Netaji Subhas Chandra Bose : আসছে সুভাষ, কুমোরটুলিতেই তৈরি হচ্ছে বিশাল মূর্তি

হাতে গোনা আর মাত্র কয়েকটা ঘণ্টাই। তারপরই দেশের নাম করা স্বাধীনতা সংগ্রামী সুভাষ চন্দ্র বসু ( Netaji Subhas Chandra Bose ) -র জন্মদিন। এক আলাদাই আমেজ বাংলা জুড়ে। কারণ, এটা যে সুভাষের জন্মবার্ষিকী। তাঁর সম্মানেই ২৬ তারিখ রেড রোডে আবার দেখা যাবে নেতাজি ট্যাবলো।

উল্লেখ্য, হাতে নেই বেশি সময়। শারদোৎসবের মতোই আবার যেন ভীষণ ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে এখন কুমোরটুলিতে। প্রতিটা সেকেন্ড হয়ে উঠেছে মূল্যবান। সামনেই সরস্বতী পুজো, ফলত সেই উপলক্ষে তৈরি করতে হচ্ছে সরস্বতী মূর্তি। আবার, তাঁর আগে রাত পেরোলেই নেতাজি ( Netaji Subhas Chandra Bose ) জন্মবার্ষিকী। ফলত, রাত পেরোতেই প্রয়োজন নেতাজি মূর্তি। তবে এই অসংখ্য মূর্তির মধ্যেও কিন্তু রয়েছে একটি ব্যাতিক্রমী সুভাষ মূর্তি।

শিল্পী মন্টি পালের তৈরি সেই মূর্তি, আকারে বিশাল। আসলে বাঙালির কাছে নেতাজি ( Netaji Subhas Chandra Bose ) একটি আবেগ, একটি ভালোবাসা। আর সেই ভালোবাসার বহিঃপ্রকাশ এই মূর্তি। নেতাজির বীরত্ব ও দেশাত্মবোধকে ভালোবেসে প্রতিবছর বাঙালি তাঁর জন্মদিনকে পালন করে উৎসবের মতো। এই সময়কালে বায়না পড়ে অসংখ্য মূর্তির। ফলত বছর শুরুতে একটু লাভের মুখ দেখতে পায় মৃৎ শিল্পীরাও।

আরও পড়ুন….Netaji Subhas Chandra Bose : মূর্তি নিয়ে বাড়ছে তরজা, প্রশংসার মাঝে কটাক্ষের সুর বিরোধীদের

প্রসঙ্গত, মাটি ছাড়াও প্লাস্টার প্যারিসের নেতাজির ( Netaji Subhas Chandra Bose ) মূর্তিও তৈরি করা হয়। এছাড়াও, নেতাজির সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হয় বিশালাকারের ঘোরার মূর্তিও। নানা ক্লাব, সংস্থা থেকে বায়না পড়ে একাধিক নেতাজি মূর্তির। বলে রাখা ভালো, এই অসংখ্য মূর্তির মধ্যে খানিকটা ব্যাতিক্রমী মূর্তি গড়ার দায়িত্বভার পড়েছে শিল্পী মন্টি পালের কাঁধে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তৈরি করা হচ্ছে এই নেতাজি ( Netaji Subhas Chandra Bose ) মূর্তি। সাত দিন ধরে কাজ চলছে মূর্তিটি নিয়ে। আপাততভাবে অনেকটাই তৈরি সেই মূর্তি। বিশালাকার এই নেতাজি মূর্তি ২৩ তারিখ রাতে কুমোরটুলি থেকে যাবে রেড রোডে। পশ্চিমবঙ্গ সরকার ২৪ তারিখ সকালে ট্যাবলোর জন্য সেটিকে ট্রায়াল দেবে। মূর্তিটি তৈরি হয়েছে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে। সেদিনই রেড রোডে দেখা যাবে নেতাজির এই বিশালাকার মূর্তি।

বস্তুত, প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানে কেন্দ্র সরকার বাংলার নেতাজি ( Netaji Subhas Chandra Bose ) ট্যাবলো বাতিল করলে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রেড রোডে প্রজাতন্ত্র দিবস পালনের সিধান্ত নিয়ে নেয়। আর সেই উপলক্ষেই কুমোরটুলিতে অর্ডার পড়ে এই বিশালাকার নেতাজি মূর্তির।




Leave a Reply

Back to top button