সন্তানের জন্মের ক্ষেত্রে মা (Mother) নিঃসন্দেহে যে কষ্ট সহ্য করেন, তার কাছে পৃথিবীর অন্যান্য কষ্টের কোনো তুলনা হয় না। আবার সেই সন্তানের লালন-পালন করার জন্য বাবা (Father) ততটাই ভূমিকা পালন করেন যতটা মা ( Viral Story ) ।
পৃথিবীতে বিভিন্ন ভাষায় (Different Languages) বাবাকে যে নামে ডাকা হয়, তার সুবাস অনন্য হয়ে উঠেছে। ইংরেজিতে বাবাকে ডাকা হয় পপ, পাপা, ড্যাড, ড্যাডি ইত্যাদি নামে।
পৃথিবীর অন্যান্য ভাষার মধ্যে বাংলা অন্যতম একটি মিষ্টি ভাষা। এই ভাষায় বাবা, আব্বা, আব্বু ইত্যাদি নামেই বাবাকে ডাকা হয়। বাংলায় মূলত বাবা ডাকটিই ( Viral Story ) জনপ্রিয় হয়ে উঠেছে।
ভারতে একটি প্রচলিত ভাষা হল হিন্দি, এই ভাষায় বাবাকে পিতাজী বলে ডাকা হয়। যে নামেই ডাকা হোক না কেন, সমাজে প্রতিষ্ঠার জন্য সন্তানকে ( Viral Story ) পথ বেছে দেন বাবা।
সন্তান ছোটো অবস্থায় বুঝতে পারে না, তাদের বড়ো হওয়ার পিছনে বাবার পরিশ্রম কতটা, কিন্তু বড়ো হওয়ার পর তা উপলব্ধি করা যায়। জার্মান ভাষায় বাবাকে ফ্যাটা বলে ডাকা হয়। ড্যানিশে বাবা হল ফার।
আবার, চীনা ভাষায় বাবাকে বলা হয় বা, আফ্রিকান ভাষায় আবার বলা হয় ভাদের। ইংরেজির মতন কানাডাতেও বাবাকে পাপা ( Viral Story ) বলে সম্বোধন করা হয়। সন্তানকে বড়ো করে তুলতে বাবারা যেন চুপিসাড়ে কাজ করে যান।
ছেলে-মেয়েদের একটি শখের জিনিস কিনে দেওয়ার পিছনে বাবার আত্মত্যাগ অস্বীকার করা যায় না। সেই বাবাকে জাপানিরা ডাকেন ওতোসান বলে, পূর্ব আফ্রিকার বাসিন্দারা বাবাকে বাবা ( Viral Story ) বলেই ডাকেন। বাবাকে যে নামেই ডাকা হোক না কেন প্রত্যেক মা-বাবা চান তাঁদের সন্তান সেরা হয়ে উঠবে।
ইংরেজির মতন হাঙ্গেরিয়ান ভাষায় বাবাকে পাপা বলে ডাকা হলেও এখানে কয়েকটি প্রতিশব্দ প্রচলিত রয়েছে। যেগুলি হল, আপা, আপু, এদেসাপা। প্রত্যেক মা-বাবার অবদান থাকে ছেলে-মেয়ের প্রতিষ্ঠা হওয়ার পিছনে। সন্তানের কোনো খারাপ সময়ে মা-বাবাই বেশি দুশ্চিন্তায় থাকেন। বিহ্বল হয়ে ভাবেন কীসে সন্তানের ভালো হবে, খারাপের সময় সন্তানের ঢাল হয়ে দাঁড়ান তাঁরা।
Follow us on
Back to top button