Happy Valentines Day 2022: ঋদ্ধি সুরঙ্গনা ভালবাসা পালন, সঙ্গে দোসর অনুপমের গান

রাখী পোদ্দার, কলকাতা : “ওপেন টি বায়োস্কোপ”( Open Tee Bioscope) এর জুটিকে ফের একসাথে দেখতে পাওয়া যাবে নতুন মিউজিক ভিডিওতে। শহরজুড়ে প্রেমের এই মরসুমে অনুপম রায়ের গান তাতে যেন এক নতুন স্বাদ যোগ করে দেয়। আজ ভ্যালেন্টাইনস ডে ( Happy Valentines Day 2022)। প্রেমিক – প্রেমিকাদের কাছে এই দিনটি খুবই স্পেশাল একটি দিন (Happy Valentines Day 2022)। এই দিনটি হল ভালোবাসার দিন। আর এই ভালোবাসার দিনই সঙ্গীতশিল্পী অনুপম রায় ( Anupam Roy) সকলকে উপহার দিচ্ছেন এক নতুন “লাভ অ্যান্থেম” ( Love Anthem) “পুতুল আমি” ( Putul Aami)।
Happy Valentines Day 2022 : প্রেমের শহর
প্রেমে ভরা এই মিউজিক ভিডিও ( Music Video) নিয়ে আসছে সারেগামা। রিয়েল লাইফ জুটি ঋদ্ধি সেন ( Riddhi Sen) এবং সুরঙ্গনা বন্দোপাধ্যায়ের ( Surangana Bandopadhyay) এক অন্য রকম প্রেমের গল্প ফুটে উঠবে দর্শকদের সামনে। এই নতুন প্রেমের গানে কোনও “ওল্ড স্কুল রোম্যান্স” নয়, বরং আধুনিক প্রেমের কথা বলেছেন অনুপম। নতুন কাজ মুক্তির অপেক্ষায় ঋদ্ধি সুরঙ্গনার ( Riddhi-Surangana) জুটিও। দুজনেই জানিয়েছেন, একসঙ্গে কাজ করতে দারুণ মজা হয় তাদের। এই প্রথম মিউজিক ভিডিওতে জুটি বাঁধছেন সুরঙ্গনা আর ঋদ্ধি। “ওপেন টি বায়োস্কোপ” ছবির পর আবারও অন স্ক্রিন জুটি বাঁধতে চলেছে তারা। “ওপেন টি বায়োস্কোপ” ছবির সেই কিশোর কিশোরী জুটি এখন বর্তমানে টলিউডের (Tollywood) নতুন প্রজন্মের প্রতিভাবান অভিনেতাদের মধ্যে একজন।
Happy Valentines Day 2022 : খুঁজলেই পাওয়া যায় “মিস্টার পারফেক্ট”
গতকাল মুক্তি পেয়েছে “পুতুল আমি” ( Putul Aami) গানের টিজার ( Teaser)। সেখানে দেখা যাচ্ছে, পুতুল বানাতে মগ্ন সুরঙ্গনা। অন্যদিকে এক তোড়া গোলাপ বিরক্তিতে ছুঁড়ে ফেলে দিচ্ছেন ঋদ্ধি। সুরাঙ্গনা একজন শিল্পী। নিজের হাতে পুতুল তৈরি করে সে। স্বপ্নের “মিস্টার পারফেক্ট” -কে মাটির আকার দিতে ক্রমাগত চেষ্টা চালিয়ে যায় সে। এদিকে ঋদ্ধি তার প্রেমে হাবুডুবু খাচ্ছে রীতিমতো। প্রতিটা মুহূর্তে সে অপেক্ষা করে, অন্তত একবার যেন সুরঙ্গনা তাকে লক্ষ্য করে। শেষ পর্যন্ত কি তাদের মিল হবে? নাকি অসম্পূর্ণই থেকে যাবে তাদের এই লাভ স্টোরি?এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে এই ভ্যালেন্টাইনস ডে-তে। মিউজিক ভিডিওটিতে অনুপম রায়কেও দেখা যাবে বেশ কিছু অংশে। মিউজিক ভিডিওর টিজারে অস্পষ্ট হলেও এক ঝলক দেখা মিলেছিল অনুপম রায়ের ( Anupam Roy)। নতুন কাজ মুক্তির অপেক্ষায় ঋদ্ধি সুরঙ্গনার জুটিও। প্রেমের দিনের আগেই ( Happy Valentines Day 2022) দুজনেই জানিয়েছেন, একসঙ্গে কাজ করতে দারুণ মজা হয়।
আরও পড়ুন- Happy Valentines Day 2022: ঋদ্ধি সুরঙ্গনা ভালবাসা পালন, সঙ্গে দোসর অনুপমের গান
আরও পড়ুন- Jharkhand : এক হাজার নারীহত্যা, অপবাদে ডাইনি
Happy Valentine’s Day 2022 : অনুপম ‘রাগ’
ভালোবাসার এক্কেবারে নতুন স্বাদের এই গানটি সম্পর্কে অনুপম বলেছেন, এই গানে এমনই একটা সম্পর্কের ( Relation) কথা তুলে ধরা হয়েছে যেখানে একজন অপরজনের জীবনে তার জায়গাটা ঠিক কি সেটাই জানে না। তাই বারবার সম্পর্কে আঘাত পাচ্ছে সে। জীবন যেন পরিচালিত হচ্ছে অন্য কারোর পরিচালনায়। জীবনের সুতো যেন অন্য কারও হাতে।