রুশ হামলার মাঝে পড়ে গুলিবিদ্ধ ভারতীয় পড়ুয়া, এ যেন বারংবার মোদীকে পুতিনের চোখ রাঙানি

ফের রুশ হামলার মাঝে পড়ে প্রাণ ভারতীয় পড়ুয়া। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের ( Russia-Ukraine War ) জেরে বিশ্ব জুড়ে উত্তেজনার পরিস্থিতি। এমতাবস্থায়, ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের নিয়ে বাড়ছে উদ্বেগ। প্রতি মুহূর্তে চেষ্টা করা হচ্ছে যুদ্ধ পরিস্থিতি থেকে তাদের বের করে আনার। ইতিমধ্যে কয়েক হাজার ভারতীয় পড়ুয়াদের বের করে আনা হলেও এখনও বহু পড়ুয়াই সেখানে আটকে রয়েছে। কিছুদিন রুশ হামলার ( Russia-Ukraine War ) মাঝে পড়ে প্রাণ গেল এক ভারতীয় পড়ুয়ার। সকাল বেলা নিজের জন্য বাজার থেকে খাবার আনত গিয়েছিল সে। তখনই সেই শহরে হামলা চালিয়ে বসে রুশ সেনা। বোমার বর্ষণে মৃত্যু হয় সেই ভারতীয় পড়ুয়ার।
এই ঘটনা ঘটে বেশিদিনও হয়নি। তখনই ওই দুর দেশ থেকে এলো আরও এক ভারতীয় পড়ুয়ার মৃত্যু ঘটনা। কিভ থেকে ফেরার পথে মাঝ পথে গুলিবিদ্ধ ( Russia-Ukraine War ) হলেন ভারতীয় পড়ুয়া। কিভ থেকে পোল্যান্ড সীমান্তে আসার পথে গুলিবিদ্ধ হন পড়ুয়া। সেখান থেকে সোজানিয়ে যাওয়া কিভের একটা হাসপাতালে। অসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী ভি কে সিংহ বিষয়টি জানিয়েছেন,”কিভের একজন ছাত্র গুলিবিদ্ধ হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে কিন্তু এখনও তার আসল পরিচয় যান যায়নি।”
প্রসঙ্গত, এর আগেও রুশ হামলার মুখে পড়ে প্রাণ যায় এক ভারতীয় পড়ুয়া। মঙ্গলবার খারকিভে বোমা বিস্ফোরণের জেরে মৃত্যু হয় তাঁর। ভারতের কর্ণাটকের বাসিন্দা সেই ভারতীয় পড়ুয়া। মৃত পড়ুয়ার নাম নবীন শেখারাপ্পা জ্ঞানগউধর। নবীন মেডিক্যাল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনতেই তাকে বেরতে হয়েছিল আশ্রয়স্থলের বাইরে। সেই সময়ই ঘটে বিপত্তি। তার মৃত্যুতে রীতিমতো ( Russia-Ukraine War ) শোকের ছায়া নেমে পড়ে তার পরিবারের সদস্যদের মধ্যে। উত্তেজনা তৈরি হয় গোটা দেশ জুড়েই। এই পরিস্থিতি আরও এক ভারতীয় পড়ুয়ার মৃত্যু যেন ভারতকে রুশ রাক্ষসের চোখ রাঙানি।
উল্লেখ্য, ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের উদ্ধার করতে মোট ১৯টি বিমান চালাচ্ছে ভারতীয় বায়ু সেনা ও বিমান সংস্থাগুলি। বৃহস্পতিবার ( Russia-Ukraine War ) থেকেই চলছে উদ্ধারের কাজ। ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ড, রোমানিয়া ও হাঙ্গেরিতে আশ্রয় নিয়েছে প্রায় ৪ হাজার ভারতীয় পড়ুয়া। সেখান থেকেই তাদের উদ্ধার করার জন্য বিমান পরিষেবার ব্যবস্থা করেছে ভারতীয় বায়ু সেনা, এয়ার ইন্ডিয়া ও অন্য বিমান সংস্থাগুলি। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য শিন্ডে জানিয়েছিলেন, বৃহস্পতিবার ৮টি বিমান উড়ে যাবে বুখারেস্টে।