অনলাইন ক্লাসেই শিক্ষিকাকে প্রেম নিবেদন এক কিশোরের, Viral Video জুড়ে মন্তব্যের বন্যা সোশ্যাল মিডিয়ায়

করোনা কালে সবকিছুই অনলাইনে। পড়াশুনা থেকে বিনোদন সবকিছুই। বিগত দু বছর ধরে স্কুল কলেজের দরজায় লেগেছে তালাও। তাই ছাত্র ছাত্রী সহ শিক্ষকদের অনলাইন ক্লাসই( Online Class ) ভরসা। এরূপ ক্লাস চলাকালীন প্রায়ই অনেক সমস্যা সহ অদ্ভুত ঘটনার মুখোমুখি পড়েন শিক্ষকরা। এরূপ ঘটনার আবারও উধাহরন দিল সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিও( Viral Video )।

Viral video

কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল( Viral Video ) হয়। ভিডিওটিতে দেখা যায় একজন শিক্ষিকা তার ছাত্র ছাত্রীদের ক্লাস নিচ্ছেন এক নাগাড়ে। পুরোপুরি সমস্ত ছাত্র-ছাত্রীদের পড়াশোনা চলছে। আর সেই অনলাইন ক্লাসেই এক ছাত্রকে সরাসরি নিজের শিক্ষিকাকে সটান বিয়ের প্রস্তাব দিয়ে বসল। এই ভিডিও দেখেই রীতিমত চোখ কপালে উঠেছে নেটিজেনদের। ভাইরাল হওয়া ভিডিওতে আরও দেখা যাচ্ছে, সেই ছাত্র সরাসরি তার শিক্ষিকাকে জিজ্ঞাসা করছে যে তিনি বিবাহিত কিনা!এর পরিপ্রেক্ষিতে শিক্ষিকা স্বাভাবিক ভঙ্গিমায় জানান, তিনি বিবাহিত নন। আর এরপরই ঘটলো ঘটনা। একেবারে সরাসরি শিক্ষিকাকে ঐ ছাত্র বলে দেয় ‘আই লাভ ইউ’ বলে দেয়। যা শুনে কিছুক্ষণের জন্যে থমকে যান শিক্ষিকাও পরক্ষণেই অবস্থা স্বাভাবিক করার জন্য শিক্ষিকা জানান, তিনি তাদের প্রত্যেককে সমানভাবেই ভালোবাসেন। কিন্তু ছাত্রটি শিক্ষিকার কথা শুনে তাকে রীতিমত থামিয়ে দেয় আর বলে, তিনি সেই ছাত্রকে বিয়ে করবেন কি? এই প্রশ্নের জবাবে শিক্ষিকা সাফ না বলে দেন। আর এই সম্পূর্ণ ঘটনাটি রেকর্ড করে শেয়ার করে দেয় সোশ্যাল মিডিয়ায় ঐ ছাত্রের পাশে বসে থাকা তারই কোন একজন বন্ধু । এছাড়াও ভিডিওতে শোনা যাচ্ছে ঐ ছাত্রের পাশ একাধিক বন্ধুর হাসির শব্দ।

ভিডিওটি নেটমাধ্যমে শেয়ার হওয়ার পরই সেকেন্ডে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। নেটনাগরিকদের একাংশের মাঝে ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই নানারকম মন্তব্যর বন্যা হয় ভিডিওর কমেন্ট সেকশনে। নেটিজেনদের একাংশ রীতিমতো ক্ষুব্ধ হয়ে পরেন। অনেকেই প্রশ্ন করেন বর্তমান প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে। আবার অন্যদিকে শুধুমাত্র মজার ছলেই ভিডিওটিকে দেখেছেন অনেক নেটিজেন। তবে একজন ছাত্রের এরূপ অপ্রীতিকর ব্যবহার এবং এত সাহস দেখে রীতিমত হতবাক সকলে। ছাত্ররা নিজেদের শিক্ষক-শিক্ষিকাদের সাথে মজা করেই থাকেন। তা বলে সীমা অতিক্রম এভাবে যা একদমই গ্রহণযোগ্য নয়।যদিও ঐ ছাত্রকে এই ব্যবহারের পরিপ্রেক্ষিতে তার শিক্ষা প্রতিষ্ঠানের তরফ থেকে কোনো শাস্তি দেওয়া হয়েছে কিনা তা স্পষ্ট জানা যায়নি।

আরও পড়ুন : Viral News : সামান্য বাড়ির কাজ করতে বলায় বাবার নামে “অবৈধ শিশুশ্রমের” কেস করল নাবালক




Leave a Reply

Back to top button