Coronavirus Update : ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ, ভয় দেখাচ্ছে গঙ্গাসাগর

রাজ্য জুড়ে ঊর্ধ্ব শ্বাসে বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ ( Coronavirus is increasing in west bengal )। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য মন্ত্রক(West Bengal Health department) সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের ( Coronavirus Update ) সংখ্যা মোট ২৩ হাজার ৪৬৭ জন। মৃত্যু হয়েছে ২৬ জনের। এদিন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ১৩৯ জন।
রাজ্যে Coronavirus Update
উল্লেখ্য, রাজ্যের মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৮ লক্ষ ৪১ হাজার ৫২ জন। যার মধ্যে সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষেরও অধিক। বিগত ২ বছরে করোনা আক্রান্ত হয়ে রাজ্যে মোট মৃত্যু হয়েছেন ১৯ হাজার ৯৮৫ জনের। এই সময়কালের মধ্যেই মোট সুস্থ হয়েছেন ১৬ লক্ষ ৮৯ হাজার ৫১৪ জন।
রাজ্যজুড়ে Corona টেস্ট
গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা পরীক্ষার সংখ্যা ৭৩ হাজার ৪৩টি। যার মধ্যে থেকে পজিটিভ রোগীর সংখ্যা ২৩ হাজার। অর্থাৎ রাজ্যে বর্তমান পজিটিভিটি রেট দাঁড়াচ্ছে ৩২.১৩ শতাংশ। প্রসঙ্গত, এদিন বিবেকানন্দ জয়ন্তী উপলক্ষ্যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর সংসদীয় এলাকায় করোনা পরীক্ষার ব্যবস্থা করেন। এদিন সেখানে মোট ৫০ হাজারটি টেস্ট হয়। যার ফলাফল দাঁড়ায় ১ হাজার ১৫১টি করোনা পজিটিভ রোগী। এই রকম বিপুল সংখ্যক করোনা পরীক্ষার জেরে রাজ্য জুড়েই বেশ প্রশংসা পায় অভিষেক।
শহর জুড়ে করোনা
প্রসঙ্গত, এদিন সন্ধ্যার রিপোর্ট অনুসারে, রাজ্যে করোনা সংক্রমণে শীর্ষে কলকাতা। সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৭৬৮ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৯০১ জন। কলকাতার পরেই করোনা সংক্রমণের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৭২৮ জন। সুস্থ হয়েছে ১ হাজার ৫৫৯ জন।
রাজ্যের জুড়ে Vaccination
বাড়ন্ত করোনা সংক্রমণকে রুখতে প্রয়োজন দ্রুত টিকাকরণ ও মানুষের করোনাবিধি পালন। এই পরিস্থিতি রাজ্যের এখনও পর্যন্ত মোট টিকাপ্রাপ্তের সংখ্যা ৪ লক্ষ ৮৫ হাজার ৮২৩ জন। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন মোট ১ লক্ষ ৩৪ হাজার ৭৪৫ জন। দ্বিতীয় ডোজ পেয়ে টিকাকরণ সম্পূর্ণ করেছেন ৩ লক্ষ ৮ হাজার ৬১৩ জন।
আরও পড়ুন : Coronavirus Update : রাজ্য জুড়ে ফের বাড়ছে করোনা, আতঙ্কে রাজ্যবাসী
দেশের Coronavirus Update
পশ্চিমবঙ্গের পাশপাশি গোটা দেশেই বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ। দ্বিতীয় ঢেউয়ের পর ফের আবার একবার নতুন করে দেশের মধ্যে মাথা চাড়া দিয়ে উঠছে করোনা প্রভাব। যা নানা দিক থেকেই নিশ্চিত করছে করোনার তৃতীয় ঢেউকে। ইতিমধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৪১ হাজার ৯৭৬ জন। এই নিয়ে এখনও অবধি দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৬,৩১২,৪৮৬ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৪,৬৯৬,৬৪৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৪,৪০৫ জন। এদিন দেশে করোনায় মোট মৃত্যু সংখ্যা ৮৫ জনের।