বেনজির বিক্ষোভ! সমস্যা না মেটা পর্যন্ত পুরভোট বয়কটের পথে এই এলাকার বাসিন্দারা

ভোট দান আমাদের গণতান্ত্রিক অধিকার। আর এই অধিকার প্রয়োগের মাধ্যমেই সাধারণ মানুষ নির্বাচন করেন তাঁদের প্রতিনিধি। উল্লেখ্য, আগামী ২৭শে ফেব্রুয়ারি রাজপুর সোনারপুর ( Municipal Polls 2022 ) পৌরসভার ৩৫ টি ওয়ার্ডে নির্বাচন। আর ঠিক এই নির্বাচনের আগেই নিজেদের দাবিদাওয়া নিয়ে সরব হয়েছেন ৯ নং ওয়ার্ডের নেতাজিপল্লীর সাধারণ মানুষেরা।
ভোট বাতিলের মতো পথ কেন বেছে নিয়েছেন জনগন ( Municipal polls 2022 )
ভোট দান আমাদের গণতান্ত্রিক অধিকার। আর এই অধিকার প্রয়োগের মাধ্যমেই সাধারণ মানুষ নির্বাচন করেন তাঁদের প্রতিনিধি। জনগণের ( Municipal Polls 2022 ) প্রতিনিধিদের আদতেই কাজটা কী? নিশ্চয়ই মানুষের সেবা করা, জনগণের সমস্যা খুঁজে বের করে সমাধান করা। কিন্তু আদতেই কি তা হয়? হয়তো না! আর ঠিক সেই কারণেই জনগণকে বেছে নিতে হয় ভোট বাতিলের মতো পথ।
ভোট বয়কট এর পথে হাঁটলেন রাজপুর সোনারপুরের সাধারণ মানুষেরা ( Municipal polls 2022 )
সাধারণের কথা ভাবেন এই প্রকার রাজনৈতিক নেতা কিংবা নেত্রী ভারতীয় ( Municipal Polls 2022 ) সমাজে বেজায় কম। এই পরিস্থিতি নিজেদের দাবিকে তুলে ধরতে জনগণকেই বাছতে হয় এক অন্য পথ। এবার ভোট বয়কট এর পথে হাঁটলেন রাজপুর সোনারপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নেতাজি পল্লীর সাধারণ মানুষেরা। আগামী ২৭ ফেব্রুয়ারি সেখানে পুরভোট নিয়ে চলছে প্রচারকার্য। এমতাবস্থায়, ভোট বাতিলের পথে সেখানকার বাসিন্দারা। বেহাল রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থার দুরবস্থা, পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের। সেই সব সমস্যা যতক্ষণ না পর্যন্ত ঠিক হচ্ছে ততক্ষণ তারা ভোট ( Municipal Polls 2022 ) দিতে যাবেন না বলে জানালেন এলাকার মহিলা ও পুরুষরা। নাগরিক পরিষেবা আদায়ের দাবিতে মঙ্গলবার রাতে নেতাজি পল্লী থেকে কামরাবাদ হাইস্কুল পর্যন্ত ধিক্কার মিছিল করেন এলাকার সাধারণ মানুষেরা। এলাকার সমস্যার কথা জানান তারা। পাশাপাশি তাঁদের এই দাবি দাওয়ার কথা ব্যানার ফ্লেক্স বানিয়ে রাস্তার মোড়ে মোড়ে টাঙিয়ে দেন। এলাকার সাধারণ মানুষের অভিযোগ, ( Municipal Polls 2022 ) তাঁরা দীর্ঘদিন ধরে নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হয়ে আসছে। তাদের দাবি, নির্বাচনের ঘন্টা বাজলেই নেতা-নেত্রীরা চলে আসেন দুয়ারে। কিন্তু ভোট মিটতেই তাঁদের আর টিকিটাও খুঁজে পাওয়া যায় না। তাই এই বছর ভোট বাতিলকেই পথ হিসাবে বেছে নিল এলাকার বাসিন্দারা।
উল্লেখ্য, আগামী ২৭শে ফেব্রুয়ারি রাজপুর সোনারপুর ( Municipal Polls 2022 ) পৌরসভার ৩৫ টি ওয়ার্ডে নির্বাচন। আর ঠিক এই নির্বাচনের আগেই নিজেদের দাবিদাওয়া নিয়ে সরব হয়েছেন ৯ নং ওয়ার্ডের নেতাজিপল্লীর সাধারণ মানুষেরা। তবে এই বিক্ষোভের ফলাফল কী হতে চলেছে এই নিয়ে নেই কোনও স্পষ্ট ধারণা।
আরও পড়ুন Bappi lahiri : তিন বছর বয়সেই তবলাতে হাতেখড়ি, প্রায় দুশক বাপির সুরের জাদুতেই মজে ছিল আপামোড় বাঙালি