Salman Khan: টাইগার ৩ -এর মুক্তির তারিখ এলো প্রকাশ্যে, জেনে নিন

বলিউড ভাইজান সালমান খান(Salman Khan) ঈদে তার দর্শকদের প্রত্যেক বছরই কোনো না কোনো ছবি উপহার দেন, ব্যতিক্রম হলো না এবারও।ইয়াশ রাজ ফিল্মস এর তরফ থেকে ঘোষনা করা হলো টাইগার ৩(Tiger 3)- এর রিলিজের তারিখ। ইউটিউবে একটি ভিডিও আপলোড করে এই ছবির মুক্তির তারিখ ঘোষণা করা হয়।টাইগার ৩ মুক্তি পাচ্ছে ২১শে এপ্রিল ২০২৩(Tiger 3)। এই ছবিতে তার বিপরীতে রয়েছেন সদ্যবিবাহত কাটরিনা কাইফ।টাইগার সিরিজের প্রথম ছবি পরিচালনা করেন ৮৩ খ্যাত কবির খান, মাত্র ৭৫ কোটি টাকায় তৈরি এই ছবির মত বক্স অফিস আয় ৩৩২ কোটি টাকা। কবিরের সাথে বজরঙ্গী ভাইজান ছবিতেও একসঙ্গে কাজ করেন সালমান। দ্বিতীয় ছবিটি পরিচালনা করেন আলী আব্বাস জাফর। ২১০ কোটি টাকায় তৈরি টাইগার জিন্দা হ্যায় প্রায় ৫৬৫ কোটি টাকার ব্যবসা করে(Tiger 3)।
আরও পড়ুন:রনবীরের ৫ সিনেমা যা না দেখলে আপনি করবেন বড় মিস, দেখে নিন লিস্ট
গত তিন দিনে তিনটি ছবির মুক্তির তারিখ ঘোষণা করে ইয়াশ রাজ ফিল্মস। যার মধ্যে রয়েছে – শাহরুখ খান অভিনীত এবং সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান, রণবীর সিং অভিনীত জায়েশভাই জোরদার এবং সালমান ও কাটরিনার টাইগার ৩। টাইগার ৩ এবং জায়েশভাই জোরদার এর পরিচালকের ভূমিকায় থাকছেন ফ্যান খ্যাত মণীশ শর্মা। এমনও শোনা যাচ্ছে টাইগার(Tiger 3), ওয়ারের কবির এবং পাঠান – কে নিয়ে তৈরি হতে চলেছে ভারতবর্ষের প্রথম স্পাই ইউনিভার্স।
সালমানের শেষ অভিনীত ছবি অন্তিম: দ্য পাওয়ার অফ ট্রুথ, মহেশ মঞ্জারেকার পরিচালিত এই ছবিতে সালমান খান(Tiger 3) নায়কের ভূমিকায় না থাকলেও রুপোলি পর্দায় তার আগমন দর্শকদের মন ভরিয়ে তোলে। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন আয়ুশ শর্মা। নায়ক হিসেবে সালমানকে শেষ দেখা যায় দক্ষিণ কোরিয়ার রিমেক ছবি রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই। বক্স অফিসে ছবিটি তেমন চলেনি(Salman Khan)। ছবিটির পরিচালনা করেন করিওগ্রাফের প্রভুদেবা।২ বছর সিনেমা হল বন্ধ থাকার জন্য যশরাজ ফিল্মসের ঝুলিতে একের পর এক বড় ছবি জমে রয়েছে।
আরও পড়ুন:মনিরত্নমের পরবর্তী ছবি PS 1 এর অভিনেতাদের লুক এলো সামনে, দেখে নিন
এই ছবি গুলির মধ্যে রয়েছে ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি খ্যাত পরিচালক আয়ান মুখার্জির ব্রহ্মাস্ত্র। এটি একটি ট্রিলজি হতে চলেছে তা আগেই জানিয়ে দেয় প্রযোজক সংস্থা। ছবিটিতে অভিনয় করবেন রণবীর কাপুর, আলিয়া ভাট এবং অমিতাভ বচ্চন।এছাড়াও থাকছে অক্ষয় কুমার পরিচালিত পৃথ্বীরাজ, রনবীর কাপুরের শমশেরা।