পুতিনের পক্ষেই রয়েছেন বঙ্গ বামেরা, রাশিয়া-ইউক্রেন প্রসঙ্গে বিবৃতি জারি করে ভাঙল নিস্তব্ধতা

বিশ্বে এখন বেজেছে রণডঙ্কা। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের ( Russia-Ukraine War ) জেরে চিন্তিত বিশ্ববাসী। ওয়াকিবহাল মহলের দাবি, হয় তো তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত এবার ঘটতে পারে। তবে এই যুদ্ধ বিধ্বংসী পরিস্থিতিতে প্রথমদিকে বাংলার রাজনীতির কমিউনিস্টদের কোনও প্রকার মন্তব্য প্রকাশ করতে দেখা যায়নি। তবে এবার নিজেদের অবস্থান প্রকাশ করেছে বাংলার বামেরা। শুক্রবার রীতিমতো বিবৃতি জারি করে শান্তির পক্ষেই সওয়াল করলেও এক প্রকার পুতিনের পাশেই দাঁড়িয়েছে তাঁরা।

বামেদের প্রকাশিত বিবৃতিতে তাঁরা লেখেন, “নিরাপত্তার সংকটের কথা ভেবে এই সিধান্ত নিয়েছে রাশিয়া। যদিও এই আক্রমণ অনভিপ্রেত এবং দুর্ভাগ্যজনক।” একইসঙ্গে তাঁদের আরও সংজোযন, ‘রাশিয়া এবং ইউক্রেনের সংঘর্ষ নিয়ে সিপিএম গভীর উদ্বিগ্ন। রাশিয়া ইউক্রেনের ( Russia-Ukraine War ) বিরুদ্ধে যেভাবে সামরিক পদক্ষেপ নিচ্ছে সেটা দুর্ভাগ্যজনক। যত দ্রুত সম্ভব এই যুদ্ধ বন্ধ করে শান্তি ফেরানো হোক।’

তবে এই শান্তি সমর্থনের মাঝেই নিজেদের মনের কথাও স্বীকার করে নিল বামেরা। পুতিনের প্রতি যে তাঁদের সমর্থন রয়েছে এই ধারণাকেই স্পষ্ট করে দিল এ রাজ্যের বামেরা। বিবৃতিতে আরও লেখা হয়, ‘আমেরিকা এবং ন্যাটোর বেশ কিছু পদক্ষেপ রাশিয়াকে ( Russia-Ukraine War ) সামরিক পদক্ষেপ নিতে বাধ্য করেছে। সোভিয়েতের পতনের পর থেকেই আমেরিকার মদতে ন্যাটো পূর্ব ইউরোপে ধীরে ধীরে নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করছে। ইউক্রেনকেও যেভাবে ন্যাটোর অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে সেটা রাশিয়ার নিরাপত্তার জন্য বিপজ্জনক। ন্যাটো যেভাবে পূর্ব ইউরোপ এলাকায় বাহিনী এবং ক্ষেপণাস্ত্র মোতায়েন করছিল, তা নিয়েও উদ্বিগ্ন রাশিয়া। সুতরাং রাশিয়া প্রথম নিরাপত্তার দাবি করেছে। সেটা পুরোপুরি ভাবেই বৈধ।’

আরও পড়ুন…Ukraine-Russia War : জোরালো হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কতটা প্রভাব পড়ছে ভারতে

প্রসঙ্গত, এদিন রাশিয়া-ইউক্রেনের ঘটনায় বঙ্গ বামেদের কটাক্ষ করতে পিছপা হয়নি বঙ্গ বিজেপি। এদিন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল সিপিএমের দিকে তির ছুঁড়ে বলেন, “রাশিয়ান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কবে পথে নামতে দেখা যাবে বামেদের?” এদিন সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে তিনি লেখেন, “ এত বড় বিষয় কিন্তু বঙ্গও সিপিএম এখনও চুপ। অবশ্য, চুপ বললে কম হয়। বঙ্গ সিপিএম একেবারে পথ হারা। কলকাতার পথে মিছিল নেই, রাশিয়ান ( Russia-Ukraine War ) সাম্রাজ্যবাদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও স্লোগান নেই। গণশক্তিতে গা গরম করা লেখা নেই। দলের নেতাদের বিবৃতি নেই।  ঘটনা যদি অন্যদেশে হতো, সকাল থেকে ছো চোঙা ফোকা শুরু হয়ে যেত।” এদিন বিজেপি নেত্রী আরও লেখেন, “কতবার কলকাতার মাটি থেকে সিপিএমের সাম্রাজ্যবাদ বিরোধী মিছিল হয়েছে। কলকাতার মাটি থেকে আমেরিকাকে চ্যালেঞ্জ ছোঁড়া হয়েছে। এবার একবার দেখব না আমরা? কী দেখব না?”




Leave a Reply

Back to top button