Tollywood News : গৃহবধূ বেশে ফিরছেন উত্তরণের মধুমিতা সরকার, পাত্র হলেন কে জানুন বিস্তারিত

টলিউড ইন্ডাস্ট্রিতে একেরপর এক হিট ছবি করে চলেছেন মধুমিতা সরকার। চিনি ছবিটি হিটের পর আবার এস ভি এফ প্রযোজনার ফের রুপোলী পর্দায় পা মধুমিতা সরকারের। সেই এবারও খাবারের নাম অনুসারে তাঁর ছবির নামকরণ হয়েছে ‘কুলের আচার’। বিশেষ সূত্রে জানা যাচ্ছে চিনির মতো সিরিয়াস চরিত্রে নয় বরং ‘কুলের আচার’এ টক ঝাল মিষ্টি চরিত্রে দেখা যাবে মধুমিতা সরকার ওরফে সকলের প্রিয় মিঠিকে।
‘কুলের আচার’এ মধুমিতা সরকারের ঠিক বিপরীত চরিত্রে অভিনয় করেছেন প্রীতম ওরফে বিক্রম চ্যাটার্জি। সিরিয়াল থেকেই তার ক্যারিয়ার শুরু হয়েছিল। এবং এই প্রথম বড়ো পর্দায় জুটি বেঁধেছেন বিক্রম-মধুমিতা। এই ছবিতে আছেন নীল মুখোপাধ্যায়।তাছাড়াও থাকছে আরেকটি নয়া চমক( Tollywood News ) । ইন্দ্রানী হালদার যিনি দীর্ঘ পাঁচ বছর পর বড়ো পর্দায় সবার পছন্দের শ্রীময়ীর চরিত্রে অভিনয় করেছেন তিনিও থাকছেন ছবিতে । প্রীতমের মায়ের ভূমিকায় করছেন ইন্দ্রানী।
ছবিটির গল্প একপ্রকার ফ্যামেলি ড্রামা। কুলের আচারের বিশেষ কিছু টিজার সিনে দেখা যাচ্ছে নায়িকা মিঠি সমাজের সামনে তুলে ধরেছে একটি ছোট্ট প্রশ্ন। বিয়ের পর মেয়েদেরই কেন পাল্টাতে হয় পদবী সেই নিয়ে! ছেলেরা কেন পাল্টায় না তার পদবী। এই প্রসঙ্গটা যথেষ্ট দরকারি এবং যুক্তি সঙ্গত।আমাদের সকলের পদবিই আমাদের পরিচয়। সেটা আমাদের বাবা-মায়েরও ঐতিহ্য। তাহলে কেন মেয়েদেরই পাল্টাতে হয় পদবী ? মেয়েদের বিয়ের পর যারা পদবী বদলায় তারা কি ভুল ? এই সমস্ত ধরনের প্রশ্ন সমাজের সামনে তুলে ধরা হয়েছে সুদীপ দাসের ‘কুলের আচার’এর মাধ্যমে। সম্প্রতি সুপার হিট হয়েছে মধুমিতা অভিনীত হইচই ওয়েব সিরিজ ‘উত্তরণ’। এর পর আবার গৃহবধূ হিসেবে দেখা যাবে মধুমিতাকে। তবে এবারে তার চরিত্র কিন্তু আর শান্ত নিষ্পাপ পর্ণা নয়। বরং দূরন্ত, চটপটে সহ যে নিজের সিদ্ধান্তে কঠোর ভাবে অনড় এরকম ধরনের চরিত্রে দেখা যাবে তাঁকে।
বিশেষ সূত্রের খবর অনুযায়ী আজ থেকে শুরু হল ছবির শ্যুটিং। শুটিং স্পটে সবাইকেই দেখা গেছে সাবেকী পোশাকে। কলকাতার পাশ্ববর্তী অঞ্চলেই করা হচ্ছে ছবির শ্যুটিং। সবকিছু ঠিক থাকলে জানা যাচ্ছে চলতি বছরেই প্রেক্ষ্যাগৃহে মুক্তি পাবে ‘কুলের আচার’।