আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ শহরের আকাশ মূলত মেঘলা থাকবে। কলকাতা এবং শহর লাগোয়া কিছু জায়গায় আজ বজ্রপাত সহ বৃষ্টি হবে। সকাল থেকেই বহু জায়গায় বৃষ্টিপাত শুরুও হয়ে গিয়েছে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা হবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা কি না স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। অপরদিকে আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা কি না স্বাভাবিক। আজ কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়ায় প্রায় সারাদিনই মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতার বিভিন্ন জায়গায় আজ সকাল থেকেই বৃষ্টি হতে পারে।
1/10
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। অথচ, চিনের সাধারণ মানুষ সরকারের কাজে খুশি নয়। ওয়াশিংটন পোস্টের একটি রিপোর্ট অনুযায়ী, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভের আগুন জ্বলে উঠেছে চিনের কোনায় কোনায়। ২০০৮ সালে চিনের প্রেসিডেন্টের কুর্সিতে বসেছিলেন জিনপিং। তিনিই দেশের অর্থনীতিকে বর্তমানের জায়গায় নিয়ে গিয়েছেন। অর্থনীতিতে আমেরিকার সঙ্গে সমানে সমানে টেক্কা দিয়েছে চিন। কিন্তু চিনের মানুষ জিনপিং সরকারের উপর এখন যারপরনাই বিরক্ত। গত কয়েক বছরে তাঁর একাধিক নীতি জনমানসে ক্ষোভের সঞ্চার করেছে। তার প্রতিফলন দেখা গিয়েছে অর্থনীতির পরিসংখ্যানেও।
2/10
মঙ্গলবার শান্তিতেই মিটেছিল ভোটগ্রহণ। এ বার ফল ঘোষণার পালা। শুক্রবার গণনার শুরু থেকেই ধূপগুড়িতে চাপা উত্তেজনা। কী হবে ফল? গত বিধানসভা নির্বাচনের ফল ধরে রেখে বিজেপি জিতবে, না কি ফিরে যাবে তৃণমূলের হাতে? গত বিধানসভা নির্বাচনের পর থেকে একটি উপনির্বাচনেও জয় পায়নি বিজেপি। বিধানসভা ভোটে জেতা জোড়া আসন দিনহাটা এবং শান্তিপুরে উপনির্বাচনে হেরে যায় তারা। ফলে দলের কাছে বড় চ্যালেঞ্জ ধূপগুড়ি। অন্য দিকে, একের পর এক উপনির্বাচনে জিতলেও শেষটিতে হারতে হয়েছে তৃণমূলকে। সাগরদিঘিতে জিতেছিল কংগ্রেস। পরে বিধায়ক বাইরন বিশ্বাস তৃণমূলে যোগ দিলেও শাসকের ভোটে হারার ক্ষত রয়েই গিয়েছে। তা সামলাতে জিততে হবে ধূপগুড়ি।
3/10
খাস কলকাতার বুকে দৃষ্টিহীন ছাত্রীদের যৌন নির্যাতন। যে পড়ুয়াদের আলাদাভাবে দেখাশোনা করা প্রয়োজন, তাঁদেরকেই নির্যাতরে শিকার হতে হয়েছে স্কুলে! শিশু সুরক্ষা কমিশনের করা এই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। আর তারপর সামনে এসেছে আরও একগুচ্ছ অভিযোগ। দৃষ্টিহীন পড়ুয়াদের বিশেষ যত্ন নেওয়া তো দূরের কথা, দিনের পর দিন তারা অবহেলার শিকার হত বলে অভিযোগ উঠেছে কলকাতার হরিদেবপুরের ওই স্কুলের বিরুদ্ধে। হোমের মালিককে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই। গ্রেফতার করা হয়েছে হোমের রান্নার কাজে নিযুক্ত কর্মীকেও।
4/10
সংঘাতের মেঘ কাটছে না কিছুতেই। কখনও রাজ্যপাল তথা রাজ্য বিশ্ববিদ্য়ালয়গুলির আচার্য সি ভি আনন্দ বোসকে সংবিধান বোঝাচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী কখনও আবার পাল্টা দিচ্ছে রাজভবন। রাজ্যের শাসকদলের স্পষ্ট অভিযোগ, রাজ্যে সমান্তরাল প্রশাসন চালাচ্ছেন রাজ্যপাল। সংবিধানিক ক্ষমতাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের মতো কাজ করে চাইছেন। সাম্প্রতিককালে একাধিক বিশ্ববিদ্যালয়ের উপচার্য নিয়োগ নিয়ে দফায় দফায় চরমে উঠেছে রাজ্য-রাজ্যপাল সংঘাত। এরইমধ্যে আজ শুক্রবার রাজভবনের সামনে প্রতিবাদের ডাক প্রাক্তন উপাচার্যদের। বেলা ১১ টা থেকে রাজভবনের সামনে শান্তিপূর্ণ প্রতিবাদের ডাক দিয়েছেন উপাচার্যরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে রাজভবনে নামবেন শিক্ষাবিদরা।
5/10
রক্ষকই ভক্ষক। ২২ লক্ষ টাকা জালিয়াতি। ট্রাফিক জরিমানার টাকা নিজেদের পকেটে পুড়েছিলেন কলকাতা পুলিশের দুই কনস্টেবল বলে অভিযোগ। হিসাব মেলাতে গিয়ে গড়মিল দেখতে পান পুলিশ কর্তারা। তখন তদন্ত শুরু হয় এই ঘটনার। আর তারপর তদন্তে গোটা ঘটনা সামনে চলে আসে। টাকা তছরুপের অভিযোগে চাকরি থেকে বরখাস্ত হলেন কলকাতা পুলিশের দুই কনস্টেবল। এই ঘটনা চাউর হতেই শোরগোল পড়ে যায় পুলিশ মহলে। এই দুই কনস্টেবল পরিকল্পনা করেই জরিমানার টাকা তছরুপ করেছিলেন বলেও অভিযোগ।
6/10
বিগত কয়েক বছরের মতো এবারও পুজোয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু গান প্রকাশ হতে চলেছে। এখনও পর্যন্ত সূত্র মারফত যা খবর, হাফ ডজন গান লেখার কাজ প্রায় শেষ মুখ্যমন্ত্রীর, যেগুলি এবারের পুজোয় প্রকাশ হবে। এর পাশাপাশি ‘হ্যাপি বার্থডে’ গানের মতোই বাংলায় ‘শুভ জন্মদিন’ দিয়ে একটি গানও লিখছেন মুখ্যমন্ত্রী। এই গানটিও পুজোর প্রকাশ করা হতে পারে বলে খবর। সেটির কাজও অনেকটা এগিয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। গত বছরের পুজোতেও মুখ্যমন্ত্রীর লেখা আটটি গান প্রকাশিত হয়েছিল। আর এবারও পুজোয় প্রকাশের জন্য মুখ্যমন্ত্রীর ছ’টি গান লেখার কাজ চলছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।
7/10
শুরু হয়ে গিয়েছে জি২০ শীর্ষ সম্মেলনের কাউন্টডাউন। এই মেগা ইভেন্টের আগে, সম্মেলনের সুর বেঁধে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন আন্তর্জাতিক সমস্যার মোকাবিলায় ভারত কীভাবে গোটা বিশ্বের প্রতি সহযোগিতাযর হাত বাড়িয়ে দিয়েছে এবং ২০ দেশের এই গোষ্ঠীকে গত এক বছর ধরে নেতৃত্ব দিয়েছে, এক ব্লগ পোস্টে তা ফিরে দেখেছেন প্রধানমন্ত্রী। মানব-কেন্দ্রিক অগ্রগতির গুরুত্ব এবং উন্নয়নশীল দেশগুলির আকাঙ্ক্ষা, বিশেষ করে গ্লোবাল সাউথ এবং আফ্রিকা মহাদেশের দেশগুলিকে মূল স্রোতে আনার উপর জোর দিয়েছেন তিনি।
8/10
বিধানসভায় ঘোষণা করে দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। বর্ধিত ভাতা নেবেন না বিজেপি বিধায়করা! কেন? ‘আমরা হাউসে ছিলাম না। ওটা ওঁনার একতরফা ঘোষণা, আমরা ভাতা চাই না’, বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একলাফে ৪০ হাজার! বেতন বাড়ল রাজ্যের মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমনকী বিধায়কদেরও। এদিন বিধানসভায় মন্ত্রী ও বিধায়কদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি নিজে অবশ্য় কোনও বেতন নেবেন না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ফলে তাঁর বেতন বৃদ্ধির কথা ঘোষণাও করেননি। রাজভবনে বাইরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘আমরা আশাকর্মী, আইসিডিএস কর্মী, ভিলেজ রিসোর্স পারসন, ভিলেজ পুলিস, সিভিক ভলান্টিয়ার, চুক্তিভিক্তিক, এদের সকলের সমকাজে সমবেতন ঘোষণা করুক মুখ্যমন্ত্রী, চাই। আমরা চাই, সরকার কর্মচারী, পুলিস কর্মচারী, শিক্ষক, অবসরপ্রাপ্ত পেনসানার, তাদের বকেয়া মহার্ঘ ভাতা দিক’।
9/10
কলকাতার নস্টালজিয়া ট্রাম। অথচ মহানগরী আজ হারাল সেই নস্টালজিয়াকে। বন্ধ হয়ে গেল ধর্মতলা থেকে খিদিরপুরের ট্রাম রুট। এই রুটের তামার তার চুরি হয়ে গিয়েছে বলে অভিযোগ। যা তিন বছর পেরিয়ে গেলেও উদ্ধার করতে পারেনি লালবাজার। চুরি যাওয়া এই তামার তারের বাজারদর প্রায় দু’কোটি টাকা। কলকাতা ময়দানের উপর দিয়ে ধর্মতলা থেকে খিদিরপুরের দিকে গিয়েছে। আর সেখানেই তার না থাকায় রুট বন্ধ হয়ে গিয়েছে ট্রামের। এই ট্রাম রুট বেশ জনপ্রিয় ছিল। আবার কবে তা চালু হবে? বোঝা যাচ্ছে না।