মাস্টারের সামনে হাফ সেঞ্চুরি, বিরানুষ্কা চুম্বন ছুড়ে দিলেন একে অপরকে!
আবেগজড়িত মুহুর্ত, ওয়ান ডে সেঞ্চুরির শীর্ষে বিরাট কোহলি ওয়াংখেড়েতেই চুম্বন স্ত্রী অনুষ্কার

সচিন তেন্ডুলকরের একের পর এক মহারেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি। ওয়াংখেড়েতে বিশ্বকাপে ভারত বনাম নিউজিল্যান্ডের খেলাতে এদিন কোহলির জন্য উঠে দাঁড়াল গোটা গ্যালারি। একদিনের ক্রিকেটে তাঁর সেঞ্চুরির সংখ্যা ৫০।সচিন তেন্ডুলকরের একের পর এক মহারেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি। ওয়াংখেড়েতে বিশ্বকাপে ভারত বনাম নিউজিল্যান্ডের খেলাতে বিরাট কোহলির দুর্দান্ত পারফরম্যান্স করেছেন।
২০২৩ বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচে তিনি আন্তর্জাতিক একদিনের ক্রিকেট কেরিয়ারে ৫০তম শতরান পূরণ করে ফেলেন। এই ম্যাচে ১০৬ বলে কোহলি ইতিহাস স্পর্শ করেছেন। বিরাটের এই শতরানের পর এমন একটি ছবি টেলিভিশনের পর্দায় জ্বলজ্বল করে ভেসে উঠেছে। কোহলির সেঞ্চুরির পর টেলিভিশন ক্যামেরা অনুষ্কা শর্মাকে ধরে। তিনি এই শতরানের পর রীতিমতো উচ্ছ্বসিত হয়ে ওঠেন। সেইসঙ্গে ‘স্বামী’ বিরাটের উদ্দেশ্যে তিনি একটি ফ্লাইং কিস ছুঁড়ে দেন।তারপর গোটা গ্যালারির দিকে ব্যাট উঁচিয়ে সম্ভাষণ করলেন। ওদিকে সচিনও উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে অভিবাদন জানালেন বিরাটকে।
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি চলতি একদিনের ক্রিকেট বিশ্বকাপে আগুন ফর্মে রয়েছেন। টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচে তিনি ভারতীয় ক্রিকেট সমর্থকদের একটি বিধ্বংসী ইনিংস উপহার দেন। আর সেইসঙ্গে আন্তর্জাতিক ওডিআই ক্রিকেট কেরিয়ারে ৫০তম শতরানটা করে ফেললেন তিনি। ইতিপূর্বে একদিনের ক্রিকেটে সবথেকে বেশি শতরান করেছিলেন সচিন তেন্ডুলকর (৪৯)। ভাইফোঁটার দিন সেই রেকর্ডও হেলায় ভেঙে ফেললেন তিনি। শতরান করার পর বিরাট তাঁর সমর্থকদের ধন্যবাদও জানিয়েছেন। পাশাপাশি তিনি তাঁর শৈশবের নায়ক সচিন তেন্ডুলকরকে নত মস্তকে প্রণাম জানান। ঠিক সেইসময় ফ্লাইং কিস ছুঁড়ে অনুষ্কা বিরাটকে ভালোবাসায় ভরিয়ে দিলেন। এদিকে গুঞ্জন রটেছে, অনুষ্কা দ্বিতীয় বার মা হতে চলেছেন। সম্প্রতি দিওয়ালি সেলিব্রেশনের ছবি ও ভিডিওতে দেখা গিয়েছিল, ঢলা জামায় বেবি বাম্প লোকানোর চেষ্টা করছিলেন তিনি। এদিনও অনুষ্কার প্রেগন্যান্সি গ্লো চোখে পড়ছে সকলের৷