Crime News : ছাত্রীকে ধর্ষণের পর খুনের হুমকি পলাতক বৃদ্ধ

ধর্ষণ করা এবং হুমকি দেওয়া দুটোই সমানতালে অপরাধমূলক কাজ সেটার বলা অপেক্ষা থাকেনা। একটি ছাত্রীকে আবারও ধর্ষণ হুমকি দিল এক বৃদ্ধ( crime news )।

 

বসিরহাট মহকুমা বসিরহাট ইটিন্ডা কৃষি পাড়ার ঘটনা। প্রতিবেশী বছর ৮,এর তৃতীয় শ্রেণীর ছাত্রী সম্পর্কে দাদু বছর ৬০ এর বৃদ্ধ রিয়াল মন্ডল। তার বাড়িতে খেলতে যায়। বাড়িতে কেউ না সুযোগে, ছাত্রীকে ছাদের উপর নিয়ে যায় জোরপূর্বক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। এমনকি তাকে কাউকে না জানাতে বারণ করে। পাশাপাশি হুমকি দেয় প্রাণে মেরে ফেলার। এই ঘটনার জেরে ছাত্রী ভয় পরিবারের লোক কে না জানায়। তারপর ওই ছাত্রী শারীরিক অসুস্থতা বাড়তে থাকে। সেই সময় বাবা এবং মা কে পুরো ঘটনা খুলে বলে। এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা তৈরি হয়। বাবা-মা শিশুকন্যাকে সঙ্গে করে এনে বসিরহাট থানায় বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে ।পুলিশের অভিযোগ এরপর থেকে অভিযুক্ত পলাতক।ইতিমধ্যেই ছাত্রীর বসিরহাট জেলা হাসপাতালের মেডিকেল করানো হয়েছে। পাশাপাশি বসিরহাট মহকুমা আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিয়েছে। নির্যাতিতা ছাত্রীর বাবা-মা এই বৃদ্ধের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 




Leave a Reply

Back to top button