Bankura Murder : কাজের নামে বেড়িয়ে ফেরা হল না, পুকুর থেকে উদ্ধার ফুলে যাওয়া দেহ

খুব জরুরি কাজ। ফিরে আসবে বলেছিল সেদিন বিকেলেই। কিন্তু বিকেল থেকে রাত তারপর গোটা একটা দিন। বাড়ি আর সে ফিরল না। ফিরল মরদেহ। দুদিন নিখোঁজ থাকার পর পুকুর থেকে উদ্ধার হয়েছে নিখোঁজ যুবকের দেহ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য বাঁকুড়ার ইদগামহল্লার এলাকায় ( Bankura Murder)

বাড়িতে বলেছিলেন, কাজে যাচ্ছেন। সন্ধ্যায় ফিরে আসার কথা ছিল বাড়িতে। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও ফেরেননি। কিন্তু দুদিন নিখোঁজ থাকার পর পুকুর থেকে উদ্ধার হয়েছে নিখোঁজ যুবকের নিথর দেহ। বাঁকুড়ার ইদগামহল্লার এলাকার ঘটনা ( Bankura Murder)। মৃত যুবকের নাম ধীরেন দাস, বয়স ৪২। পরিবার অভিযোগ জানিয়েছে খুন করা হয়েছে ধীরেনকে। কিন্তু কেন, কী কারণে খুন হলেন ধীরেন, সে বিষয়ে কিছু বলতে পারছেন না পরিবারের সদস্যরা। তদন্ত শুরু করেছে পুলিশ।

Bankura Murder

জানা গিয়েছে, ধীরেন গত শুক্রবার বাড়িতে জানিয়েছিলেন, কাজে যাচ্ছেন। গ্রামেই বাড়ির কাছে এলাকায় তিনি কাজে যাবেন বলে জানান। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই তাঁর রাতেই ফিরে আসার কথা। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও তিনি ফিরে আসলেন না। তাই স্বভাবতই পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। সম্ভাব্য সমস্ত এলাকায় খোঁজ করেন। আত্মীয়দের বাড়িতেও খোঁজ করা হয়। এরপর পরেরদিন সকালে থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন পরিবারের সদস্যগন। তারপর পুলিশও খোঁজ শুরু করে  ( Bankura Murder)।  

আরও পড়ুন- রাজ্য রাজনীতির উত্তেজনায় বলি সাধারণের, লোকাল ট্রেন আটকে সপ্তাহের প্রথমদিনই বিপদে ফেলল বিজেপি

প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দারাও খোঁজ করতে থাকেন আশেপাশের এলাকাগুলিতে। এরপরই রবিবার সন্ধ্যায় ধীরেনের বাড়ির অদূরেই একটি পুকুরে কিছু একটা ভেসে থাকতে দেখা যায়  ( Bankura Murder)। স্থানীয় মারফত জানা যাচ্ছে, স্থানীয় কয়েকজন যুবক রাস্তার ধারে একটি দোকানে বসে গল্প করছিলেন। তখনই তাঁরা পুকুরে কিছু ভেসে থাকতে দেখেছিলেন। সন্দেহ হওয়ায় তাঁরা প্রতিবেশীদের ডাকেন। তারপর খবর দেন থানায়। পুলিশ এসেই দেহ উদ্ধার করে। 

ধীরেনকে শণাক্ত করেন তাঁর পরিবারের সদস্যরাই। তবে দেহটি দুদিন জলে পড়ে থাকায়, একেবারে ফুলে উঠেছে। পরিবারের অভিযোগ খুন করা হয়েছে ধীরেনকে। কিন্তু কেন, তা বলতে পারছেন না তাঁরা। পুলিশ সুত্রে খবর, ধীরেন কোনও রাজনৈতিক দলের সদস্য কিনা, এর সঙ্গে কোনও রাজনৈতিক শত্রুতা রয়েছে কিনা নাকি কোনও পুরনো বিবাদ, তা  ( Bankura Murder) খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধীরেন আদতে কী কাজ করতেন, সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলেই জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন- “সিট-এর উপর নেই ভরসা, জেলা জজ ছাড়া দেহ তোলা যাবে না!” বললেন আনিসের বাবা




Leave a Reply

Back to top button