বিরোধী শূন্য পুর জয় অগণতান্ত্রিক! যুদ্ধের ময়দানে জয়ের বোমা ফাটাল নির্দলরা

বাংলার পুর নির্বাচন নিয়ে একেবারে সরগরম রাজনীতি। সকাল থেকে শুরু হয়ে ভোট গণনার কাজ। আর গণনা শুরুর পরই যেন হাতে-নাতে মিলেছে ফলাফল। সকাল থেকেই সবুজ আবিরের ঝড়ে ঢাকা পড়েছে ( Municipal Election 2022 ) গোটা বাংলা। রাজনীতিবিদদের কথায় একেবারে বিরোধী শূন্য জয় তৃণমূলের। গত কয়েক সপ্তাহ ধরেই রাজ্যে ১০৮টি পুরসভা নির্বাচন নিয়ে পরিস্থিতি ছিল বেশ উত্তেজিত। তৃণমূল প্রার্থী তালিকা নিয়ে দলের মধ্যেই শুরু হয়েছিল কোন্দল। তৃণমূল ছেড়ে বেরিয়ে নির্দল প্রার্থীতে পরিণত হয়েছিল বহু তৃণমূল কর্মী।
অন্যদিকে, আসন্ন ১০৮টি পুরসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের মধ্যে শাসক-বিরোধী দ্বন্দ্ব দেখা যাচ্ছিল মাঝে মাঝেই। পুরযুদ্ধের দিন এই দ্বন্দ্ব যেন নিল এক অন্য রূপ। ছাপ্পা ভোট থেকে শুরু করে বিরোধীদের উপর অত্যাচার একাধিক অভিযোগের তির ( Municipal Election 2022 ) বিঁধল তৃণমূলের দিকে। বঙ্গে গণতন্ত্র নেই বলে দাবি করে বাংলা বন্ধের পথে হাঁটল বিজেপি। যার জেরে পুরযুদ্ধের পরের দিনই রাজ্যে আরও একবার দেখা গেল উত্তাল পরিস্থিতি।
এই সব কিছু মিলিয়ে কেটে গেল বাংলা পুরনির্বাচন। বচসা থেকে হাতাহাতি এবং তারপর রক্তপাত বাংলার নির্বাচন নাকি বিশ্বযুদ্ধ এই নিয়ে মনের মধ্যেই তৈরি হয়ে গেল দ্বন্দ্ব। অবশেষে, এলো পুরযুদ্ধের শেষ ঘন্টার শঙ্খ বাজানোর দিন। এক অবিসংবাদী জয়ে জয়ী হল তৃণমূল। এ যেন অবাক কান্ড। সংশোধিত রাজনীতিতে দাঁড়িয়ে বিরোধী ( Municipal Election 2022 ) শূন্য জয় কখনই গর্বের নয়, এমনটাই মতামত ওয়াকিবহাল মহলের। তবে বিজেপি-বাম-কংগ্রেস শূন্য অবস্থান করলেও। বোমা ফাটিয়ে মানুষের নজর কেড়েছে নির্দলীয়রা। এই বোমা কিন্তু পরমাণু কিংবা মানুষ মারার বোমা নয়। এই বোমা ফলাফলের বোমা। পুর নির্বাচনে তৃণমূল ছেড়ে বেরিয়ে মাঠে একাই নেমে পড়েছিল তাঁরা। আর যুদ্ধের শেষ ঘণ্টায় দেখা গেল খানিকটা জয়ের মুখও দেখেছে তাঁরা। তৃণমূলের ঝুলিতে ৯০টি পুরসভা গেলেও নির্দলীয়রাও ১টি পুরসভা ছিনিয়ে নিতে সক্ষম হয়েছে।
আরও পড়ুন…..Municipal Election 2022 Result : রাজ্যে সবুজ ঝড়ে উড়ে গেল পুলিশের ব্যারিকেট
এদিন রাজ্যের বিজেপি শাসিত জায়গাগুলিও দখল করে নিতে সক্ষম হয়েছে তৃণমূল। নন্দিগ্রামের বদলা নিতে পেরেছে তৃণমূল। কাঁথি পুরসভায় বিজেপিকে ( Municipal Election 2022 ) হারিয়ে যেন নিজেদের মধ্যে এক প্রকার আত্মতুষ্টি তৈরি করতে পেরেছি তৃণমূল। তবে এই বিরোধী শূন্য পুরভোটকে কোনও মতেই সমর্থন করতে রাজি নয় একাংশের রাজনীতিবিদরা। গণতন্ত্রের দিক থেকে এই জয় নৈতিকতার নয় বলে দাবি তাঁদের।