New Rupee : ২কোটি দাম হলেও আজও ভালবাসার মূল্য পায়নি অভাগা রাজা

প্রত্যুষা সরকার, কলকাতা : আপনার মতে একটি ছোট্ট তামার মুদ্রার ( New Rupee) মূল্য কত হতে পারে? ভাবুন! সবার নিশ্চয়ই এটাই মনে হচ্ছে একটি ছোট্ট তামার মুদ্রা খুব বেশি হলেই তার মূল্য হয়তো ভারতীয় টাকায় ৫০০ কিংবা ১০০০ হতে পারে। তবে আমি এখন যে মুদ্রাটির কথা বলব সেটি একটি অবিশ্বাস্য মুদ্রা ( New Rupee)। যেটি কেনার জন্য অপেক্ষা করছে হাজার হাজার মানুষ।

New Rupee: মুদ্রার মূল্য নির্ধারণ

ব্রিটিশ শাসক অষ্টম এডওয়ার্ড এর ছবি খোদিত একটি তামার মুদ্রা ( New Rupee)। অষ্টম এডওয়ার্ড যিনি মাত্র ১১ মাসের জন্য ব্রিটেনের রাজা হয়েছিলেন। আর সেই মুদ্রার বর্তমান মূল্য ভারতীয় টাকায় প্রায় দু’কোটি টাকা। এই অর্থে, এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল মুদ্রা ( New Rupee)। তবে এই মুদ্রা কিনতে পারেন না  সবাই। আশ্চর্যের বিষয় হলো, যদি এই কয়েন এর মোট খরচ হিসাব করা হয় তাহলে তা দাঁড়াবে মাত্র কয়েক হাজার টাকা। তবুও এটি কিনতে অপেক্ষা করছেন হাজার হাজার মানুষ। এমতাবস্থায় খবর পাওয়া গেছে মানুষের চাহিদা মেটানোর জন্যই মুদ্রাটিকে কেটে ওই মানুষ গুলির মধ্যে বিতরণ করা হবে। চাহিদার পরিপ্রেক্ষিতে মুদ্রার চার হাজার শেয়ার নির্ধারণ করা হয়েছে।

NEW RUPEE

New Rupee : মুদ্রাটির ঐতিহাসিক কাহিনী

১৯৩৬ সালে পিতা রাজা পঞ্চম এডোয়ার্ডের মৃত্যুর পর ব্রিটেনের সিংহাসনে অভিষেক হয় অষ্টম এডওয়ার্ডের। সিংহাসনে বসার আগেই তার পরিচয় হয় মজলেও ওয়ালিস নামে এক সুন্দরী মহিলার সাথে। মূলত রাজা তার প্রেমের প্রতীক হিসেবে তৈরি করেছিলেন এই মুদ্রা ( New Rupee)।  ১৯৩৭ সালে জনসাধারণের জন্যই এই মুদ্রা প্রচলনের ঘোষণা করেন রাজা অষ্টম এডওয়ার্ড। তবে তাঁদের সম্পর্ক মানতে নারাজ ছিলেন রাজপরিবার। যদি রাজা ওই আমেরিকান মহিলাকে বিবাহ করেন তাহলে তাকে সিংহাসন ত্যাগ করতে হতে পারে । কথামতো সেটি করতেও দ্বিধাবোধ করেননি রাজা অষ্টম এডওয়ার্ড। প্রেমিকার জন্য ত্যাগ করেছিলেন রাজসিংহাসন। একারণেই ১৯৩৭ সালে যে মুদ্রা আসতে চলেছিল সেটি আর সাধারণ মানুষের কাছে এসে পৌঁছায়নি। এরপর ১৯৭৮ সালে এই কয়েনটি ( New Rupee) ২৫ লাখ টাকায় বিক্রি হয়েছিল। এখন এত বছরে এর দাম বেড়ে দাঁড়িয়েছে দু’কোটি টাকা।

আরও পড়ুন-Healthy Skin Care : কেমিক্যাল বা ক্রিম নয়, ত্বকের যত্নে ম্যাজিকের মত কাজ করে নিমপাতাhttps://thebengalichronicle.com/healthy-skin-care-neem-benefits/

আরও পড়ুন-Bollywood News : স্ত্রী টুইঙ্কেল নয়, রাবিনা টন্ডনের প্রেমে হাবুডুবু খেতেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারhttps://thebengalichronicle.com/bollywood-news-akshay-kumar-affair/

New Rupee : অনলাইনে বিক্রি

জানা গেছে, ৮ মার্চ থেকে অনলাইনে বিক্রি করা হবে এই কয়েনের শেয়ার। শোপিস ডট কম এই তামার মুদ্রার ( New Rupee) বীমা করা হয়েছে। এর প্রতিষ্ঠাতা বলেছেন যে, ‘ মুদ্রাটির ঐতিহাসিকতা এবং গল্পের প্রতি আকৃষ্ট করবে মানুষকে। এর আগেও এডওয়ার্ডের ছবি সম্মিলিত একটি সোনার মুদ্রা ১০ কোটি টাকায় বিক্রি হয়েছিল।




Leave a Reply

Back to top button