বিশ্বকাপ ফাইনালে কোথায় থাকছেন টলি সেলেবরা, জানুন তাদের বিশ্বকাপ ফাইনাল প্ল্যানিং স্টোরি!

বিশ্বকাপ ঝড়ে কাবু টলি থেকে বলির সেলেবরা, মাঠে থেকে সমর্থন নাকি বাড়ি থেকে জানুন টলি সেলেবদের মতামত

টলিপাড়ার তারকারা মজে ক্রিকেট বিশ্বকাপে। কখনও স্টেডিয়াম, তো কখনও বাড়ির টেলিভিশনেই ভারতের জন্য গলা ফাটাচ্ছেন তাঁরা।অভিনেতা নীল ভট্টাচার্যকে মাঝে মাঝেই মাঠে দেখা গিয়েছে। এমনকি সেমিফাইনাল দেখতেও মুম্বই পৌঁছে গিয়েছেন তিনি। দেখা করেছেন ডেভিভ বেকহ্যামের সঙ্গেও। তবে সূত্রের খবর বিশ্বকাপ ফাইনালে তিনি বাড়ি থেকেই গলা ফাটাবেন ভারতের সমর্থনে।

ICC Cricket World Cup,ICC ODI World Cup 2023,World Cup Final,India vs Australia,Narendra Modi Stadium,Nusrat Jahan,Srijit Mukherji,Souraseni Maitra,Neel Bhattacharya

অন্যদিকে, ইডেনে খেলা দেখতে গিয়েছেন নুসরত জাহান এবং যশ দাশগুপ্ত। ফাইনালে ম্যাচে মাঠে যাবেন না তাঁরা। তবে, ম্যাচ নিয়ে বড়ই উৎসাহিত এই তারকা জুটি। নুসরতের পছন্দের ক্রিকেটার কিং কোহলি। অভিনেত্রী চান সেঞ্চুরি করুক কিং। এর পাশাপাশি ক্রিকেট প্রেমী পরিচালক সৃজিত মুখোপাধ্যায় বিশ্বকাপে পদ্মাপাড়ে গিয়েও নিজের দেশের হয়ে গলা ফাটিয়েছেন। তাঁর কথায়, বিরাট, রোহিত, শামি, বুমরাহ সকলেই খুব প্রিয়। তাঁর আশা ২০০৩ সালের কষ্টটা রবিবার কিছুটা হলেও মিটবে।

অন্যদিকে ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ দেখতে গিয়েছিলেন অভিনেত্রী সৌরসেনী মৈত্র। অভিনেত্রী-সাংসদ নুসরত জাহানের প্রাক্তন স্বামী নিখিল জৈনের সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে। তবে সুত্র মারফত জানা গিয়েছে, ফাইনালে দেখা যাবেনা তাঁকেও। তবে বাবার সাথে বসে ইন্ডিয়ার জার্সি পরে খেলা দেখবেন টিভির পর্দায়।




Leave a Reply

Back to top button