‘আমি বললে, দু -মিনিটের মধ্যে ওটা ফাঁকা হয়ে যাবে’- কামারহাটিতে দাঁড়িয়ে মদনের হুঁশিয়ারি

সে মদন মিত্র ( Madan mitra)। তার এক নামে কাবু হয় আইপিএস থকে ডিএম, আর থাকল গুন্ডারা, “… চাইলে ২ মিনিটে মোকাবিলা করতে পারি, কিন্তু দলের নির্দেশে করছি না।” অকপটে মদন।

আজ পুরভোটের দিন ( Bengal municipal election) কার্যত রণক্ষেত্রের আকার নিল কামারহাটির ২৯ নম্বর ওয়ার্ড। দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল এক এক এলাকা একাধিকবার। ইট মেরে গাড়ি ভাঙচুর, বাইক ফেলে দিয়ে নষ্ট করে দেওয়া সবই রয়েছে অভিযোগের ঝুলিতে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, পুলিশের নামপ্লেট লাগিয়ে তৃণমূলের গাড়ি দেখা যাচ্ছিল। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিস বাহিনী। স্থানীয়দের অভিযোগ, বাইক ও গাড়ি করে এসে কিছু যুবক বুথের ভেতর থেকে এজেন্টকে বের করে দেয়। আর শুরু করে ছাপ্পা ভোটের দিন ( Bengal municipal election) কারখানা।

Bengal municipal election

গাড়িতে বোমা নিয়ে আসার মত গুরুতর অভিযোগ জানিয়েছেন বিজেপি সমর্থকরা। তৃণমূল প্রার্থী নির্মলা রায়ের বিরুদ্ধে সরাসরি আঙ্গুল তুলছেন বিরোধীরা। তাদের কথায়, ”তারা বাইরে থেকে লোক এনে ছাপ্পা ভোট দিচ্ছে।”  ঘটনার জেরে বন্ধ ভোটগ্রহণ দিন ( Bengal municipal election) কেন্দ্র।

আর এই ক্ষেত্রেই মদন মিত্রের বক্তব্য, ”ওগুলো আমার গাড়ি। খাবার পাঠিয়েছিলাম। সেখানে ভাঙচুর করা হয়েছে। পুলিসের নিরপেক্ষতার সুযোগ নিয়ে সিপিএম, বিজেপি সন্ত্রাস করছে। লাঠি হাতে। আমার সহকর্মীর আহত হয়েছে। মাথায় ডান্ডা মারছে। ওরা এটা ঠিক করল না। আমরা বিকেল ৫ টার পর প্রশানকে অভিযোগ জানাবো। চাইলে ২ মিনিটে মোকাবিলা করতে পারি, কিন্তু দলের নির্দেশে করছি না।”

আরও পড়ুন…Bengal municipal election : তৃনমূল বিরোধী চিত্র তুলে ধরতেই, মার খেতে হল সাংবাদিকদের

আরও পড়ুন…ভোট! ভোট! প্রতিভোট ২০০ টাকা, ধরা পড়তেই স্বীকারোক্তি ‘ভুয়ো ভোটার’-এর

একদিকে যেমন স্থানীয়দের অভিযোগ, ড্রেনের মধ্যে পড়ে রয়েছে বোমার একাংশ। অন্যদিকে মদন মিত্রের অভিযোগ, পুলিশের নিরপেক্ষতা ও ভদ্রতার সুযোগ নিয়ে এলাকার বিজেপি ও সিপিএমের দুস্কৃতীরা হামলা করছে দিন ( Bengal municipal election)। তবে দ্রুত ভোটগ্রহণ চালু করার আর্জি জানিয়েছেন তৃণমূল বিধায়ক। ”আমরা মানুষের মন জয় করতে চাই, মারামারি নয়। আমি বললে, দু -মিনিটের মধ্যে ওটা ফাঁকা হয়ে যাবে। তবে আমরা পুলিসের উপর আস্থা রাখছি।” মদনের এই বক্তব্যের পরই উত্তেজিত জনতাকে থামাতে, ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছে র‍্যাফ ( Bengal municipal election)।




Leave a Reply

Back to top button