Gangasagar Mela 2022 : ‘দুর্গাপূজা- কালীপূজো- ক্রিসমাস যা করতে পারেনি গঙ্গাসাগর তা করে দেখিয়ে দেবে’

Gangasagar Mela 2022 :  ‘ কলকাতার দুর্গাপূজা- বারাসাতের কালীপূজো-পার্কস্ট্রিটের ক্রিসমাস যা করতে পারেনি গঙ্গাসাগর তা করে দেখিয়ে দেবে’- গঙ্গাসাগর মেলা ( Gangasagar Mela 2022) ঘোষণা হবার পর থেকেই এইরকম পোস্ট ছেয়ে গেছিল নেট দুনিয়ায় ( Social Media)। নেটিজেনদের  এই পোস্ট ( Post) দেখে পশ্চিমবঙ্গের ( West Bengal) বাইরে থেকে দেখা দর্শকরা ভাবছিলেন সত্যিই হয়ত বাঙালীর ( Bengalee) বোধোদয় হয়েছে। কিন্তু এই জাতী যে প্রাণের মোহ মায়া ছাড়িয়ে আনন্দ-উল্লাস-মেকি ভক্তিকে বেছে নেয় তার প্রমাণ গঙ্গাসাগর ( Gangasagar Mela 2022)।

সাগরের ঢেউয়ে তলিয়ে গেল করোনা বিধি

Gangasagar Mela 2022আদালতের নির্দেশ, প্রশাসনের তৎপরতা, অক্ষরে অক্ষরে তা মেনে চলার আবেদন নিবেদন, নজরদার কমিটির উপস্থিতি— কোনও কিছুই রাশ টানতে পারল না পুণ্যস্নানে। করোনা পরিস্থিতিতে সাগর মেলার ( Gangasagar Mela 2022) আয়োজন ঘিরে বিতর্ক চলেছে বেশ কয়েকদিন ধরে। বিষয়টি হাই কোর্ট ( High court) পর্যন্তও গড়ায়। আদালত বিধি মানার কড়া শর্ত চাপিয়ে মেলার অনুমতি দেয় এবং নিয়ম মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে বসিয়ে দেওয়া হয় দুই সদস্যের কমিটি। কমিটির সদস্যেরা মেলায় ( Gangasagar Mela 2022) এসে পরিস্থিতি খতিয়ে দেখেন। সূত্রের খবর, ব্যবস্থাপনায় ( arrangements) কিছু ক্ষেত্রে খুশি হননি তাঁরা। তবে তাতে পরিস্থিতির কোনরকম হেরফের হয়নি। আটকানো যায়নি সংক্রান্তিতে লক্ষ মানুষের স্নান। সাগরের ঢেউয়ে তলিয়ে গেল করোনা বিধি।

প্রশাসনিক অনুমানের অনুশাসন

এ বার তিরিশ লক্ষ মানুষ মেলায় ( Gangasagar Mela 2022) আসবেন বলে জেলা প্রশাসন সূত্রে অনুমান করা হয়েছিল। তবে সেই পরিমাণ মানুষ আসেননি বলেও দাবী করেছে প্রশাসন। ভিন রাজ্য থেকে যে বিপুল সংখ্যক মানুষ আসেন সাগরে, এ বার সেই সংখ্যাটাও কমই ছিল। তার উপরে গত কয়েকদিন ধরে আবহাওয়া খারাপ। বৃষ্টি হয়েছে। অনেকেই দ্রুত মেলা প্রাঙ্গণ ( Gangasagar Mela 2022) ছেড়ে চলে গিয়েছেন। প্রশাসনের দাবি, করোনা ভ্যাকসিনের দু’টি ডোজের শংসাপত্র বা আরটিপিসিআর টেস্টের রিপোর্ট না থাকলে কাউকে মেলায় ঢুকতে দেওয়া হয়নি। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক পি উলগানাথান বলেন, “আদালতের সমস্ত নির্দেশ আমরা মেনে চলার চেষ্টা করেছি।”

গঙ্গাসাগর মেলায় না যাওয়া নাগরিকের কপালে ভাঁজ

৭ জানুয়ারি থেকে শুক্রবার পর্যন্ত ১০ লক্ষ মাস্ক বিতরণ হয়েছে তৎসহ অ্যান্টিজেন টেস্ট হয়েছে ৯৭,৩৪৫ জনের। আরটিপিসিআর হয়েছে ১০,২২৫ জনের। এর মধ্যে বাবুঘাট ও সাগর মিলিয়ে ১৭১ জন পজিটিভ পাওয়া গিয়েছে। এবার এই ২০০ এর কাছাকাছি সংখ্যা যে উদ্বেগ সৃষ্টি করবে না তা কেই বা বলতে পারে? সাগরে সঙ্গমে বেসামাল ভিড়, মাস্ক-হীন জনতার গা ঘেঁষাঘেঁষি করে কার্যত উলঙ্গ স্নান আসলে করোনাকে আমন্ত্রণ জানানো। এই নিয়ে মহা চিন্তায় পড়েছেন চিকিৎসক এবং শুভবুদ্ধিসম্পন্ন নাগরিকেরা।

আরও পড়ুন……..Ganga Sagar 2022 : মকর সংক্রান্তিতে কেন গঙ্গা সাগরে স্নান করেন মানুষ? জানুন এই প্রথার মাহাত্ম্য

বিরোহী গানের সুর

আসলে ভারতবর্ষের বুকে ধর্ম নিয়ে টান পরলেই সব রাজনৈতিক দল একই সুরে গান গাইতে শুরু করে। যে শাসকদলের ছোট থেকে ছোট বক্তব্যকে বিরোধী শিবির ঝাঁপিয়ে পড়ে বিরোধিতা করে; সেই বিরোধী শিবিরই গঙ্গাসাগর নিয়ে কোন প্রতিবাদের রাস্তায় হাঁটলেন না। সংবাদমাধ্যমে তাদের বিরোহী গানের সুরে বক্তব্য, “ কোর্টের রায়। এতে আলাদা করে কিছু করার নেই”। আসলে বিষয়টি খুব পরিষ্কার, রাজনীতি-ধর্ম-ভারত এই তিন শব্দের মানে আলাদা হলেও ইন্ডিয়ান পারস্পেক্টিভে এখন এগুলি প্রতিশব্দ। আর প্রতিশব্দের সুরে সরল ‘রাম’ যেমন আক্রান্ত তেমনই আক্রান্ত সাধারণ মানুষের স্বাস্থ্য।




Leave a Reply

Back to top button