মাঝ রাতে বান্ধবীর সাথে ঘুরতে বেরিয়েই সর্বনাশ! চোর সন্দেহে মিলল গণপিটুনি

এদিন মাঝরাতে বারুইপুরের ( Baruipur ) বেগমপুর এলাকায় হটাৎ শুরু হয় প্রচন্ড শোরগোল। হাওয়া খবর আসে সেখানে নাকি চোর ধরা পড়েছে। দিন কয়েক ধরেই এলাকায় গরু, ছাগল, মুরগির চুরি বেড়েছিল। এমতাবস্থায়, চোর হাতে নাতে ধরা পড়ার কথা কানে আসতেই অনেকের মন শান্ত হয়ে উঠেছিল। কিন্তু সময় পেরোতেই গোটা ঘটনা নেয় অন্য রূপ।

জানা যায়, চোর সন্দেহে ধরা হয়েছিল একজন প্রোমোটারকে। শুধু পাকড়াও করাই নয়, তাকে ধরার পর বিদ্যুৎ-এর খুঁটিতে বেঁধে চলে গণপিটুনি। পরিস্থিতি আরও গম্ভীর হয় যখন জানা যায়, গণপিটুনির কারণে মৃত্যু হয়েছে সেই ( Baruipur ) যুবকের। চোর সন্দেহে প্রমোটারকে গণপিটুনি। উল্লেখ্য, এদিন মধ্য রাতে এই প্রোমোটার তাঁর বান্ধবীর সঙ্গে বারুইপুরের ( Baruipur ) বেগমপুর এলাকায় ঘুরতে আসেন। বেশ কয়েকদিন ধরেই ওই এলাকায় বেড়েছে চুরির উপদ্রব। এমতাবস্থায়, প্রোমোটারকে চোর সন্দেহে বেধড়ক মারধর করে এলাকাবাসী। পড়ে স্থানীয় থানা পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

প্রসঙ্গত, গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ( Baruipur ) এলাকায়। একজন দামি পোশাক পরা ও দামি গাড়ি নিয়ে ঘোরা ব্যাক্তিকে কীভাবে এলাকাবাসী চোর সন্দেহ করল এই প্রশ্ন উঠছে অনেক। মৃতের পরিবারের দাবি, পরিকল্পনামাফিক খুন করা হয়েছে তাঁকে। এছাড়াও, প্রোমোটারের বান্ধবীর দিকে উঠছে প্রশ্নের আঙুল। প্রোমোটারকে গণপিটুনি দেওয়া হলেও তাঁর বান্ধবীর গায়ে একটি আঁচরও লাগেনি বলে অভিযোগ পরিবারের।

Baruipurপ্রোমোটারির কাজ সংক্রান্ত কোনও শত্রুতার ফলাফল এই ঘটনা, এমনটাও দাবি করছেন পরিবার। নেতাজি নগরের বাসিন্দা এই প্রোমোটারের নাম অভীক মুখোপাধ্যায়। তাঁর বান্ধবী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গেই মাঝরাতে বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন তিনি। বেগমপুর ( Baruipur ) এলাকায় প্রবেশের পর কোনও কথা বার্তা ছাড়াই তাঁকে চোর সন্দেহে আক্রমণ করা হয়। এই গোটা ঘটনার নেপথ্যে কোনও গভীর ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ পরিবারের। তাঁদের আরও বক্তব্য, ভালো পোশাক পড়ে থাকা ব্যাক্তির উপর হটাৎ কেনই বাঁ চড়াও হতে গেল গ্রামবাসী।

আরও পড়ুন Tejasswi prakash: লাখ টাকার ‘নাগিন’, মেগাসিরিয়ালে পারিশ্রমিক নিয়ে শোরগোল বলি পাড়ায়

ইতিমধ্যে বারুইপুর থানার পুলিশ গত ঘটনার তদন্তে নেমেছে। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিটি বিষয় খতিয়ে দেখা হচ্ছে। মাথা চাগাড় দিয়ে উঠছে একাধিক প্রশ্ন চিহ্ন, কেনই বা অত রাতে সেই পথে ( Baruipur ) গিয়েছিলেন অভীক? একজন ভদ্র পোশাক পরা, দামি গাড়ি থাকা সত্ত্বেও হটাৎই তাঁর উপর কেন চড়াও হল গ্রামবাসী? তাঁকে গণপিটুনি দেওয়া হলেও তাঁর বান্ধবীর গায়ে একটি আঁচরও পড়েনি কেন?

সমস্ত উত্তরই এখনও অজানা। স্থানীয় থানা পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। অভীকের বান্ধবীর সাক্ষী মিললেই হয় তো জানা যেতে পারে সমস্ত তথ্য।




Leave a Reply

Back to top button