Viral News : গাড়িতে জীবন্ত কুমির, পুলিশের ধরা পড়তেই একী কান্ড দেখুন ছবি

এক জীবন্ত কুমির নিয়ে যাচ্ছিলেন এক যুবক। পশুদের নিয়ে চোরা কারবারি বেড়ে যাওয়ায় সেই সন্দেহে সেই যুবকের গাড়িও খানিক তল্লাশি করেন পুলিশ। বেরিয়ে আসে এক জীবন্ত কুমির। যদিও প্রাথমিক কারণ বশত রোড নিয়ম ভঙ্গের জন্য তাকে গ্রেপ্তার করা হলেও কেঁচো খুঁড়তে সাপ বেরোবে তা সবার ধারণারই বাইরে ছিল( Viral )। জানুন বিস্তারিত…

উদ্ধার করা হয় জীবন্ত এক ছোট কুমিরকে

Viral News

ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ায়। যুবকের নাম টেলর ওয়াটসন। গাড়ির কোনো রুল ব্রেকের জন্য গ্রেপ্তার করেছিল তাকে উত্তর ক্যালিফোর্নিয়ার অ্যান্ডারসনের পুলিশ বিভাগ। কিছুক্ষন আটক করার পর সেই যুবক নিজে থেকেই জানায় তার গাড়িতে একটি জ্যান্ত কুমির আছে। শুরু হয় ২৯- এর টেলর ওয়াটসনের গাড়িতে তল্লাশি। উদ্ধার করা হয় জীবন্ত এক ছোট কুমিরকে( Viral News )। অনেক দেশে জীবজন্তুদের ধরা একপ্রকার গুরুতর বেআইনি কাজ। এবং সেই জন্যই আটক করা হয় যুবককে।

কুমিরটিকে যেভাবে পাওয়া যায়

মুখে কালো টেপ বাঁধা অ্যালিগেটরটি গাড়ির সিটের নীচে চুপ করে বসেছিল। আশপাশে ছড়ানো ছিল অসংখ্য প্লাস্টিকের বোতল মাঝখানে ছিল ছোটো কুমিরটি। চরম অস্বাস্থ্যকর পরিবেশে ছিল সে। অ্যালিগেটরটি একটি বাচ্চা অ্যালিগেটর তার দরুন কারোর কোনো ক্ষতি হবেনা বলে জানিয়েছেন পশু দপ্তরের অধিকর্তারা।

সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল এই খবর

অ্যালিগেটর খুঁজে পাওয়ার তাঁরা খবর দেন প্রাণী নিয়ন্ত্রণ বিভাগের আধিকারিকদের। সেই সঙ্গে ঘটনাস্থলে আসেন ক্যালিফোর্নিয়ার মৎস্য ও বন্যপ্রাণ বিভাগের এক গেম ওয়ার্ডেন। উদ্ধার করা হয় অ্যালিগেটরটিকে। সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয় সেই ছবি। দেখা যায় এক পুলিশের কোলে উঠে আছে আছে ছোট শান্ত কুমিরটি।

কিভাবে এল এই কুমির

Viral News

এই কুমির কিভাবে এল তার গাড়িতে জানিয়েছেন গ্রেফতার হওয়ার পর ওয়াটসন। তিনি বলেন এই কুমিরটি তাঁর নিজের নয় এক কাছের বন্ধুর। সেই বন্ধুও নাকি এক সপ্তাহ আগে গ্রেফতার হয়েছিল। কারন জানা যায়নি। সেইজন্যই অ্যালিগেটরটির দায়িত্ব এসে পড়েছিল ওয়াটসনের উপরেই। কিন্তু যেভাবে এই যুবক অ্যালিগেটরটির দেখাশুনা করেছেন তাতে তাঁর উপর ক্ষিপ্ত সবাই। আপাতত তাঁকে নিয়ে যাওয়া হয়েছে সাস্টা কান্ট্রি জেলে। এভাবে একটি কুমিরকে ধরে রাখা জন্য বড়সড় শাস্তির মুখে পড়তে পারে ওই যুবক। পুলিশের তরফ থেকে এমনই জানানো হচ্ছে।

আরও পড়ুন : Municipal Poll 2022 : পুরভোটের আঁচে ফুটেছে বাংলা, ফের বড়সড় সংঘর্ষে জড়াল TMC-BJP




Leave a Reply

Back to top button