ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রতিবাদ, অর্ধনগ্ন হয়েই রাশিয়ান দূতাবাসের সামনে সোচ্চার নারীবাদীরা

Ukraine-Russia War :  ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রতিবাদে এবার অনাবৃত বক্ষে প্রতিবাদে সামিল হলেন একদল তরুণী। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে স্পেনের রাজধানী মাদ্রিদে। সেখানে অবস্থিত রাশিয়ান দূতাবাসের সামনে এদিন ফেমেন ( Femen ) নামের একটি নারীবাদী সংগঠনের কর্মীরা অনাবৃত বক্ষে প্রতিবাদে মুখর হন। এদিন প্রকাশ্যে রাস্তায় পুতিনের এই নিন্দাজনক পদক্ষেপের প্রতিবাদে বক্ষে পুতিনের বিরুদ্ধে স্লোগান লিখে বিক্ষোভ দেখালেন একঝাঁক তরুণী।

Ukraine-Russia War

ফেমেন ( Femen ) নামের এই নারীবাদী সংঠনকে নানা পরিস্থিতি, বিশেষ করে যৌন পর্যটনের (Sex tourism) বিরুদ্ধে সোচ্চার হতে দেখা গিয়েছে বিভিন্ন সময়। বিভিন্ন সময়ে নগ্নতাকে প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করে প্রতিবাদ দেখিয়েছে এই নারীবাদী সংগঠন। ক্যামেরায় ধরা পড়েছে প্রতিবাদের একাধিক মুহূর্তের ছবি। কেউ ইউক্রেনের জন্য শান্তি কামনা করে দাবি জানিয়েছে, তো কোথাও আবার ধরা পড়েছে কতৃপক্ষের বিরুদ্ধে সোচ্চার হওয়ার হাত ধরে টেনে বের করে দেওয়া হচ্ছে এক তরুণীকে। কোথাও আবার ব্যানারে লেখা “This will not pass”।

 

ইউক্রেনের মতো একটি দেশ যেখানে মহিলাদের জন্য প্রচুর সুযোগ সুবিধা রয়েছে, সেখানে তাদের বুদ্ধিমত্তা এবং নৈতিক গুনাবলির যাতে বিকাশ ঘটে সেই উদ্দেশ্যে ২০০৮ সালে তৈরী হয় এই সংগঠনটি। সামাজিকভাবে মহিলাদের সক্রিয় করে তুলতে চায় এই সংগঠন। এদিন বিক্ষোভ চলাকালীন রাশিয়ান দূতাবাসের কতৃপক্ষকে সংগঠনের এক মহিলাকে টেনে সরিয়ে দিতে দেখা গিয়েছে। এছাড়াও সেদেশের বিভিন্ন রাশিয়ান দূতাবাসের বাইরে বিক্ষোভ দেখাচ্ছে দেশের মানুষ।

প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশেই ইউক্রেনের ওপর হামলা চালায় রুশ বাহিনী। বোমা নিক্ষেপ করে নিমেষের মধ্যে চূর্ণ বিচূর্ণ করে দেয় কিয়েভ (Kiev), খারকিভ সহ একাধিক শহর। বৃহস্পতিবার এক সপ্তাহ পূর্ণ হল ইউক্রেন-রাশিয়া যুদ্ধের। এখনও পর্যন্ত অবস্থার কোনো উন্নতি নজরে পড়েনি। তবে এখনও রুশবহিনী সম্পূর্ণ ভাবে দখল নিতে পারেনি ইউক্রেনের রাজধানী কিয়েভের। ক্রমশ বেড়েই চলছে মৃতের সংখ্যা। ইউক্রেনের দাবি অনুযায়ী এখনও পর্যন্ত ৮ হাজার পার করে গিয়েছে মৃতের সংখ্যা। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ইউক্রেনের ওপর এই নির্মম আক্রমণের নিন্দা করা হয়েছে এবং একইসঙ্গে ইউক্রেন থেকে সেনা সরিয়ে নিতে বলা হয়েছে রাশিয়াকে। এরই মধ্যে বৃহস্পতিবার আরও একবার আলোচনায় বসতে চলেছে ইউক্রেন-রাশিয়া। এবার দেখার বিষয়, এক সপ্তাহব্যাপী ইউক্রেনে সেনা ঢুকিয়ে যুদ্ধ চালানোর পর কি সিদ্ধান্ত পৌঁছায় রাশিয়া।

 




Leave a Reply

Back to top button