এক দেশ এক ভোটের প্রস্তাব নিয়ে গঠিত কমিটির প্রধান প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে আজ তাঁর বাসভবনে দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। সরকারি ভাবে ওই বৈঠককে সৌজন্য সাক্ষাৎকার বলে দাবি করা হলেও, সূত্রের মতে, কমিটির আলোচনার বিষয়বস্তু, আগামী দিনে বৈঠকের স্থান কী হবে, এই সব নিয়েই দু’পক্ষের মধ্যে আলোচনা হয়। এক ভোট নীতি গৃহীত হলে সংবিধান অনুযায়ী যা যা করণীয়, তা করতে তারা প্রস্তুত বলে আজ জানিয়েছে নির্বাচন কমিশনও।
1/10
রাজ্যের প্রত্যেক পরিবারের জন্য একটি করে নির্দিষ্ট পরিচিতি (ইউনিক আইডেন্টিটি) তৈরির পথে পা বাড়াতে চলেছে রাজ্য সরকার। লক্ষ্য, বিভিন্ন সরকারি পরিষেবা প্রদানের পথ মসৃণ করা। এবং প্রত্যেক পরিবারের জন্য ওই নির্দিষ্ট পরিচিতি-ভিত্তিক তথ্যভান্ডার তৈরির ভিত হিসেবে আধার সংযোগের ‘ছাঁকনির’ উপরেই আস্থা রাখছে তারা। রাজ্যের সর্বত্র সমীক্ষা চালিয়ে এই পরিবারভিত্তিক তথ্যভান্ডার তৈরি করা হবে। অভিজ্ঞ আধিকারিকদের একাংশের বক্তব্য, এখন আধার নম্বর থেকে যেমন এক জন ব্যক্তি সম্পর্কে বায়োমেট্রিক-সহ বিভিন্ন তথ্য পাওয়া যায়, তেমনই একটি পরিবার সম্পর্কে জরুরি তথ্য এক লপ্তে হাতে আসবে রাজ্যের এই নতুন ইউনিক আইডেন্টিটি থেকে। যেমন, পরিবারের সদস্যদের সম্পর্কে তথ্য, তাঁদের কে কোন সরকারি পরিষেবার সুবিধা পান ইত্যাদি বিষয়গুলি তোলা থাকবে ওই তথ্যভান্ডারে।
2/10
এক দিনের বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হতে না হতেই শেষ হয়ে গিয়েছে। একটি বিশেষ ওয়েবসাইটের মাধ্যমে টিকিট কাটতে গিয়ে অনেকেই বিফল মনোরথ হয়ে ফিরেছেন। তাঁদের জন্যে আশার কথা শোনাল বিসিসিআই। সমর্থকদের বিপুল আগ্রহ দেখে নতুন করে টিকিট ছাড়া হচ্ছে। বুধবার বোর্ড ঘোষণা করেছে, সব মিলিয়ে চার লক্ষ টিকিট ছাড়া হবে। আরও বেশি সমর্থককে মাঠে বসে এই প্রতিযোগিতা দেখার সুযোগ করে দেওয়ার জন্যেই এই সিদ্ধান্ত। শুধু ভারত নয়, গোটা বিশ্বের সমর্থকেরাই টিকিট কাটতে পারবেন। তবে হুঁশিয়ারি দিয়ে বোর্ড এটাও জানিয়েছে, টিকিট কাটার জন্যে এখন থেকেই প্রস্তুত হতে।
3/10
যা ভেবে বিজেপিতে যোগ দিয়েছিলেন তা হয়নি। তিনি যা যা সাংগঠনিক প্রস্তাব দিয়েছিলেন তাতে কান দেননি বিজেপির রাজ্য কিংবা কেন্দ্রীয় নেতৃত্ব। এমনটা জানিয়েই বুধবার বিজেপি ছাড়লেন নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্র বসু। বিজেপির টিকিটে ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করা চন্দ্র এই মুহূর্তে বিজেপির কোনও পদে নেই। দলের সঙ্গে দূরত্ব থাকলেও প্রাথমিক সদস্যপদ ছিল। মঙ্গলবার দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডাকে চিঠি পাঠিয়ে সেই যোগটুকুও ছিন্ন করলেন তিনি। নড্ডার পাশাপাশি চিঠির প্রতিলিপি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে।
4/10
চলতি বছরের গোড়াতেই হাতছাড়া হওয়া ঝালদা পুরসভা আবার কংগ্রেসের থেকে ছিনিয়ে নিল শাসকদল। বুধবার রাতে পাঁচ পুরপ্রতিনিধি যোগ দেন তৃণমূলে। সেই দলে নির্দল পুরপ্রধান শীলা চট্টোপাধ্যায় ছাড়াও রয়েছেন কংগ্রেস পুরপ্রতিনিধি বিজয় কান্দু, মিঠুন কান্দু (নিহত প্রাক্তন কাউন্সিলর তপন কান্দুর ভাইপো), পিন্টু চন্দ্র এবং সোমনাথ কর্মকার। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বাঘমুণ্ডির তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতো। বিধায়ক বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে শামিল হতে চেয়েছিলেন পুরপ্রধান-সহ পাঁচ কাউন্সিলর। দলীয় নির্দেশ মেনে আমরা তাঁদের দলে গ্রহণ করলাম’।
5/10
চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে হাওড়া ময়দান থেকে এসপ্লানেড পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা চালু করে দিতে চান মেট্রো কর্তৃপক্ষ। আপাতত ১২ মিনিটের ব্যবধানে ট্রেন চলবে বলে ভাবা হয়েছে। বুধবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর নির্মাণ সংস্থা কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ভি কে শ্রীবাস্তব এ কথা জানিয়েছেন। শুরুতে জোকা-তারাতলা মেট্রোর চেয়ে কিছুটা উন্নত ব্যবস্থায় একটির বদলে দু’টি ট্রেনের পরিষেবা চালু হবে। একই লাইন পর্যায়ক্রমে আপ এবং ডাউন হিসেবে কাজ করবে। হাওড়া ময়দান, হাওড়া, বি বা দী বাগ এবং এসপ্লানেড— এই চার স্টেশনেই ওই ভাবে পরিষেবা দেওয়ার জন্য প্ল্যাটফর্ম রয়েছে দু’টি লাইনের মাঝখানে।
6/10
তখনও ভোরের আলো ফোটেনি। বৃষ্টি ভেজা শহরের রাস্তা প্রায় খালি। ঘড়ির কাঁটা বলছে সওয়া চারটে। বৃষ্টি পড়ছে। কিন্তু নিউটাউনের একটি মাল্টিপ্লেক্সের সামনে পৌঁছে দেখা গেল চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। দলে দলে মানুষ সারিবদ্ধ ভাবে প্রেক্ষাগৃহে প্রবেশের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে। তাঁদের মুখে একটাই স্লোগান- ‘শাহরুখ! শাহরুখ!’ এই চিত্র তো অপরিচিত নয়। কিন্তু ভোর পাঁচটায় শহরের কোনও প্রেক্ষাগৃহে এই দৃশ্য নিঃসন্দেহে বিরল। ৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার দেশ জুড়ে মুক্তি পেল শাহরুখের নতুন ছবি ‘জওয়ান’। মাঝে অতিক্রান্ত ঠিক ২২৫টি দিন। ‘পাঠান’ মুক্তির পর আরও এক বার এই ভিড় প্রমাণ করল, শাহরুখের প্রতি শহর কলকাতার নিঃশর্ত ভালবাসা এবং সমর্থনকে।
7/10
তৃণমূলের পাঁচজন কর্মীকে ভোজালি দিয়ে হামলার অভিযোগ। গুরুতর আহত দু’জন। জানা গিয়েছে, একটি ডাবের দোকানে ভোজালি নিয়ে হামলা চালায় দুই দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার ডিআরএম চৌপথি সংলগ্ন এলাকায়। তবে কী কারণে এই হামলা তা জানতে পারা যায়নি। এই ঘটনায় তৃণমূল বিজেপি-র দিকে আঙুল তুলেছে। তবে অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ডাবের দোকানে দাঁড়িয়েছিলেন ওই তৃণমূল কর্মীরা। সেই সময় দুই দুষ্কৃতী আচমকাই হামলা চালায়। আহত দু’জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। ঘটনাস্থলে পৌঁছয় আলিপুরদুয়ার জংশন এবং আলিপুরদুয়ার থানার পুলিশ।
8/10
যাদবপুরের মৃত ছাত্রের মাকে সরকারি চাকরি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে বগুলা গ্রামীণ হাসপাতালের নামও মৃত পড়ুয়ার নামে করার সিদ্ধান্ত নেওয়া হয় সরকারের তরফে। বৃহস্পতিবার হাসপাতালে চাকরিতে যোগ দিতে যান মৃত পড়ুয়ার মা। সঙ্গে ছিলেন তাঁর স্বামীও। আর সেখানেই এলাকাবাসীদের তুমুল বিক্ষোভের মধ্যে পড়তে হয় যাদবপুরের মৃত পড়ুয়ার বাবা-মাকে। পড়ুয়ার মৃত্যুতে এলাকাবাসীরা প্রত্যেকেই শোকস্তব্ধ। দোষীদের শাস্তি চাইছেন। বিচার চাইছেন। কিন্তু কোনওভাবেই বগুলা গ্রামীণ হাসপাতালের নাম পরিবর্তন চাইছেন না এলাকাবাসীরা। কর্তৃপক্ষের তরফে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, হাসপাতালের নতুন নামও লেখা হয়ে গিয়েছিল। এদিন বিক্ষোভরত এলাকাবাসীরা সেখানে হাসপাতালের নামের থেকে মৃত পড়ুয়ার নাম মুছে দেন। সাজানো ফুলের মালাও ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ।
9/10
বিধানসভার অধিবশনে বৃহস্পতিবার এক গুরুত্বপূর্ণ দিন। বাংলা দিবস নিয়ে আজ আলোচনা রয়েছে বিধানসভায়। একইসঙ্গে আলোচনা হবে বাংলা সঙ্গীত (রাজ্য সঙ্গীত) কী হবে, তা নিয়েও। সব মিলিয়ে এদিন বিধানসভায় এক ঘণ্টা আলোচনার জন্য স্থির হয়েছে। শাসক পক্ষ নিজেদের বক্তব্য রাখার জন্য সময় পাবে আধ ঘণ্টা। কোন দিনটিকে বাংলা দিবস হিসেবে পালন করা হবে, সেই নিয়ে আজই চূড়ান্ত সিলমোহর পড়তে পারে রাজ্য বিধানসভায়। সেক্ষেত্রে বিরোধী শিবির অর্থাৎ, বিজেপির পরিষদীয় দলের কী ভূমিকা থাকবে, সেই বিষয়টির দিকেও নজর থাকবে সকলের।