মাটিতে পড়ে থাকা বিজেপির পতাকা কুড়িয়ে তুলে দিলেন পুলিশের হাতে, তৃণমূল নেত্রীর রাজনৈতিক সৌজন্য নিয়ে জোর চর্চা

বালুরঘাট পুরভোট নির্বাচন আসন্ন( Municipal polls 2022 )। সেখানে তৃণমুল প্রার্থী হিসাবে দাড়াচ্ছেন দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা সভাপতি প্রদীপ্তা চক্রবর্তী। এবং তাঁর প্রতিদ্বন্দ্বী পদে রয়েছেন বিজেপির( BJP ) বালুরঘাট লোকসভা সাংসদ ডাঃ সুকান্ত মজুমদার তথা একই ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী জাফরান প্রার্থী শান্তনু চৌধুরীর। উভয় দলই 22 নং ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।মতভেদ সহ কাদা ছোড়াছুড়ি সবই চলেছে দুই দলের মধ্যেও । কিন্তু মঙ্গলবার ঘটে যাওয়া একটি ঘটনার পরিপ্রেক্ষিতে শত্রু দলও যে তার প্রতদ্বন্দ্বী দলের( BJP ) প্রতি সৌজন্যবোধ দেখাতে পারে তার দৃষ্টান্ত স্থাপন হল সকলের কাছে আবারও।
মঙ্গলবার সকালে মাটিতে লুটিয়ে পড়া বিজেপির কিছু পতাকা রাস্তা থেকে কুড়িয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছেন টিএমসি প্রার্থী প্রদীপ্তা চক্রবর্তী ।বিজেপি প্রার্থীর প্রতি তার রাজনৈতিক সৌজন্যবোধ এক সুন্দর দৃষ্টান্ত হিসাবে সকলের কাছে উদহারন হিসাবে উঠে এসেছে। মাটিতে লুটিয়ে পড়া পতাকাগুলি দেখে সুদীপ্তা প্রথমে যোগাযোগ করার চেষ্টা করেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সাথে। কিন্তু কোনো কারণবশত তাদের সাথে যোগাযোগ করা যায়না। তাই সুদীপ্তা চক্রবর্তী দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার রাহুল দে-এর সাথে যোগাযোগ করে সবিস্তারে ঘটনাটি জানান এবং পদক্ষেপ নেওয়ার আর্জি করেন।
তিনি জানান,”সকাল তখন ৪টে বেজেছিল ।যখন আমার দলের একজন কর্মী আমাকে জানিয়েছিলেন যে ২২ নম্বর ওয়ার্ড অর্থাৎ যেখান থেকে আমি আসন্ন বালুরঘাট নাগরিক নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছি তার অধীনে সন্ধ্যা সিনেমা হল এলাকায় বিজেপির কিছু দলীয় পতাকা রাস্তায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। খবর পেয়ে আমি ততক্ষনাত ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত পতাকাগুলো দেখতে পাই। আমি বিজেপির বালুরঘাটের এলএস সাংসদ ডঃ সুকান্ত মজুমদার এবং ২২ নম্বর ওয়ার্ডের দলীয় প্রার্থী শান্তনু চৌধুরীর সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করি এই কারণে যাতে তারা রাস্তা পরে থাক তাদের পতাকা সংগ্রহ করে সঠিক জায়গায় রাখতে পারেন”। তিনি আরও জানান,” কিন্তু আমি তাদের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছি, এসপিকে ফোন করি এবং তাকে রাস্তায় পরে থাকা পতাকা তোলার জন্য পুলিশের টহল দল পাঠানোর অনুরোধ করি। পরে পুলিশ এলাকা থেকে পতাকাগুলো উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে যায়।” এরূপ ঘটনার পর প্রতিদ্বন্ধী কথার মানেই যে অকথ্য মন্তব্য আর কাঁদা ছোড়াছুড়ি সেই অন্ধ ব্যাখ্যা খানিক ঘুচলো বলা চলে।
আরও পড়ুন : Bappi Lahiri : পুরীর সমুদ্র সৈকতে বাপ্পি লাহিড়ীর বালির মূর্তি, অভিনব পদ্ধতিতে শ্রদ্ধা জ্ঞাপন