শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ,বিশ্বরেকর্ডের দোরগোড়ায় টিম ইন্ডিয়া

রাজকুমার মণ্ডল

একটানা ১২টি টি-টোয়েন্টি জিতে বিশ্বরেকর্ড টিম ইন্ডিয়ার। অপরদিকে অধিনায়ক হিসেবে বিশ্ব রেকর্ড গড়লেন রোহিত শর্মা, ছাপিয়ে গেলেন বিরাট কোহলিকে। অধিনিয়ক রোহিত শর্মা টিম কম্বিনেশন ( T-20 Cricket ) নিয়ে ক্রমাগত পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন। সম্প্রতি ঘরের মাঠে খেলা সবকটি সিরিজেই ফুল মার্কসও পেয়েছেন। উপর্যুপরি অধিনায়কত্বের নিরীখে হিটম্যানের করায়ত্ত নতুন বিশ্ব রেকর্ড। বিরাট কোহলির রেকর্ড ভেঙে দিয়েছেন রোহিত শর্মার অধিনায়কত্বে ভারত টানা দশ কুড়ি-‌বিশে ( T-20 Cricket ) জয় ছিনিয়ে নিয়েছে।

পড়শি দেশকে হোয়াইটওয়াশ করার লক্ষে অবিচল রোহিত ব্রিগেড। শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৯ বল ও ছয় উইকেট বাকি থাকতেই তৃতীয় টি-টোয়েন্টি জিতে নিল ভারতীয় দল। সম্প্রতি রোহিত শর্মার নেতৃত্বে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ( T-20 Cricket ) সিরিজে পরপর তিনটি ম্যাচে জেতে ভারত। এরপর দুরন্ত ফর্মে থাকা টিম ইন্ডিয়ার কাছে ওয়ান ডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজে পরাস্ত ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ জিতে ঘরের মাঠে টানা সবচেয়ে বেশি ম্যাচ জেতার বিশ্ব রেকর্ড স্পর্শ করলেন রোহিত শর্মা। ঘরের মাঠে ১৫ টি-টোয়েন্টি ম্যাচ জিতেছেন রোহিত মাত্র ১৬ ম্যাচ খেলে। ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগ্যান ও নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের সমতুল্য। সামনে রেকর্ড ভাঙার সুযোগ শ্রীলঙ্কার বিরুদ্ধে পরের দুই ম্যাচে। ঘরের মাঠে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ( T-20 Cricket ) ম্যাচ জেতার ক্ষেত্রে বিরাট কোহলি এবং ভারতের সবচেয়ে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে পিছনে ফেলেছেন রোহিত। বিরাট কোহলি টানা ১৩ টি-টোয়েন্টি ম্যাচ জিতেছেন। পাশাপাশি মহেন্দ্র সিং ধোনি ১০ টি জয় নিয়ে তিন নম্বরে স্থান দখলে রেখেছেন।

শ্রেয়স আইয়ার ম্যাচ ও সিরিজের সেরা। শ্রেয়স আইয়ারের চলতি সিরিজে টানা তৃতীয় অপরাজিত অর্ধশতরানের দৌলতে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩-০ ব্যবধানে টি ২০ সিরিজে জয়ী। ভারতকে লক্ষ্যে পৌঁছে দেয় শ্রেয়স আইয়ার ও রবীন্দ্র জাদেজার পার্টনারশিপ। চলতি বছরে ৪টি টি ২০ আন্তর্জাতিকে শ্রেয়স ৩ বার অপরাজিত থেকে ২২৯ রান করলেন, গড় ২২৯, স্ট্রাইক রেট ১৭২.১৮। প্রথম ম্যাচে শ্রেয়স ২৮ বলে ৫৭ রানে অপরাজিত ছিলেন, স্ট্রাইক রেট ছিল ২০৩.৫৭। গতকাল দ্বিতীয় ম্যাচে তিনি ৪৪ বলে কেরিয়ারের সেরা ৭৪ রানে অপরাজিত ছিলেন, স্ট্রাইক রেট ১৬৮.১৮। আজ করলেন ৪৫ বলে অপরাজিত ৭৩, স্ট্রাইক রেট ১৬২.২২। এদিন শ্রেয়স ২৯ বলে কেরিয়ারের ষষ্ঠ তথা সিরিজের তৃতীয় অর্ধশতরান পূর্ণ করেন। তাঁর এদিনের ইনিংসে রয়েছে ৯টি চার ও একটি ছয়।  চলতি সিরিজে ( T-20 Cricket ) ২০৪ রান একাই করলেন কলকাতা নাইট রাইডার্সের নবনিযুক্ত অধিনায়ক। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি সিরিজে তিনি ২০৪ রান করলেন, সেই সঙ্গে তিন ম্যাচের টি ২০ আন্তর্জাতিক সিরিজে বিরাট কোহলির সবচেয়ে বেশি রানের রেকর্ড এদিন ভেঙে দিলেন কেকেআরের অধিনায়ক।

আরো পড়ুন  ফিফার ‘নির্বাসন’ ক্ষেপনাস্ত্রে পর্যুদস্ত রাশিয়া ফুটবল

শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের বোলার ও ব্যাটারদের দুর্দান্ত পারফরমেন্স। ভারতীয় ওপেনার ইশান কিষাণের দুর্দান্ত ইনিংসে ভারতের জয়ের ভিত তৈরী হয়ে যায়। এরপর বল হাতে আগুন ঝরান ভুবনেশ্বর কুমার, চার ওভারে মাত্র ৯ রান দিয়ে নেন ২টি উইকেট নেন তিনি। ম্যাচের প্রথম বলেই উইকেট নেন ভুবি। টিম ইন্ডিয়ার বিশ্বরেকর্ডেও চমক। টানা ১২টি কুড়ি বিশে ( T-20 Cricket ) আন্তর্জাতিক ম্যাচ জেতায় আফগানিস্তান ও রোমানিয়ার বিশ্বরেকর্ডও স্পর্শ করল রোহিত শর্মার ভারত। তিন নম্বরে ব্যাট করতে নেমেও সফল। সেরা হিসেবে বেছে নিলেন গতকালের ইনিংসটিকেই, কেরিয়ারের সর্বাধিক রান করে দেশকে সিরিজ জেতানোয় বেশি তৃপ্তি পেয়েছেন রোহিত।




Leave a Reply

Back to top button