Municipal Poll 2022 : পুরভোটের আঁচে ফুটেছে বাংলা, ফের বড়সড় সংঘর্ষে জড়াল TMC-BJP

রাজ্যে এখন বাজছে ভোটের দামামা। চন্দননগর, আসানসোল, শিলিগুড়ি পেরিয়ে এবার আরও ১০৮টি পুরসভায় আয়োজিত হতে চলেছে ভোট উৎসব। আগামী ২৭ ফেব্রুয়ারিকে ( Municipal Poll 2022 ) পাখির চোখ করে চলছে প্রচারকার্য। দিন যতই এগিয়ে আসছে ততই উত্তেজনার পারদ চড়ছে পুরুলিয়ায়। ভোট পর্বে একেবারে যেন মারমুখী হয়ে উঠছে বিভিন্ন রাজনৈতিক দল। প্রতিবারের ন্যয় নির্বাচনের আগে বাড়ছে অভিযোগের তালিকা।

TMC-BJPএবার ঝালদা পৌরসভায় বিজেপির পোস্টার ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠলো শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাস্থলে পৌঁছে তৃণমূল কংগ্রেসের ( Municipal Poll 2022 ) বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন পুরুলিয়ার সাংসদ তথা বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো। ঝালদায় বিজেপির মাটি নেই। এসব সাজানো ঘটনা।এবার ১২তে ১২ই দখল করবে তৃণমূল কংগ্রেস। বললেন তৃণমূল কংগ্রেসের ঝালদা শহর সভাপতি দেবাশীষ সেন।

আরও পড়ুন…সাত সকালেই হাতির তান্ডবে ব্যাপক চাঞ্চল্য বাঁকুড়ায়, ভয় বাড়ছে একাধিক এলাকায়

আরও পড়ুন…Bangladesh : পিতার শ্রাদ্ধ পালন করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু সন্তানদের, ঘটনায় ভাষা হারিয়েছেন মা

ঝালদা পৌরসভার ৬ নাম্বার ওয়ার্ডের বিজেপির পার্থী হয়েছেন বিজয় ভকত। তিনি অভিযোগ করেন বিজেপির ব্যানার পোস্টার লাগানো হয়েছিল গতকাল তা পুড়িয়ে ফেলা হয়েছে। ঝালদা থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঝালদায় রাজনৈতিক প্রতি হিংসার ঘটনা নেই। শাসক দল এই ধরনের পরিস্থিতি তৈরি করছে। তারা ঝালদা বিরোধী শূন্য করতে চাইছে বলে অভিযোগ করেন বিজেপি প্রার্থী বিজয় ভকত।

পুরুলিয়ার অন্যান্য পৌরসভার মতো ঝালদা পৌরসভায় এবার ১২টি আসনেই প্রাথী দিয়েছে বিজেপি। বিজেপি নেতৃত্বের দাবি, পুরুলিয়ার তিনটি পৌরসভায় ভালো ফল করবে বিজেপি। প্রসঙ্গত, রাজ্য বিধানসভা নির্বাচন ও উপনির্বাচনের ( Municipal Poll 2022 ) পর এই পুরভোটের যুদ্ধে যেন ফের একবার রণক্ষেত্রে পরিণত হয়েছে বাংলা। আগামী ২৭ ফেব্রুয়ারি ১০৮টি জেলায় আয়োজিত হতে চলেছে পুরভোট। আর সেই আয়োজনকে কেন্দ্র করেই চলছে প্রচার। টানটান উত্তেজনা উত্তেজিত সকল রাজনৈতিক দল। নজর ফলাফলের দিকে।




Leave a Reply

Back to top button