ফের সন্তানসম্ভবা অনুষ্কা…তবে জীবনসঙ্গী হিসেবে বিরাটই কেন?
১১ ডিসেম্বর বিয়ের ৬ বছর পূর্ণ হল বিরাট-অনুষ্কার। বিয়ের পরও বন্ধুত্ব এখনও মজবুত।

বিয়ের ছয় বছর অতিক্রম করলেন বিরাট কোহলি-অনুষ্কা শর্মা (Virat Kohli-Anushka Sharma)। দিন দিন মজবুত হয়েছে তাঁদের সম্পর্ক। দম্পতি হিসাবে তাঁদের জনপ্রিয়তার কাছে হার মানবেন অনেকেই। তবে বিয়ের পর রুপোলিজগৎ থেকে একেবারেই মুখ ফিরিয়ে নেননি অনুষ্কা। করছেন তবে অনেক কম।
বিরাট, ভামিকাকে নিয়ে রয়েছেন অনুষ্কা। ২০২১ সালে জন্ম হয় বিরাট-অনুষ্কার প্রথম সন্তান ভামিকার। তবে ফের সন্তানসম্ভবা হয়েছেন অভিনেত্রী। যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনও ঘোষণা করেননি সেলিব্রিটি কাপল। ২০১৩ সালে একটি শ্যামপুর বিজ্ঞাপনের শুটিংয়ের সময় প্রথম দেখা হয়েছিল বিরাট-অনুষ্কার। সে থেকেই প্রেম শুরু। অনেকে বলেন, ‘লভ অ্যাট ফার্স্ট সাইট’। কয়েক বছরের প্রেম করার পর, ২০১৭ সালে ইটালিতে রূপকথার বিয়ে। তাঁদের বিয়ের সেই ‘প্যাস্টেল লুক’ পরবর্তীতে অনেক সেলিব্রিটির লুকের অনুপ্রেরণা হয়েছে।

১১ ডিসেম্বর বিয়ের ৬ বছর পূর্ণ হল বিরাট-অনুষ্কার। বিয়ের পরও বন্ধুত্ব এখনও মজবুত। যখন অনুষ্কাকে বিয়ে করেন ভারতীয় ক্রিকেটতারকা তথা প্রাক্তন অধিনায়ক বিরাটের মহিলা অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। এদিকে প্রেম ভাঙে অনুষ্কারও। তবে বিরাটের স্মৃতিশক্তি প্রবল বলেই নাকি তাঁর প্রেম পড়েন অনুষ্কা। এক সাক্ষাৎকারে অনুষ্কা বলেন, বিরাটের স্মৃতিশক্তি মারাত্মক। উল্টো দিকে তিনি নাকি কিছুই মনে রাখতে পারেন না। তাই বিরাটের সঙ্গে প্রেম পর্ব শুরু হওয়ার আগে যখন তিনি বুঝলেন, বিরাটের স্মৃতিশক্তি কতটা প্রকট, সিদ্ধান্ত নেন, তাঁর সঙ্গেই জীবন কাটাবেন। ৩০-এর গণ্ডি পার করার আগেই বিরাটকে বিয়ে করার সিদ্ধান্ত সঠিক ছিল বলেও জানান অনুষ্কা।
আরেকটি সাক্ষাৎকারে তিনি বলেন, আগে বেস্ট ফ্রেন্ড হতে হবে। তারপর ভালোবাসা। আর বিরাট আমার বেস্ট ফ্রেন্ড। আমার ত্রি-এএম (3-am) বাডি (Buddy)। তবে ফের অনুষ্কা সন্তানসম্ভবা। এমনই শোনা যাচ্ছে। এখনও অফিশিয়ালি কিছু জানায়নি সেলিব্রিটি কাপল।