Netaji Subhas Chandra Bose : নেতাজি দিবসে চলছে প্রতিযোগিতা, নানা কর্মসূচী হাতে বঙ্গ বিজেপি

নেতাজি জন্মবার্ষিকী পরাক্রম দিবসের খেতাব পেয়েছে আগেই। সকাল থেকেই এক মনোরম পরিবেশ বঙ্গ জুড়ে। কারণ, এটা যে বাঙালির সুভাষের ( Netaji Subhas Chandra Bose ) জন্মদিন। আর সেই উপলক্ষেই বাংলা তথা গোটা দেশেই দেখা গেছে দেশভক্তির মহাস্রোত। সোশ্যাল মিডিয়া থেকে বাস্তবের জীবন সকল জায়গায় সমান তালে মেতে আছে বাঙালি।
পাড়ার মোড়ে মোড়ে দেখা যাচ্ছে নেতাজি মূর্তি, আকাশের দিকে তাকালে দেখা ঢেউয়ের মতো খেলতে দেখা যাচ্ছে দেশের পতাকাও। এই পরিস্থিতিতে বাংলার সাধারণ মানুষের মতোই রাজনৈতিক ব্যাক্তিত্বদের পথে দেখা গেল একাধিক কর্মসূচী নিয়ে। এদিন সকাল সকালই রেড রোডে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ( Netaji Subhas Chandra Bose ) জন্মজয়ন্তী পালনে দেখা গেল রাজ্যের একাধিক নেতাকে। ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাঙ্গনে দাঁড়িয়ে নিজের বক্তৃতা পেশ করতেও দেখা যায় তাঁকে। সুভাষ ( Netaji Subhas Chandra Bose ) মূর্তি পায়ে ফুল রেখে সেই ছবিও নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী।
দেশনায়ক নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে দক্ষিণ কলকাতার যাদবপুরে বিবেক বাহিনীর উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলাম।#ParakramDiwas pic.twitter.com/g9qGYXaeX6
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) January 23, 2022
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি সেখানে উপস্থিত ছিল রাজ্যের একাধিক শাসক দলের নেতা। তবে শাসক দলের পাশাপাশি নেতাজি ( Netaji Subhas Chandra Bose ) দিবসে বঙ্গ বিজেপিকেও দেখা যায় পথে। এদিন রেড রোডে নেতাজি মূর্তির পায়ে ফুল মালা রাখতে দেখা যায় রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকেও। পাশাপাশি, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে এদিন দেখা যায় যাদবপুরে। সেখানে পরাক্রম দিবস উপলক্ষে বিবেক বাহিনী আয়োজিত একটি অঙ্কন প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন তিনি।
প্রতিবারের ন্যয় এবারও নেতাজি ( Netaji Subhas Chandra Bose ) জন্মবার্ষিকীতে নানা কর্মসূচীতেই অংশগ্রহণ করতে দেখা যায় সাভাকারের আদর্শে অনুপ্রাণিতদের। এদিন বঙ্গ বিজেপির মুখপাত্র শমিক ভট্টাচার্যকেও পরাক্রম দিবস উপলক্ষে দেশের পতাকা উত্তোলন ও নেতাজি সুভাষ চন্দ্র বসু ছবিতে ফুলে মালা পরাতে দেখা যায়।
প্রসঙ্গত, রাজ্য তথা গোটা দেশ জুড়েই নেতাজিকে ( Netaji Subhas Chandra Bose ) নিয়ে উতপ্ত রাজনীতি। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ২৬ জানুয়ারি হওয়া অনুষ্ঠান থেকে বাংলার নেতাজি ট্যাবলো কেন্দ্র বাতিল করলে সেই নিয়ে গোটা দেশ জুড়েই শুরু হয় তোলপাড়। কেন্দ্র সিধান্তকে নিয়ে রীতিমতো কটাক্ষের সুর শোনা যায় দেশের সকল বিরোধী নেতাদের মধ্যে। এই পরিস্থিতি নিজেদের ভাবমূর্তি বাঁচাতে প্রজাতন্ত দিবসের দিন ইন্ডিয়া গেটে নেতাজি মূর্তি বসানোর সিধান্ত নিয়ে ফেলে মোদী সরকার।