World’s Cutest Baby : বিশ্বের সেরা সুন্দরী শিশু নীল চোখের এই ছোট্ট মেয়ে, রইল আসল পরিচয়

বাচ্চা কার না ভালো লাগে! বাচ্চাদের সাথে সময় কাটানো থেকে তাদের সাথে খেলা করতে সবাই দারুন ভালোবাসেন। মা বাবার চোখের মণি হয় এই ছোট্ট শিশুরাই। তবে আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব বিশ্বের সবচাইতে সুন্দরী শিশুর ( World’s Cutest Baby ) সাথে যাকে দেখে মুগ্ধ গোটা পৃথিবী। ছোট্ট পরীর মত দেখতে এই মেয়ের নীল চোখ সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। জন্মের পর থেকেই তার ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমতন ভাইরাল। কোকড়ানো চুল, নীল চোখ, গোলাপি ঠোঁটের জাদুতে মজেছে গোটা বিশ্ব।
সোশ্যাল মিডিয়াতে এই ছোট্ট পরীর জনপ্রিয়তা টেক্কা দিতে পারে সেলেব্রিটিদেরকেও। ছবি থেকে এক্সপ্রেশনের ছোট রিল ভিডিও নিমেষের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে। এতক্ষণ যে ছোট্ট মেয়েটির প্রশংসা করা হচ্ছে তার নাম ইরানের অনাহিতা হাশেমজাদেহ ( Anahita hashemzadeh )। জন্য ইরানের ইসফাহান শহরে। ২০১৬ সালের ১০ ই জানুয়ারি মা বাবার কোল আলো করে জন্ম হয় এই ছোট্ট মেয়েটির।
সুন্দর পরীর মত দেখতে এই মেয়ে এবছর ৬ বছরে পা দিয়েছে। তবে এখন থেকেই গ্ল্যামার দুনিয়ায় তাঁর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। অনাহিতার সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল বাদামী চুল, সবুজ রঙের চোখ আর সুন্দর সাজানো দাঁতের পাটি। সময়টা ২০১৮ সাল অনাহিতার ইন্সটাগ্রাম হ্যান্ডেলে ছবি শেয়ার করেছিলেন তাঁর মা। ছবি শেয়ার করার পরেই হু হু করে ভাইরাল হয়ে পরে ছবিটি। আর একরাতেই রীতিমত সেলেব্রিটি হয়ে পরে ছোট্ট অনাহিতা।
প্রথমদিকে অনাহিতার মা ব্যাপারটা কি হচ্ছে বুঝতেই পারেননি। কয়েক দিনের মধ্যেই ৭০ হাজার পেরোয় ফলোয়ারের সংখ্যা। কিন্তু সেই সময় তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। তবে আবারো ইনস্টাগ্রামে হাজির হয়েছে সে। বর্তমানে আনাহিতা একজন বেবি মডেল। বিশ্বের নামি দামি ফটোগ্রাফার তাকে নিয়ে ফটোশুট করে থাকেন। এমনকি আপনি যদি গুগল খুলে সার্চ করেন ‘ World’s Cutest Baby ‘ তাহলে আপনার সামনে অনাহিতার ছবিই ভেসে উঠবে।