Amitabh Bachchan: ক্রোড়পতিকে বিক্রি করতে হল সম্পত্তি, কানাঘুষো শুরু বলিমহলে

রিমা শিয়ালী, কলকাতা: বলিউডের(Bollywood) মেগা তারকা(superstar) অমিতাভ বচ্চন ( Amitabh Bachchan )কে চেনে না ,এমন কেউ বোধহয় নেই। জনপ্রিয় বিনোদন ‘কন বানেগা ক্রোড়পতি’- র হোস্ট বিগ বি(Big B) বুঝি সত্যিই কোটিপতি(millionaire)। গোটা ভারত জুড়ে যার রয়েছে বর্তমানে (currently)অনেক সম্পত্তি(property)। মুম্বাইতে বেশকিছু বাংলোর সাথে দিল্লিতে ও তার ছিল একটি সুবিশাল বাংলো।
কোথায় অবস্থিত এই বাংলো?
তার দিল্লির বাংলোটির অবস্থান ছিল দক্ষিণ দিল্লির গুলমোহর পার্কে। বাংলোটি ছিল তার পৈতৃক সম্পত্তি। নাম ‘সোপান’। বাংলোটিতে অমিতাভ বচ্চনের পিতা হরিবংশ রাই বচ্চন এবং মাতা তেজী বচ্চন বসবাস করতেন। বাড়িতে জুড়ে ছিল তার পিতার অনেক স্মৃতি। জানা গেছে, কয়েক কোটি টাকায় বিক্রি করা হয়েছে সেই বাংলো।
কে কিনল এই শাহী বাংলো?
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, গুলমোহর পার্কে অমিতাভের ওই পৈতৃক বাংলোটি কিনেছেন ব্যবসায়ী অবনী বাদের, যিনি ছিলেন নিজোন গ্রুপ অফ কোম্পানিজ্ -এর মালিক। গত বছর ডিসেম্বরেই নাকি বাড়িটির রেজিস্ট্রি সম্পন্ন হয়ে গিয়েছে এবং ৪১৮.০৫ স্কয়ার মিটারের বচ্চনের এই পৈতৃক বাংলোটি ২৩ কোটি টাকায় কিনেছেন অবনী বাদের। জানা গেছে প্রায় ৩৫ বছরের বেশি সময় ধরে বচ্চন পরিবারের সাথে সম্পর্ক ছিল তার। এবং যে মুহূর্তে তিনি এই প্রস্তাবটি পান, তিনি সাথে সাথেই রাজি হয়ে গিয়েছিলেন। এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে অবনী ওদের জানিয়েছেন—” বাড়িতে অনেক পুরানো দিনের কনস্ট্রাকশন ছিল। তাই আমরা বাড়িটিকে প্রয়োজনে পুননির্মাণ করব ঠিক করেছি। এই এলাকায় আছি বহু বছর ধরেই এবং এখানে এরকম আরো সম্পত্তির সন্ধান করছিলাম। তাই যখনই প্রস্তাবটি আসে তখন রাজি না হয় থাকতে পারলাম না এবং গাড়িটি কিনে নিলাম।” দক্ষিণ দিল্লির এক রিয়েল এস্টেট এজেন্ট প্রদীপ প্রজাপতি এ বিষয়ে বলেছেন—” মুম্বাইতে যাওয়ার আগে অমিতাভ এই দিল্লির বাড়িতেই থাকতেন। এরপর তার পিতা-মাতা ও অন্যত্র চলে যান। ফলে অনেক বছর ধরেই এই বাড়িতে কেউই থাকতো না ফলস্বরূপ বাড়িটি রক্ষণাবেক্ষণের সমস্যাও দেখা দিয়েছিল।”
এছাড়াও কয়টি সম্পত্তির মালিক বিগ বি?
বর্তমানে অমিতাভ বচ্চন তার স্ত্রী জয়া বচ্চন, পুত্র অভিষেক বচ্চন, পুত্রবধূ ঐশ্বর্য রায় বচ্চন এবং নাতনি আরাধ্যা বচ্চন এর সাথে মুম্বাইয়ে তাদের পারিবারিক বাংলো ‘ জলসায়’ থাকেন।’ জলসা’ ছাড়াও মুম্বাইয়ে ‘জনক’, ‘ প্রতীক্ষা’,’ বৎসা’ , এবং ‘আম্মু ‘নামে চারটি বাড়ি রয়েছে অমিতাভ বচ্চনের। এছাড়াও মুম্বাইয়ের বাইরে এলাহাবাদে রয়েছে তার আরও একটি পৈতৃক বাড়ি এবং দুবাইয়ে রয়েছে একটি ভিলা।