Gold Price Today : শহরে তিনগুণ কমলো সোনার দাম, জানুন একনজরে

আজকে সোনার মূল্য কমলো অনেক
বছরের শুরুতে দেখা গিয়েছিল সোনার মূল্য( Gold price today ) ছিল প্রায় আকাশ ছোঁয়া। সেইসঙ্গে সকল জিনিসের দাম বেড়ে চলেছে ক্রমশই। পণ্য সামগ্রী থেকে শুরু করে ভোজ্য তেল সকল বস্তুর দাম প্রায় আগুন দরের সমান। মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের মাথায় হাত ইতিমধ্যেই। যদিও আজ খানিকটা স্বস্তির খবর। কমেছে সোনার দাম( Gold price today in kolkata )। গচ্ছিত সম্পদ হিসাবে মধ্যবিত্তদের সোনা মজুত করে রাখার আজ আদর্শ দিন বলা চলে। কলকাতা সহ বিভিন্ন জায়গায় কমেছে সোনার দাম। আসুন দেখা যাক আপনার শহরে (Gold price today in your city ) সোনার মূল্য ঠিক কত।

কত কমলো সোনার মূল্য
উল্লেখ্য জানুয়ারির শুরুতে অর্থাৎ ১লা জানুয়ারি ১০ গ্রামের(10 gram) ২৪ ক্যারেট সোনার মূল্য(24 carat gold Price) ছিল ৪৯,৮৫০ টাকা এবং বর্তমানে তা ৪৯,৫৫০ টাকা অর্থাৎ ৩০০ টাকা হ্রাস পেয়েছে সোনার দাম। নতুন বছরের শুরুতেই ফের সোনার মূল্য বৃদ্ধি পেলেও জানুয়ারির মাঝামাঝি এসে অনেকটাই কমেছে সোনার দাম। ১০ গ্রামের(10 Gram) ২২ ক্যারেট সোনার মূল্য(22 carat Gold Price) শুরুতে যে মূল্য ছিল বর্তমানে সেই মূল্য কমেছে প্রায় ৩০০টাকা।
আজকে সোনার মূল্যর কত ফারাক জানুয়ারির প্রথম দিনের তুলনায়
এদিন সোনার দাম ছিল ৪৭,১৬০টাকা। একই তফাৎ ছিল ১০ গ্রামের ২৪ ক্যারেটের সোনাতেও। সেই দিন সোনার দাম ছিল ৪৯,৭৫০টাকা। আজ সেটার দাম কমে ৪৯,৫৫০টাকায় এসে দাঁড়িয়েছে। এরপর থেকে ২২ ক্যারেট ও ২৪ ক্যারেটের সোনার দামও কমেছে অনেক। সুতরাং আজ সোনা কেনার এক আদর্শ দিন বলা যেতেই পারে
আরও পড়ুন:Covid-19 Booster Dose : বুস্টার ডোজে বাড়ছে গতি, কারা পাবেন অগ্রাধিকার, কী বলছে কেন্দ্র