Weather Update : নেই বৃষ্টির ভ্রুকুটি, বঙ্গ জুড়ে হারিয়েছে পুরানো শীতের আমেজ

পূর্বাভাস অনুসারেই শহরে(Kolkata) ফিরেছে শীত ( Weather Update )। বৃষ্টির ভ্রুকুটি কাটিয়ে শনিবার থেকেই পরিস্কার আকাশ। রাত থেকেই দেখা গিয়েছে খানিক পারদ পতন। তবে হাড় কাঁপানো শীত না পড়লেও ঠাণ্ডা বাতাসের প্রবাহ দেখা গেছে এদিন। পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তর-পশ্চিম বায়ু আটকে থাকছে যার জেরে জাঁকিয়ে শীতও পড়ছে না বঙ্গে।
পশ্চিমবঙ্গের Weather Update
ইতিমধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা না থাকলেও আলিপুর আবহাওয়া দফতর ( Weather Update ) সূত্রে খবর, উত্তরবঙ্গের কালিম্পং, দার্জিলিং এই এলাকাগুলিতে আগামী ৪৮ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যেতে পারে। এছাড়াও, এদিন ভোর থেকেই কুয়াশাচ্ছন্ন আকাশ দেখা গিয়েছে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের ( Weather Update ) বিভিন্ন এলাকা জুড়ে। হাওয়া অফিস সূত্রে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কুয়াশা কাটিয়ে পরিস্কার হয়ে যাবে পরিবেশ।
কলকাতার Weather Update
তবে পশ্চিমী ঝঞ্ঝার জেরে আগামী কয়েকদিন শীতের আমেজ থেকে বঞ্চিত হবে বাংলা। তবে হাওয়া অফিস সূত্রে খবর, সোমবারের পর থেকে আবহাওয়া আবার স্বাভাবিকের দিকে চলে যাবে। এই মুহূর্তে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ ( Weather Update ) তাপমাত্রা ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যা আগের কয়েকদিনের থেকে ২ ডিগ্রি কম। তবে সোমবারও এই তাপমাত্রা তেমন হেরফের দেখা যাবে না।
ঝঞ্ঝায় নাজেহাল বাঙালি
পশ্চিমী ঝঞ্ঝার জেরে ভুগছে বঙ্গ ও বঙ্গবাসী। প্রায় এক সপ্তাহ ধরে বাংলা জুড়ে চলেছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। যার জেরে একেবারে নাজেহাল হয়ে উঠেছিল ( Weather Update ) রাজ্যবাসী। ঝঞ্ঝার কারণে বাঁধাপ্রাপ্ত হচ্ছিল উত্তুরে হাওয়া। ফলত, শীতেরও ছিল না কোনও চিহ্ন। বছরের শুরুতেই মেঘলা আকাশের জেরে শীতের পরিবর্তে বাড়ছিল গরমের প্রভাব। সকালে মেঘলা আকাশ থাকার ফলে খানিকটা ঠান্ডা আবহাওয়ার অনুভব মিললেও। রাত বাড়তে না বাড়তেই তাপমাত্রাতেও বৃদ্ধি ঘটছিল হু হু করে।
ঝঞ্ঝা কাটিয়ে ফিরবে কী শীত?
আপাতত আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝার ( Weather Update ) প্রভাব প্রায় অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছে বাংলা। তবে এই পরিস্থিতি সংশয়ের বিষয় হল, ঝঞ্ঝা কাটিয়ে উঠতে গিয়ে বাংলা থেকেই হারিয়ে গেছে শীতের আমেজ। পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলেও বাংলার সেই কনকনে শীতের চিত্রের দেখা মিলবে কি না এই নিয়ে রয়েছে বেশ সংশয়।
আরও পড়ুন Weather Update : আজও রাজ্যে বৃষ্টির ভ্রুকুটি, শীতের নেই দেখা
কৃষক ও মৎস্যজীবিদের উদ্দেশ্যে সতর্কবার্তা
উল্লেখ্য, এদিন আবহাওয়া দফতর সূত্রে কৃষকদের জন্য নেই কোনও প্রকার সতর্কবার্তা। পাশাপাশি, মৎস্যজীবিরাও বহাল থাকতে পারে নিজেদের কাজে। নেই কোনও প্রকার সতর্কবার্তা।