Weather Update : আজ মুখ ভার আকাশের, পশ্চিমী ঝঞ্ঝার গুঁতোয় শীত উধাও তিলোত্তমায়

শেষ পৌষেই নিখোঁজ শীত ( Weather Update )। মঙ্গলবার সকাল থেকেই কার্যত দক্ষিণবঙ্গ থেকে উধাও হয়ে গিয়েছে শীত(Winter is vanished from West Bengal)। আকাশ মেঘলা থাকায় তাপমাত্রা বেড়েছে। সেই সঙ্গেই মঙ্গলবার বিকাল থেকে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে দেখা গেছে বৃষ্টির প্রভাব। কলকাতাতেও সন্ধ্যার দিকে দু’এক পশলা বৃষ্টিপাতের হদিশ মিলেছে। মঙ্গলের মতোই বুধেও রাজ্যের বেশির জায়গায় দেখা যেতে পারে বৃষ্টির প্রভাব।

Weather Update

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের অনেকাংশে উধাও হয়েছে কুয়াশা(Fog)। এদিন উত্তরবঙ্গের মালদা, কোচবিহার এলাকায় হালকা কুয়াশাচ্ছন্ন পরিবেশের দেখা মেলে। এছাড়াও, রাজ্য জুড়ে আপাতত বৃষ্টির ভ্রুকুটি ( Weather Update )। এদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখা যেতে পারে হালকা থেকে মাঝারী বৃষ্টিপাত।

Weather Update 12 januaryWest Bengal জুড়ে বৃষ্টির সম্ভবনা

উল্লেখ্য, বুধবার সকালে মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা(Temperature) পৌঁছে গিয়েছে সাড়ে ১৭ ডিগ্রিতে। যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেশি। সকাল থেকেই মুখ ভার আকাশের। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, কলকাতা(Kolkata) ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে এদিন হালকা থেকে মাঝারী বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। এছাড়াও, বুধবার বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টি দেখা যেতে পারে উত্তরবঙ্গের সিকিম, দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়।

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব

প্রসঙ্গত, আবহবিদেরা জানিয়েছে, উত্তর-পশ্চিম ভারত থেকে বয়ে আসা একটি পশ্চিমী ঝঞ্ঝা বাংলার উপর দিয়ে যাচ্ছে। আর তার ফলেই বাঁধা পেয়েছে উত্তুরে হাওয়া। মুখ লুকিয়েছে শীত। তার জায়গা নিয়েছে মেঘলা আকাশ ও বৃষ্টি। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় এবং বায়ুমণ্ডলের উপরের ও নীচের স্তরের তাপমাত্রার ফারাক বেশি হওয়ায় মেঘপুঞ্জ তৈরি হয়েছে গাঙ্গেয় বঙ্গের উপরে। আর তার জেরেই কোথাও কোথাও দেখা গিয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভবনা।

আরও পড়ুন….Weather Update – বঙ্গে জাঁকিয়ে বসেছে ঠান্ডা, আগামী কয়েকদিনের পরিস্থিতি জানিয়ে দিল আবহাওয়া দফতর

IMD তরফে সতর্কতা

উল্লেখ্য, রাজ্য জুড়ে বৃষ্টির জেরে ক্ষতির মুখে পড়তে পারে কৃষকেরা। শীতকাল মানেই রাজ্য জুড়ে বিপুল পরিমাণে বোরো ধানের চাষ। এই পরিস্থিতিতে বৃষ্টির জেরে অতিরিক্ত জল শোষণের কারণে নষ্ট হয়ে যেতে পারে চাষের জমি। ফলত, রাজ্য জুড়ে চাল জাতীয় দ্রব্যের মূল্যে দেখা যেতে পারে অতিবৃদ্ধি। এদিন রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস জারি করলেও আবহাওয়া দফতর থেকে আলাদা করে কোনোরকম সতর্কতা জারি করা হয়নি মৎস্যজীবীদের জন্য।

 




Leave a Reply

Back to top button