জিনপিংকে নিয়ে কড়া মন্তব্য বাইডেনের
সাংবাদিকদের মুখোমুখি হয়ে বড় মন্তব্য করলেন বাইডেন। জিনপিং-এর উদ্দেশ্যে তিনি বললেন যে তিনি এখনো মনে করেন চীনের প্রেসিডেন্ট একজন ‘একনায়ক’।

আমেরিকা: বছরের শুরুতে দুই দেশের মধ্যে ধরে ফাটল। কিন্তু বুধবার, ১৫ নভেম্বর, বৈঠকে হয় সমস্ত সমস্যার সমাধান, এমনটাই খবর সূত্রের। বুধবার বৈঠক করে একাধিক বিষয়ে আলোচনা করলেন মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন। এদিন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয় বড় মন্তব্য করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। জিনপিঙের উদ্দেশ্যে তিনি বললেন যে তিনি এখনো মনে করেন চীনের প্রেসিডেন্ট একজন ‘একনায়ক’।
জানা গিয়েছে, বৈঠকটি হয়েছিল সান ফ্রান্সিস্কোর দক্ষিণে প্রায় ৩০ মাইল দূরে ফিলোলি এস্টেটের একটি বাগানবাড়িতে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ইজরায়েল-হামাস যুদ্ধ ইত্যাদি সহ একাধিক বিষয় আলোচনা হয় দুই পক্ষের মধ্যে। তবে আলোচনার মূল বিষয়বস্তু ছিল তাইওয়ান বলেই খবর। এদিন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁকে প্রশ্ন করা হয় যে তিনি এখনো চীনের প্রেসিডেন্ট জো জিনপিংকে ‘একনায়ক’ মনে করেন কিনা। এই প্রশ্নে বাইডেন জানান, “আমি তো এখনো দাবি করব ও একনায়ক।“ তবে এর সঙ্গে তিনি আরো জানান, “দেখুন শি জিনপিংকে আমি একনায়ক বলবো, তার কারণ ও এমন একটা দেশ চালাচ্ছে যেখানকার সরকার ও সংবিধান আমাদের থেকে সম্পূর্ণ আলাদা। উনি চীনের প্রেসিডেন্ট। চীন একটা কমিউনিস্ট দেশ।”
উল্লেখ্য, আন্তর্জাতিক রাজনৈতিক স্তরে বছরের শুরুতে ফাটল ধরেছিল চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে। এমনকি একাধিক বিষয়ও একে অপরকে কটাক্ষ করতে শোনা যায় দুই দেশকে। মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগ করেছিল যে চীন তাদের উপর নজরদারি চালাচ্ছে। তারা দাবি করেছিল যে চীন ‘স্পাই বেলুন’ পাঠিয়েছিল তাদের আকাশে, যা মার্কিন যুদ্ধবিমান দক্ষিণ ক্যারোলিনের উপকূলে লক্ষ্য করে ভেস্তে দেয়। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন হাউস স্পিকার তাইওয়ানে গেছিলেন, যা একেবারেই ভালো চোখে নেয়নি চীন। এরপরেই খারাপ হতে শুরু করে দুই দেশের সম্পর্ক। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছিল যে তাদের প্রেসিডেন্ট জো বাইডেন সম্পর্ক ঠিক করতে চাইলেও চীন আগ্রহ দেখায়নি।