Jeans Tips : জিন্স পরে মোটা দেখাচ্ছে? ছোট ভুলেই বিগড়ে যাবে লুক, জেনে নিন জিন্স পরিধানের টিপস

রিমা শিয়ালী,কলকাতা: প্রতিটি মানুষের দৈনন্দিন জীবনে ওয়ারড্রবের ( wardrobe) একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে ডেনিম বা জিন্স ( jeans)।পাশ্চাত্য দেশের ( western country) সঙ্গে তাল মিলিয়ে পোশাক পরিধান করতে গিয়ে জিন্স ছেলে মেয়ে নির্বিশেষে সকলের প্রিয় পোশাক হয়ে উঠেছে। তাই স্কুলের ছাত্রই হোক বা অফিসের কর্মচারী, ফ্যাশন ইনফ্লুয়েন্সার কিংবা ফ্যাশন নিয়ে কম মাথা ঘামানো লোক, ওয়ারড্রবে একজোড়া ডেনিম পাওয়া যাবে না এমন মানুষ খুব কমই দেখতে পাওয়া যায়।
প্রথমদিকে সাধারণত শ্রমিক শ্রেণীর মানুষদের সুবিধায় তৈরি হয় জিন্স। প্রায় এক শতাব্দী বেশিদিন ধরে জিন্স বাজারে আছে। তারই মধ্যে বদলেছে সময়, বদলেছে ফ্যাশন ট্রেন্ড ( fashion trends ) কিন্তু তবুও আজকের সময়েও মানুষের কাছে জিন্সের কদর এক অংশও কমেনি। বরং বিভিন্ন ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন ফ্যাশন কোম্পানি গুলি ক্রেতাদের আকর্ষণের উদ্দেশ্যে রকমারি সব জিন্স তৈরি করে এসেছে। তবে জিন্স পড়ার সময় মানুষ বেশ কিছু ছোটখাটো ভুল করেই থাকে। কিন্তু ভুল ছোটমাত্রায় হলেও তার ফলে আপনার ফ্যাশন সম্পূর্ণরূপে বেমানান হয়ে যেতে পারে। জিন্স পরিধানের ( Jeans Tips ) কিছু ছোট ছোট বিষয়গুলি মাথায় রাখলে আপনিও হয়ে উঠতে পারেন ফ্যাশনিস্টা ( fashionista )।

আপনিও কি জিন্স পরতে এই ভুল করছেন?

যুগের পর যুগ ধরে চলে আসা জিন্স বা ডেনিম এখনো সকলের প্রিয় পোশাক। প্রিয় পোশাক হবে নাই বা কেন? ফ্যাশনের ক্ষেত্রে অন্যান্য পোশাকের তুলনায় জিন্সের জুড়ি মেলা ভার। তা সে কুর্তি হোক কিংবা টি-শার্ট সবকিছুর সাথেই পেয়ার করে পড়া যায় জিন্স। তবে জিন্স পরিধানের ক্ষেত্রেও হতে পারে ভুল আর সেই ভুলের দরুন মাটি হতে পারে আপনার সম্পূর্ণ লুক।

কারা পড়বেন না বুটকাট জিন্স?

আপনার যদি উচ্চতা কম হয়, তাহলে বুটকাট জিন্স আপনার পক্ষে শ্রেয় নয়।কেননা বুটকাট জিন্স অন্যান্য জিন্সের তুলনায় উচ্চতায় বেশি হয়। ফলে আপনার উচ্চতা কম হওয়ায় জিন্স নিচের থেকে গুটিয়ে থাকতে পারে যা আপনার লুক নষ্ট করে দেয়। তবে আপনার উচ্চতা বেশি হলে আপনি সহজেই বুটকাট জিন্স পরিধান করতে পারেন।

কিভাবে করবেন সঠিক রঙের বাছাই?

আপনার জিন্স যদি কালো রঙের হয় তবে তার সঙ্গে কালো বা বাদামি রঙের বেল্ট কখনোই পড়বেন না কারণ সেটা বড়ই বেমানান দেখায়। তাছাড়া আপনার পোশাকের রঙের সাথে মিলিয়ে পড়তে পারেন জিন্স।হালকা রঙের পোশাকের সাথে গাঢ় রঙের জিন্স এবং গাঢ় রঙের পোশাকের সাথে হালকা রঙের জিন্স পড়লে দেখতে ভালো দেখায়।

কেমন যেন দেখায়!

টাইট জিন্স এবং টাইপ টপ কখনই একসাথে পড়া উচিত নয়। টাইট জিন্সের সাথে ব্যাগি টি শার্ট বা টপ পড়লে দেখতে ভালো লাগে।এছাড়া টাইট টপের সাথে বয়ফ্রেন্ড জিন্স ভালো মানানসই।

কেন পড়বেন না অতিরিক্ত টাইট জিন্স?

অতিরিক্ত টাইট জিন্স পড়লে যেমন দেখতে খারাপ দেখায়, ঠিক সেরকমই অতিরিক্ত টাইট হওয়ায় শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে পারে এবং পরবর্তীতে নার্ভের সমস্যাও দেখা দিতে পারে।

সাইজ কতটা গুরুত্বপুর্ণ?

জিন্স কখনোই নিজের সাইজের থেকে বড় সাইজের পড়া উচিত নয়। অনেকেই ব্যাগি জিন্স পড়তে ভালোবাসেন এবং এর জন্য না জেনেই কখনও কখনও ব্যাগি জিন্সের জায়গায় বড় সাইজের জিন্স কিনে ফেলেন।যা পড়লে খারাপ দেখাতে পারে।

আরও পড়ুন:Nail care treatment : নখে ময়লা জমেছে, পেতে চান সুন্দর নখ! জেনেনিন ঘরোয়া পদ্ধতি

কি অ্যাক্সেসরিজ পড়বেন?

জিন্সের সাথে কি ধরনের অ্যাক্সেসরিজ পড়বেন সেটা গুরুত্বপূর্ণ।জিন্সের সঙ্গে কখনোই ভারী সোনার গহনা পড়া ঠিক নয়। ভারী মেক আপও জিন্সের সাথে মানায় না। তাই জিন্সের সঙ্গে সবসময় হালকা মেক আপ করা উচিত।

আরও পড়ুন:Gangubai Kathiawadi: লাল শাড়িতে বাংলার গাঙ্গুবাঈ, বিড়ির বদলে দাঁতের ফাঁকে টুথপিক গুঁজেছেন Trina Saha




Leave a Reply

Back to top button