Russia-Ukraine war: ‘পোষ্যকে নিয়েই ফিরতে চাই’, ইউক্রেন থেকেই মোদীর কাছে আবেদন ভারতীয় ছাত্রের

প্রত্যুষা সরকার, কলকাতা: রাশিয়া ইউক্রেন যুদ্ধে ( Russia-Ukraine war ) আতঙ্কে ইউক্রেনবাসী। প্রান ভয়ে দেশ ছেড়ে পালাচ্ছেন সে দেশের সাধারন মানুষ। আটকে পরেছে ভারতের বেশ কিছু ছেলে মেয়ে। যুদ্ধ শুরু হওয়ার পরও তাদেরকে ফেরানর তেমন কোনো সঠিক ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও জানা যাচ্ছে। কয়েক জন ভারতিয় ছাত্রছাত্রী নিজেদের চেস্টায় বেরিয়ে এসেছে ইউক্রেনের সীমান্ত থেকে। তবে এখন আটকে আছে ইউক্রেনে পড়তে জাওয়া অনেক ছাত্র ছাত্রী। এরই মধ্যে ইউক্রেনে আটকে পড়া ছাত্র আবেদন জানিয়েছে তার পোষা কুকুর ছাড়া দেশ ছাড়বে না সে। এই নিয়ে বিভিন্ন ভেবে আবেদন করছেন তিনি।
সাহায্যের জন্য কাগজপত্র এবং ছাড়পত্র নেওয়ার চেষ্টায় অসফল
আবেদন করা ওই ছাত্র ঋষভ কৌশিক, পূর্ব ইউক্রেনের খারকিভ ন্যাশনাল ইউনিভার্সিটি অফ রেডিও ইলেকট্রনিক্সে তৃতীয় বর্ষের ছাত্র। তার দাবি, যে তিনি তার পোষা কুকুরটিকে ফেলে রেখে একা ওই দেশ ছাড়বেন না। তার জন্য তিনি সমস্ত কাগজপত্র এবং ছাড়পত্র নেওয়ার চেষ্টা করছেন যাতে তিনি যখন বিমানে উঠতে যান তখন তার কুকুরটি তার সাথে যেতে পারে। কিন্তু তার দাবি মেনে নিচ্ছেন না কর্মকর্তারা। তিনি জানিয়েছেন, সহযোগিতা না করে কর্মকর্তারা জিজ্ঞাসা করে চলেছেন, এই বিষয়ে আরো এবং আরো নথির জন্য। তিনি আরও বলেন, “তারা আমার বিমানের টিকিট চাইছে। ইউক্রেনের আকাশপথ বন্ধ থাকলে আমি কীভাবে বিমানের টিকিট পাব?”
সোশ্যাল মিডিয়ায় আপলোড
কয়েক দিন আগে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা একটি ভিডিওতে, তিনি জানান, যে তিনি দিল্লিতে ভারত সরকারের অ্যানিমেল কোয়ারেন্টাইন অ্যান্ড সার্টিফিকেশন সার্ভিস (একিউসিএস) এবং ইউক্রেনে ( Russia-Ukraine war ) ভারতীয় দূতাবাসের সাথে যোগাযোগ করেছিলেন কিন্তু তাতে কোন লাভ হয়নি। তিনি আরও দাবি করেছেন যে তিনি তার পরিস্থিতি সম্পর্কে দিল্লির আইজিআই বিমানবন্দরে কাউকে সাহায্যের জন্য ডাকলে অপর প্রান্তের ব্যক্তি তাকে গালাগাল করেছেন এবং কোনো রকম সহযোগিতা করেননি। মিঃ কৌশিক ভিডিওর মাধ্যমে ক্ষভ প্রকাশ করে জানিয়েছেন, ‘আমি এখন ভারতে থাকতাম যদি ভারত সরকার আমাকে আইন অনুসারে প্রয়োজনীয় এনওসি দিত,”।
আরও পড়ুন – Weather Update : কালো হয়ে এসেছে আকাশ! বৃষ্টির পরই চড়বে তাপমাত্রা, হুঁশিয়ারি হাওয়া অফিসের
মানসিক চাপে কষ্ট পাচ্ছে কুকুরটি
ছাত্রটি বলেছে যে সে গত ফেব্রুয়ারিতে খারকিভে উদ্ধার করে তার কুকুরছানা ‘মালিবু’- কে। ভিডিওটিতে তিনি বলেন, “আমার ফ্লাইট ২৭ ফেব্রুয়ারি থাকায় আমি এখানে আটকে আছি,” ভিডিও ফ্রেমে কুকুরছানাটিকে পরিচয় করিয়ে দিয়ে তিনি বলেন, ক্রমাগত বোমা হামলার শব্দের কারণে প্রাণীটি মানসিক চাপে থাকে এবং “সারা সময় কাঁদে”। চারিদিকে রাশিয়ার হামলায় ( Russia-Ukraine war ) রাজধানী কিয়েভের একটি বাঙ্কারে লুকিয়ে আছেন তিনি ও তার কুকুর ছানাটি। চারিদিকে বাজছে সাইরেন। গোলাগুলি এবং বোমার শব্দের মধ্যে, মাঝে মাঝে তাকে তার কুকুরটিকে উষ্ণ রাখতে বাঙ্কার থেকে উঠে আসতে হচ্ছে। কারণ বাঙ্কার ভূগর্ভস্থ বরফে পরিণত হয়েছে। তিনি বলেছেন তার আবেদন মেনে নিয়ে জেন খুব তারা তারি তাদেরকে ওখান থেকে বের করে আনা হয়।
আরও পড়ুন – Russia-Ukraine War : ২দিন আগেও জামা সেলাই করতেন, আজ বানাচ্ছেন বাঙ্কার! যুদ্ধের কি নিষ্ঠুর পরিহাস