খাদ থেকে হাতি উদ্ধারে হাতিয়ার আর্কিমিডিস সূত্র, মেদিনীপুরের ঘটনায় আপ্লুত নেটনাগরিকরা

“জীবে প্রেম করে যেই জন….” ভালোবাসাতেই ওঁরা নেমে পড়েছিল ( Elephant Rescue ) উদ্ধারকার্যে। ঘটনা এই বঙ্গের মেদিনীপুর জেলার। এদিন গোটা সামাজিক মাধ্যম জুড়েই ছড়িয়ে পড়ে একটি আকর্ষণীয় ভিডিও। যা রীতিমতো মানুষকে নাড়িয়ে দেয় অন্তর থেকে। ভিডিওটিতে দেখা যায়, বেশ কয়েকজন বনকর্মী তাঁদের বুদ্ধির জোরে খাদে পড়ে যাওয়া একটি হাতিকে উদ্ধারের চেষ্টা করছে। গোটা ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যম জুড়ে রীতিমতো ভাইরাল হয়ে পড়ে সেই ভিডিও। মানুষের মন কাড়ে বনকর্মীরা।

ভিডিওটি টুইটারে টুইট করেন ভারতীয় বন দফতর বিভাগের অফিসার পারভিন কাসওয়ান। ভিডিওটি টুইট করে তিনি লেখেন, “আর্কিডিমিসের সূত্র ব্যবহার করেই ( Elephant Rescue ) হাতিটিকে উদ্ধার করা হয়।” তাঁর সংযোজন, “মেদিনীপুরে একটি হাতিটি পড়ে যায় এবং তাঁকে উদ্ধার করতেই ব্যবহার করা হয় আর্কিডিমিস সূত্র।”

কী এই আর্কিমিডিস সূত্র?

খ্রিষ্টপূর্ব তৃতীয় শতাব্দীতে গ্রিক দার্শনিক আর্কিমিডিস এক সূত্র আবিষ্কার করেন। যেখানে তিনি বলেন, “কোনো বস্তুকে স্থির তরল অথবা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ ডুবালে বস্তুটি কিছু ওজন হারায় বলে মনে হয়। এই হারানো ওজন বস্তুটির দ্বারা অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান।”

আর এই সূত্রকে কাজে লাগিয়েই এদিন বাজিমাত করেন বনকর্মীরা। বনকর্মীদের এই ভিডিও সামাজিক মাধ্যমে হু হু করে ছড়িয়ে পড়ার পর ভারতীয় বন দফতর বিভাগের আরও এক কর্তা সন্দীপ বেরওয়াল ভিডিওটি প্রকাশ করে লেখেন, “রাত ১টা নাগাদ একটি ফোন আসে, যার মাধ্যমে ( Elephant Rescue ) হাতিটির খাদে আটক হওয়ার কথা জানতে পারি সকলে।” এরপর তিনি আরও বলেন, “গোটা ঘটনা জানতে পারার সঙ্গে সঙ্গেই দফতরের আরও কর্মীদের সঙ্গে করে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেওয়া হয়। অবশেষে ভোর ৪টে নাগাদ হাতিটিকে উদ্ধার করা সম্ভব হয়।”

আরও পড়ুন….Bengali Serial: বয়স বাড়লেও গুণের কমতি নেই সাবু দির,জন্মদিনে রহস্য ফাঁস করলেন মানালি

উল্লেখ্য, হাতিটি কোনও রকম প্রশিক্ষণ প্রাপ্ত না হওয়ায় ( Elephant Rescue ) বনকর্মীদের সাথে তাল মেলাতে তাঁর প্রচন্ড রকমের সমস্যা হচ্ছিল, এমনটাই জানিয়েছে বন দফতর। খাদে পড়ে যাওয়ার পর থেকেই সে নিজের শুঁড় দিয়ে প্রথমদিকে ওঠার চেষ্টা করলেও বারংবার ব্যর্থ হতে থাকে। এমতাবস্থায় বনকর্মীরা গোটা খাদটিকে জল দিয়ে পূর্ণ করে দেয়। তার ফলে হাতিটিও ধীরে ধীরে উপরের দিকে ভেসে উঠতে শুরু করে এবং অবশেষে সকলে দড়ি মাধ্যমে তাকে টেনে তোলে।

 




Leave a Reply

Back to top button