Weather Update : আজও রাজ্যে বৃষ্টির ভ্রুকুটি, শীতের নেই দেখা

বিগত কয়েকদিন ধরে পশ্চিমী ঝঞ্ঝার গুঁতোয় মুখ ঢেকেছে উত্তুরে হাওয়া। যার জেরে রাজ্য জুড়েও মিলছিল না শীতের দেখা। তবে এই পরিস্থিতিতে কিছুটা আশা জোগাচ্ছে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। তাদের আশ্বাস, কিছুটা হলেও এবার ঘুরে দাঁড়াবে আবহাওয়া ( Weather Update ) ।

পশ্চিমবঙ্গের Weather Update
এদিন আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার উত্তরবঙ্গ জুড়ে দেখা যেতে পারে বৃষ্টিপাত। এদিন সকালে দার্জিলিং এবং জলপাইগুড়ির জেলায় দেখা যাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিপাত। এছাড়াও, কলকাতা(Kolkata) -র আকাশ আজও খানিকটা মেঘলা থাকবে। শনিবার সকালে মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস ( Weather Update ) । যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।
আগামী ১৬ জানুয়ারি অর্থাৎ কাল থেকেই রাজ্যের(West Bengal) আবহাওয়ায় দেখা যেতে পারে বিপুল পরিবর্তন। ঝড়-ঝঞ্ঝা কেটে গিয়ে দেখা মিলতে পারে শীতের মিষ্টি রোদের। তবে পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তুরে হাওয়া বেশ বাঁধাপ্রাপ্ত হওয়ায় এই বারের শীতে আর সেরকম জাঁকিয়ে ঠাণ্ডা পড়ার কোনও আশা নেই। বর্তমানে মেঘলা আকাশের দরুন যে শীত বঙ্গ জুড়ে অনুভব করা যাচ্ছে, তা বঙ্গের আসল শীতের চিত্রের তুলনায় অনেক আলাদা ( Weather Update ) । পাশপাশি, সারাদিন মেঘলা আকাশ থাকার কারণে রাতের দিকে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।
আরও পড়ুন : Weather Update : মেঘ-বৃষ্টির মধ্যেই রাজ্যে ফের ফিরতে চলেছে শীত, সপ্তাহান্তেই হবে পারদ পতন
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, এদিন রাজ্য নানা জায়গায় দেখা গেছে ঘন কুয়াশা। মূলত উত্তরবঙ্গের বিভিন্ন এলাকাতেই দেখা মিলছে ঘন কুয়াশার। প্রসঙ্গত, হালকা-মাঝারি বৃষ্টির মধ্যে হাওয়া দফতর থেকে কৃষকদের জন্য নেই কোনও সতর্কবার্তা। পাশাপাশি, মৎস্যজীবীদের উদ্দেশ্যেও কোনও বার্তা দেওয়া হয়নি দফতর তরফে।