Happy Valentines Day 2022 : প্রেমিক আপনাকে দেখবে আখি ভরে, দেখে নিন প্রেমদিবসের মেকআপ টিপস

অহেলিকা দও, কলকাতা : আজ প্রেম দিবস ( Happy Valentines Day 2022) যাকে এক কথায় বলা যেতে পারে সবচেয়ে রোমান্টিক দিন ( romantic day)। সকলেই এই দিনে নিজের পছন্দের মানুষের সাথে সারাদিন কাটাতে চায়। পছন্দের মানুষের সাথে ডেটিং ( dating) এ যায়। তো আপনিও নিশ্চয়ই সেই পরিকল্পনাই করেছেন। তাই এই বিশেষ দিনে জামা ( dress) তার সাথে মানানসই জুতো ( shoe), জুয়েলারী ( Jewelry) সব আগে থেকে বেছে রাখা ভালো। তার পাশে রয়েছে মেকআপ ( make-up) ওটা তো মাস্ট। সাধারণ মেকাপে মাতিয়ে তুলুন নিজেকে।

আরও পড়ুন- Valentine’s Day 2022: প্রেমের দিন নাকি এক নিস্ঠুর ইতিহাসের গল্প, জেনে নিন এই দিনের ইতিহাস

 

Happy Valentines Day 2022Happy Valentines Day 2022 – মুখ পরিষ্কার

প্রথমে নিজের ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিন। তারপর ক্লিনজার দিয়ে ভালো করে মুখ পরিষ্কার করে নিন এতে মুখের ধুলো-ময়লা ও অতিরিক্ত তেল দূর হবে।

 

Happy Valentines Day 2022Happy Valentines Day 2022 – ক্রিম বা প্রাইমার

আপনি এখানে নিজের পছন্দ মতো ক্রিম বা প্রাইমার ব্যবহার করতে পারেন। এটা মেকআপ বেস। এর মধ্যে যেকোন একটা ব্যবহার করতে হবে কারণ যদি কোনোটাই না ব্যবহার করেন তবে ফাউন্ডেশন ঠিকমতো স্টে করবে না। তাই যেকোনো একটির ব্যবহার মাস্ট। 

Happy Valentines Day 2022Happy Valentines Day 2022 – ফাউন্ডেশন

এবার সবার পছন্দের ফাউন্ডেশনের পালা। ব্লেন্ডারে নিজের পরিমাণ মতো ফাউন্ডেশন নিয়ে ব্লেন্ডারের সাহায্য তা পুরো মুখে লাগিয়ে নিন। এবার কালচে ভাব কমানোর জন্য চোখের ওপরে আর নিচে কনসিলার লাগিয়ে ব্লেন্ড করে নিন।

 

Happy Valentines Day 2022Happy Valentines Day 2022 – চোখের মেকআপ

ভ্যালেন্টাইনস ডে ( Valentine’s Day) এর দিন আকর্ষণীয় লুকের জন্য চোখের মেকআপ গুরুত্বপূর্ণ। চোখে আপনি প্রথমে আপনার জামার রং এর সাথে মিলিয়ে পছন্দ মতো আইশ্যাডো লাগাবেন। ওয়াটারলাইন ও ল্যাশ লাইনে কাজল ব্যবহার করুন। কাজলের সাহায্যে স্মোকি আইজ করতে পারেন। তারপর আইলাইনার আর মাস্কারা তো আছেই আপনার চোখের সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য। 

 

Happy Valentines Day 2022Happy Valentines Day 2022 – হাইলাইটার এবং ব্লাস

হাইলাইটার মেকআপে মাস্ট। হাইলাইটার ব্রাসের সাহায্যে চিক বোনস, নোজ ব্রিজ বা নাকের উপরের লম্বা অংশে, ভ্রু-এর নীচে, ঠোঁটের ওপরে ও থুতনিতে হাইলাইটার লাগান। আর ব্লাশ দিতে কিন্তু ভুলবেন না। হাইলাইটার মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করে আরও সৌন্দর্য বাড়িয়ে দেয়। আর ভ্যালেন্টাইনস ডে ( Valentine’s Day) এর দিন ব্লাশের পিঙ্ক শেড আপনার সৌন্দর্য আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। 

 

Happy Valentines Day 2022 – লিপস্টিক

ভ্যালেন্টাইনস ডে ( Happy Valentines Day 2022) এর দিন মেকআপ এর প্রধান অংশ লিপস্টিক। আপনার পোশাকের রং এর সাথে ম্যাচ করে লাগিয়ে নিন লিপস্টিক। কিন্তু ভ্যালেন্টাইনস ডেতে লাল রঙের লিপস্টিক বেস্ট। তবে ব্ল্যাক পড়লে অবশ্যই নিউড শেডের লিপস্টিক ব্যবহার করুন।

আরও পড়ুন- Happy Valentines Day 2022: গার্লফেন্ডকে গোলাপ দিতে গিয়ে আত্মহত্যার মুখোমুখী প্রেমিকরা

 




Leave a Reply

Back to top button