Bengal Municipal Election : তৃণমূল বিরোধী চিত্র তুলে ধরতেই, মার খেতে হল সাংবাদিকদের

ভোট ( Bengal municipal election) নাকি রনদামামা। সকাল থেকে বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ছুটে আসছে আলোর গতিবেগে। এবার আসল এক ভয়ংকর চিত্র। সংবাদমাধ্যম তুলে ধরে সমাজের আসল চিত্র। সেই চিত্রের পরিসরেই সাধারণ মানুষ দেখতে পায় সমাজের ঘটনা। 

কিন্তু আজ গনতন্ত্রের উৎসবে ( Bengal municipal election), আক্রান্ত সংবাদমাধ্যম। সংবাদমাধ্যমের কর্মিদের মারের অভিযোগ উঠল উত্তর দমদমের ৩১ নম্বর ওয়ার্ডের তৃণমূল। সিপিএম প্রার্থীকে বুথের কাছে যেতে ‘বাধা’ দেয় কিছু এলাকার মানুষ। এলাকায় তারা তৃনমুল নামেই পরিচিত। সাংবাদিকদের সঙ্গে নিয়ে বুথমুখী হওয়ার চেষ্টা করেছিলেন সিপিএম প্রার্থী। কিন্তু পথ আটকায় তৃণমূলকর্মী। আসলে সিপিএমের সঙ্গে তৃণমূলের হাতাহাতির ছবি করার কারণেই আক্রান্ত সাংবাদিকরা। ক্যামেরা কেড়ে ভেঙে ফেলার অভিযোগ উঠেছে শাসক দলের কর্মিরদের বিরুদ্ধে। মাটিতে ফেলে চিত্র সাংবাদিকের বুকে-পেটে বেপরোয়া লাথি-কিল-ঘুষি মারলেন মুখে মাস্ক-আবৃত তৃণমূলের জনা পঁচিশেক পুরুষ-মহিলা। 

BENGAL MUNICIPAL ELECTION

উত্তর দমদমের ৩১ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী শিবশঙ্কর ঘোষ সকাল থেকেই অভিযোগ করছিলেন, ভোট দিতে বাধা দিচ্ছে তৃণমূল। আলিপুর মোড়ে তৃণমূল কর্মী সমর্থকরা সিপিএম কর্মীদের ধাওয়া করেছেন বলে অভিযোগ। সে সময় সংবাদমাধ্যমের উপস্থিতিতেই ফের সিপিএমের প্রার্থী এবং এজেন্টরা বুথমুখী হওয়ার চেষ্টা করেন। আলিপুর ফ্রেন্ডস ক্লাবের সামনে তৈরি করা হয়েছে নির্বাচনী বুথ। সে দিকেই সাংবাদিকদের উপস্থিতিতে এগোচ্ছিলেন সিপিএম কর্মী সমর্থকরা। সঙ্গে ছিলেন প্রার্থীও। সেখানে মুখে মাস্ক পরা একাধিক ব্যক্তি ও সালোয়ার কামিজ পরা এক মহিলা পথ আটকান। ( Bengal municipal election)

আরও পড়ুন- রুশ বিপ্লবের সঙ্গে মিশে গিয়েছে বাংলার গল্প, যুদ্ধ আবহে এই অচেনা বাঙালির জীবন যুদ্ধের কথা জেনে নিন

প্রথমে সিপিএম কর্মী সমর্থকদের সাথে তাঁদের কথা কাটাকাটি হয়। সিপিএমের সঙ্গে তৃণমূল কর্মীদের হাতাহাতির ছবি লাইভ দেখানোর সময়েই বিভিন্ন সংবাদমাধ্যমের চিত্র সাংবাদিকদের ওপর হামলা চালান কয়েকজন দুষ্কৃতী। মাটিতে ফেলে প্রায় ২০-২৫ জন হামলা চালান। লাথি, ঘুষি মারতে থাকেন। ক্যামেরাও ছিনতাই করে নিয়ে যায় এই সন্ত্রাসীরা। তাদের প্রত্যেকেই মুখই মাস্কে ঢাকা। যে কয়েকজন মহিলা ছিলেন, তাঁরা সালোয়ার কামিজের ওড়না দিয়ে মুখ ঢাকেন। ( Bengal municipal election), 

আক্রান্ত চিত্র সাংবাদিকদের একজন দীপঙ্কর দাস বলেন, “অনেক জন বুকে পেটে লাথি মেরেছে। ভারী কোনও বস্তু দিয়ে মাথাতেও পিছন থেকে মারে ওরা। ওদের এতবার বলেছিলাম, মারছো তো, কিন্তু ক্যামেরাটা ভেঙো না। অনেক টাকা দাম। কিন্তু ক্যামেরাটাকে ভেঙে গুড়িয়ে দিল। রিসিভারটাও পারছি না। পেটে অসহ্য পেটে করছে।” আপাতত চিকিৎসাধীন চিত্র সাংবাদিক দীপঙ্কর দাস। ( Bengal municipal election)

আরও পড়ুন-“ভোট দিতে গেলে ছেলেকে মারধর করে তারা” পুরভোটের আবহে তৃণমূলের দিকে উঠছে অশান্তির অভিযোগ




Leave a Reply

Back to top button