Russia-Ukraine War লক্ষাধিক মৃত্যু সত্ত্বেও যুদ্ধ থামাতে নারাজ রাশিয়া, বেরিয়ে পড়ল গোপন নথি

রিমা শিয়ালী ,কলকাতা: বৃহস্পতিবার থেকেই ইউক্রেনে ( Ukraine ) বেজে উঠেছে রণ ডঙ্কা।বিগত এক মাস ধরেই ইউক্রেনের সীমান্ত এলাকায় বিপুল হারে সেনা মোতায়েন করে চলছিল প্রথম বিশ্বের শক্তিধর দেশ রাশিয়া ( Russia )। সেই সময় থেকেই আন্দাজ করা গিয়েছিল, যেকোনও মুহূর্তেই রাশিয়া আক্রমণ চালাতে পারে ইউক্রেনের উপর। আর সেই আন্দাজই সঠিক হয়।সপ্তাহ পার হতে না হতেই ইউক্রেনের উপর সামরিক অভিযান চালানোর কথা ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।সমাজে একটি প্রচলিত কথা আছে। দুই রাজার যুদ্ধে প্রাণ সেই উলুখাগড়ারই যায়।আর এই প্রচলিত কথারই বাস্তব প্রতিফলন বোধহয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ( Russia-Ukraine War ) ।বিগত তিনদিন ধরেই রুশ সেনাবাহিনী ইউক্রেনের উপরে পুরোদমে হামলা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে হঠাৎই ফাঁস হয় রাশিয়ার এক গোপন নথি ( secret documents ) এবং তাতে থাকা এক চাঞ্চল্যকর তথ্য।
কিভাবে ফাঁস হয় গোপন নথি?
রাশিয়ার এই গোপন নথি আইটিভি নিউজ নামক এক সংবাদ মাধ্যমের দ্বারা ফাঁস হয়।এই গোপন নথিতে দেখা গেছে, রাশিয়া নিজের মেডিকেল দলগুলিকে দেশের আহত মানুষদের দ্রুত চিকিৎসা ও প্রাণ রক্ষার জন্য যাবতীয় প্রস্তুতি নিতে বলেছে।এমনকি রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী প্লুতিনিস্কির স্বাক্ষরও ওই নথিতে পাওয়া গেছে বলে জানা যায়।
সহজে নিভবে না যুদ্ধের আগুন
রাশিয়ার ফাঁস হওয়া গোপন নথির মাধ্যমে জানা যায় যে রুশ সরকার দেশের চিকিৎসা ও স্বাস্থ্যপরিকাঠামো অত্যন্ত মজবুত করার পরামর্শ দিয়েছেন। তবে এই সিদ্ধান্তের পিছনে বিশেষ কিছু উদ্দেশ্য ছিল।সাধারণ মানুষের মঙ্গলের পাশাপাশি যুদ্ধক্ষেত্রে আহত মানুষদের যথাযথ চিকিৎসা প্রদানের কথা উল্লেখিত ছিল সেই গোপন নথিতে।এই গোপন নথি ফাঁস হওয়ার সাথে সাথেই আন্তর্জাতিক মহল জুড়ে শুরু হয় গুঞ্জন।আর এই নথির দ্বারা এটাই বোঝা যায় যে এত সহজেই যুদ্ধ থামাতে নারাজ রাশিয়া। বরং আগামী দিনগুলিতে রাশিয়া – ইউক্রেন যুদ্ধের দরুন বিপুল ক্ষয়ক্ষতির বিষয়ে আন্দাজ করেই এখন থেকে প্রস্তুতি চালাতে শুরু করেছে রাশিয়া।
আরও পড়ুন: পুর যুদ্ধ নাকি বিশ্বযুদ্ধ, কোথাও ঝরল রক্ত, কোথাও দেদার ছপ্পা, দিনভর কাঠগড়ায় শাসকদল
মোতায়েন থাকবে বিশাল মেডিকেল টিম
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী জানা গেছে যে রাশিয়া এক বিশাল মেডিকেল এমার্জেন্সি ঘোষণা করার প্রস্তুতি চালাচ্ছে।প্রয়োজনে যুদ্ধক্ষেত্রেও পাঠানো হবে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের।এমনকি নথিতে এটাও বলা হয়েছে যে রাশিয়ার সমস্ত হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত চিকিৎসকদের যাবতীয় নথি রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রকে পাঠাতে হবে।এই চিকিৎসক ও বিশেষজ্ঞদের মধ্যে থাকবেন ট্রমা, হার্ট সার্জন, পেডিয়াট্রিক সার্জন, অ্যানেসথেটিক্স, রেডিয়োলজিস্ট, ইনফেকশিয়াস ডিজিজ স্পেশালিস্ট।এছাড়াও অপারেশন থিয়েটার সামলাতে বিশেষজ্ঞদের সাথে থাকবে সক্ষম নার্সরাও। যারা যুদ্ধক্ষেত্রে যাবে, তাদের ফেডেরাল সেন্টার অব মেডিকেল ডিজাস্টারের তরফে টাকা দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
আরও পড়ুন: Russia-Ukraine war: ‘পোষ্যকে নিয়েই ফিরতে চাই’, ইউক্রেন থেকেই মোদীর কাছে আবেদন ভারতীয় ছাত্রের