Chief Minister Mamata Banerjee : আর্জেন্ট মিটিং! সকলকে ডাক মমতার, বৈঠকে মূখ্যমন্ত্রী

অহেলিকা দও, কলকাতা : সংসদে বাজেট অধিবেশন ( Budget Session) অনুষ্ঠিত হবে ১ ফেব্রুয়ারি। তার আগে আজ দলের সংসদের নিয়ে বৈঠকে বসবেন তৃণমূল ( Trinamool) সুপ্রিমো মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Chief Minister Mamata Banerjee)। বাজেট অধিবেশনের আগে তৃণমূল বিরোধিতার সুর বাঁধতে চাইছেন তিনি। ৩১ জানুয়ারি থেকে ৮ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে এই বাজেট অধিবেশন। ৩১ জানুয়ারি এই সংসদের অধিবেশন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ( President Ramnath Kobind) ভাষণ দিয়ে শুরু হবে।

Chief Minister Mamata Banerjee – ভার্চুয়াল বৈঠক

বাজেট অধিবেশন কি অবস্থায় রয়েছে? এই অধিবেশনের কোন কোন ঘটনায় সরব হবে তৃণমূল? বিজেপি বিরোধী রণকৌশল কি হবে? বৈঠকে এই সমস্ত কিছু নিয়েই আলোচনা করবে স্বয়ং মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Chief Minister Mamata Banerjee) । বাজেট অধিবেশন দলের অবস্থান কি হবে মূলত বক্তব্য থকবে এই বিষয় নিয়েই তবে সরাসরি নয়। সংসদের সাথে ভার্চুয়ালভাবে বৈঠক ( Virtual Meeting) করবেন তিনি। কালিঘাটে নিজের বাড়িতে বসেই এই বৈঠকে দলীয় সংসদদের সাথে কথা বলবেন তিনি। এমনকি এই বৈঠকে উপস্থিত থকবেন লোকসভা ও রাজ্যসভা-দুই কক্ষের সাংসদরা।

Chief Minister Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee – গোয়ায় ভোট

অন্যদিকে ভোটে পাঁচটি রাজ্যে তৃণমূল যে কোন কৌশল নিয়ে এগোবেএগোবে, সেই বিষয় নিয়েও আলোচনা করা হবে আজকের বৈঠকে। তবে এবার গোয়ার অচেনা মাটিতে পরীক্ষায় নেমেছে তৃণমূল। কিন্তু গোয়ার প্রচারে ( Goa Vote) একের পর এক বাধা পাচ্ছে তারা। এমনকি প্রতিবাদে তারা আজ নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করবে। পাশাপাশি দলের এক সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অন্যতম সর্বোচ্চ নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়েছিলেন। এই নিয়েও জটিলতা সৃষ্টি হয়েছিল দলের মধ্যে। তবে বাজেট অধিবেশনে কংগ্রেসের থেকে  তৃণমূল নিজেদের দূরত্ব রাখার সিদ্ধান্ত নেবে নাকি একসাথেই বিজেপি বিরুদ্ধে লড়াই করবে, সেই সংক্রান্ত নির্দেশও আজ বৈঠকে পেশ করবেন মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Chief Minister Mamata Banerjee – ভার্চুয়াল বৈঠকের সময়

আজ বিকেল ৪টের সময় এই ভার্চুয়াল বৈঠক। পার্লামেন্ট সহ বড়ো বড়ো রাজনৈতিক দলের সিদ্ধান্তের  দিকে চেয়ে আছেন সংসদরা। ৪ সদস্যদের প্রতিনিধি দলে রয়েছেন সৌগত রায়, শান্তনু সেন, আবির বিশ্বাস ও অপরূপা পোদ্দার। ৪০টি বিধানসভা আসন বিশিষ্ট একটি ছোট্ট রাজ্য। ১৪ ফেব্রুয়ারি গোয়ার মাটিতে পরীক্ষায় নামছেন তৃণমূল। ৩০ জন তারকা প্রচারের তালিকায় প্রথম স্থান স্বয়ং মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। গোয়ার ঘরোয়া রাজনীতিকে দিল্লিতে নিয়ে আসছেন তৃণমূল সাংসদরা। গোয়া নিয়েও তিনি এই বৈঠকে কোনো বার্তা দিতে পারে বলে মনে করছেন সংসদরা।

অধিবেশনের প্রথম অংশ শেষ হবে ১১ ফেব্রুয়ারি। এরপর একমাসের বিরতির পর পুনরায় অধিবেশনের দ্বিতীয় অংশটি শুরু হবে ১৪ মার্চ এবং শেষ হবে ৮ এপ্রিল। কোভিড-১৯ মহামারি প্রভাব কাটিয়ে আর্থিক বৃদ্ধি হয়েছে বলে জানিয়েছেন সরকার।

আরও জানুন- https://thebengalichronicle.com/coronavirus-update-in-india-27-january/ 




Leave a Reply

Back to top button