে বিতর্ক। তা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী দলগুলি। কিন্তু বিদেশি রাষ্ট্রনেতাদের সম্মানে নৈশভোজে বিরোধীদের সকলেই উপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এই নৈশভোজে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হতে পারে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনারও।
5/10
নয়া দিল্লিতে হতে চলেছে জি-২০ সম্মেলনের প্রধান বৈঠক। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর এই সম্মেলন হবে। এই সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন জি-২০ সদস্য দেশের প্রতিনিধিরা। আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। রাষ্ট্রনেতাদের স্বাগত জানাতে কোনও খামতি রাখছে না কেন্দ্রীয় সরকার। জি-২০ উপলক্ষে সম্পূর্ণ ভোল বদলে গিয়েছে দিল্লির। আলোকসজ্জা থেকে ফুল, বিভিন্নভাবে সাজিয়ে তোলা হয়েছে গোটা রাজধানীকে। রাস্তায় জি-২০ লেখা আলোকসজ্জা লাগানো হয়েছে। ফেলে দেওয়া বিভিন্ন যন্ত্রাংশ দিয়েও অসাধারণ শিল্পকলা তৈরি করা হয়েছে, যা ভারতের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত। যেমন পিতলের টুকরো দিয়ে বানানো এই ময়ূর, যা ভারতের জাতীয় পাখি।
6/10
কয়েকদিন আগে নদিয়া ও পুরুলিয়ায় নামী সোনার গহনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার কয়েকদিন কাটতে না কাটতেই এবার হাওড়ার উলুবেড়িয়ায় এক স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে চলল গুলি। ছিনতাইয়ের মতলব নিয়েই দুষ্কৃতীরা গুলি চালিয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। মঙ্গলবার রাত ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া বাহিরতফা গ্রামে। জানা গিয়েছে, মঙ্গলবার স্বর্ণ ব্যবসায়ী সুব্রত মাইতি উলুবেড়িয়ার রথতলা এলাকায় অবস্থিত তাঁর দোকান বন্ধ করে ফিরছিলেন। বাড়ির প্রায় সামনে আসতেই দু’টি বাইক স্বর্ণ ব্যবসায়ীর পথ আটকায়। ব্যক্তির হাতে থাকা দু’টি ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করে। বাধা দিলে সুব্রতবাবুকে গুলি চালানোর অভিযোগ ওঠে। ওই ব্যক্তির ডান হাতে গুলি লেগেছে বলে খবর।
7/10
ভোরবেলায় দু’এক পশলা বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। তবে বেলা যত বেড়েছে আর সেভাবে বৃষ্টির দেখা পাওয়া যায়নি। আবহাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে দক্ষিণবঙ্গে আজ সারাদিন মেঘলা আকাশ থাকবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার পর্যন্ত। কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হয়েছে। বর্তমানে দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে সেটি অবস্থান করছে। ধীরে-ধীরে সেটি পশ্চিম দিকে সরে দক্ষিণ ওড়িশা ও ছত্তিশগঢ়ের উপর অবস্থান করবে।
8/10
এশিয়া কাপে গ্রুপ পর্ব শেষ। যদিও সেই অর্থে গ্রুপ পর্ব জমে ওঠেনি। শ্রীলঙ্কা পর্বে বৃষ্টি তার অন্যতম কারণ। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। বৃষ্টি হলেও সেই ম্যাচ সম্পূর্ণ করা গিয়েছিল। কিন্তু ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টি ব্যাপক প্রভাব ফেলেছে। ভারতীয় ইনিংস হলেও ম্যাচ সম্পূর্ণ হয়নি। রবিবার সুপার ফোরে ফের এক বার মুখোমুখি ভারত-পাকিস্তান। তবে আজ সুপার ফোর পর্ব শুরু হচ্ছে পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচ দিয়ে। লাহোরে মুখোমুখি দু-দল। সুপার ফোর পর্ব শুরুর আগে বাংলাদেশ শিবিরে বিরাট স্বস্তি লিটন দাসের ফিট হয়ে ওঠা। অস্বস্তি, গত ম্যাচে শতরান করা শান্তর ছিটকে যাওয়া।
9/10
শ্রীময়ী চট্টরাজ ও উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের বন্ধুত্ব এখন কারও অজানা নয়। তবে শুধু যে তাঁরা বন্ধু, এমনটা মোটেও দাবি করেন না শ্রীময়ী। কাঞ্চন তাঁর বন্ধু ছাড়াও শিক্ষক, পথ প্রদর্শকও বটে। বিশেষ দিনে তাই সকলকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁকেও বাদ দিলেন না এই অভিনেত্রী। আজ অর্থাৎ মঙ্গলবার শিক্ষক দিবস। বিশেষ দিনে জীবনে চলার পথে যাদের সাহচর্য তাঁকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে, তেমন বেশ কিছু মানুষকে মনে করেছেন তিনি। শ্রীময়ীর এত শিক্ষকের মাঝে যদিও কাঞ্চনের সঙ্গে তাঁর বন্ধুত্বও নিয়েই হচ্ছে আলোচনা। হবে নাই বা কেন? দিন কয়েক আগে কাঞ্চনকে নিয়ে একটি পোস্ট করেছিলেন তিনি। সেই পোস্টে শ্রীময়ী লেখেন, ‘২০১২-২০২৩,আমাদের বন্ধুত্বের ১১ বছর পূর্ণ হল আজ, আজ এই বিশেষ দিনে একটাই কথা বলতে চাই আমাদের এই বন্ধুত্বের সম্পর্কের বন্ধন যেন অটুট থাকে। বন্ধন হোক মানবিকতার,ঐক্য হোক অটুট’।