টোপর পরে সৌরভ, গ্লাস মাথায় নীল! ভাইরাল ভিডিও

১৫ ডিসেম্বর তাঁদের বিয়ের আসর বসতে চলেছে৷ সন্ধ্যা ৬টায় মণ্ডপে পা রাখবেন বর-কনে

টলিউডে বিয়ের মরশুম চলছে। সন্দীপ্তা-সৌম্যর বিয়ের পর্ব মিটতে না মিটতেই সময় হয়ে উঠেছে সৌরভ দাস-দর্শনা বণিকের বিয়ের৷ ১৫ ডিসেম্বর চার হাত এক হতে চলেছে৷ তার আগে আইবুড়ো ভাতের আয়োজন করলেন দর্শনার বন্ধু তৃণা সাহা ও তাঁর স্বামী নীল ভট্টাচার্য। সঙ্গী ছিলেন আরও কয়জন। নিয়ম মেনে পাত্রীর মাথায় ধান-দুর্ব্বা দিলেন তৃণা৷ প্রদীপের শিখা ছুঁইয়ে দিলেন মঙ্গল কামনাও করেন। দর্শনাকে খাইয়ে দেন পায়েসও৷ দর্শনার আরও একটি আইবুড়ো ভাতের অনুষ্ঠান৷ এর আগেও দর্শনা আইবুড়ো ভাত খেয়েছিলেন তাঁর স্টাইলিস্ট-এর হাতে।

তবে সেখানে অন্য আন্দাজে ধরা দিলেন সৌরভ৷ সঙ্গে ছিলেন নীলও৷ ‘অ্যানিমল’ ছবির বিখ্যাত গান জামাল কুডু সঙ্গে নাচলেন সকলে৷ সেই ভিডিও পোস্ট করেন নীল ভট্টাচার্য। সেই ভিডিওতে প্রচুর মানুষ লাইক দিয়েছেন, ভিউও এসেছে অনেক।

১৫ ডিসেম্বর তাঁদের বিয়ের আসর বসতে চলেছে৷ সন্ধ্যা ৬টায় মণ্ডপে পা রাখবেন বর-কনে। পূর্ব কলকাতার এক বিলাসবহুল হোটেলে হবে বিয়ের আসর। তার আগে চলছে আইবুড়ো ভাত খাওয়ার পালা৷ বন্ধুদের সঙ্গে নাচেই ব্যস্ত ‘মন্টু পাইলট’ সৌরভ! মাথায় টোপর পরে, নাচছিলেন তিনি। আর এদিকে ববি দেওলের সিনেমার এন্ট্রি নকল করে কাঁসার গ্লাস মাথায় তুলে নাচলেন নীল ভট্টাচার্য৷

প্রসঙ্গত, ‘অল্প হলেও সত্যি’র সময় থেকে বন্ধুত্ব শুরু হয় দর্শনা ও সৌরভের। তারপর ‘গোলেমালে গোল’-এর সময়ে বন্ধুত্বের গভীরতা আরও বাড়তে থাকে। সেই বন্ধুত্ব গড়ায় প্রেমে এবং সেখান থেকেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছে এই জুটি।




Leave a Reply

Back to top button