‘বন্দুক ঠেকিয়ে… চোখ-নাক-মুখ কিছু দেখেনি, মেরেই যাচ্ছিল…’- ভোটের পরও মিটছে না ত্রাস, অনিয়শ্চয়তায় দিন কাটাচ্ছে বারাসাতের ১০ নম্বর ওয়ার্ড

তন্ময় রায়, বারাসাত : দু-দিন আগেই সম্পন্ন হয়েছে ১০৮ টি পুরসভার পুরভোট ( West Bengal Municipal Election)। রাজ্য রাজ্যজুড়ে উঠে এসেছে নানারকম বিচ্ছিন্ন ঘটনার চিত্র। সেরকমই এক নক্কারজনক ঘটনা ঘটেছে বারাসাত পুরসভা এলাকার ১০ নম্বর ওয়ার্ডে। এলাকাবাসীর দাবি ওইদিন ভোট ( West Bengal Municipal Election)চলাকালীন হঠাতই বুথে ঢুকে পরে বহিরাগতরা, চলতে থাকে ছাপ্পা ভোট। কিন্তু এই বিষয়ে সরব হতেই শুরু হয় চরম অশান্তি।
সিপিআইএম পোলিং এজেন্ট রুপা দাস এই নক্কারজনক ঘটনায় সরব হতেই তাঁকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করে বহিরাগতরা। ছাপ্পা ভোটের ( West Bengal Municipal Election) কথা জানতে পেরেই বাম কর্মী সমর্থকেরা এক জায়গায় জড়ো হতেই অশান্তি একেবারে চরম রূপ নেয়। অভিযোগের তীর একেবারে শাসক দলের দিকে। ঘটনায় আহত হয়েছেন ১০ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলার রত্না ভট্টাচার্য সহ কিছু বাম কর্মী-সমর্থকেরা।
বারাসাত ১০ নম্বর ওয়ার্ডের সিপিআইএম পোলিং এজেন্ট রুপা দাস জানিয়েছেন, “ ভোট শুরুর প্রথম দুঘণ্টা ভালভাবে কাটার পরই তান্ডব শুরু করে ১০-১২জন বহিরাগত। আমি তীব্রভাবে প্রতিবাদ করি। আমায় ওরা হুমকি দিয়েছে যে আমার বাড়িতে বোম মারবে। ওদের কাছে আগ্নেয়াস্ত্রও ছিল।”
এলাকাবাসী টিটু সাহা জানিয়েছেন, “ বুথে যখন ছাপ্পা দিচ্ছিল তখন আমরা সবাই মিলে প্রতিবাদ করতে যাই, তখন ওই বহিরাগত সব ছেলেরা এসে আমাদের মারধর করেছে। কোথাও বাদ রাখেনি। চোখ-নাক-মুখ কিছু দেখেনি, ওরা মেরেই যাচ্ছিল। মদ্যপ সেই বহিরাগতরা আমাকে বন্দুক ঠেকিয়ে বলে মেরে দেব। কিন্তু আমি দাঁড়িয়ে থেকেছি।”
এলাকার মানুষ আরও জানিয়েছেন, মহিলাদের আক্রমণ করা হয়েছিল। পুলিশের ভূমিকা নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছেন এলাকাবাসীরা ( West Bengal Municipal Election)। জানা যাচ্ছে, আহত কর্মীসমর্থকদের বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। রিপোর্ট প্রকাশের আগে পর্যন্ত ১০ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলার রত্না ভট্টাচার্য হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। তৎসহ এলাকাবাসীর একাংশ জানিয়েছেন, এলাকার কিছু ব্যক্তিরাও এই অরাজকতায় মদত দিয়েছেন। চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন বারাসাতের ১০ নম্বর ওয়ার্ডের এলাকাবাসী।
আরও পড়ুন- ফিফার ‘নির্বাসন’ ক্ষেপনাস্ত্রে পর্যুদস্ত রাশিয়া ফুটবল