বিলাসবহুল জীবনযাপন রাশিয়ার রাজার, দেখলে অবাক হবেন পুতিনের সম্পত্তি

অহেলিকা দও, কলকাতা : বিশ্বের ( world) প্রায় সব দেশেই রাশিয়ার ( Russia) রাজাকে ( king) নিয়ে চলছে জল্পনা ( Speculation)। আর একটা সমীক্ষা বলে পুতিন ( Vladimir Putin) নাকি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যাক্তি ( Rich man)। কয়েক বছর ধরেই খেতাব ধরে রেখেছেন তিনি। তাঁর ভয়ে কাঁপছে এখন গোটা ইউক্রেন ( Ukraine)। এমনকি ইউক্রেনকে সাহায্যকারী দেশগুলোকে তিনি চোখ রাঙিয়ে হুমকি দিয়েছেন পরমাণু হামলার ( Nuclear attack) মাধ্যমে ধ্বংস করে ফেলতে পারেন শত্রুরাষ্ট্রকে। এছাড়াও ভ্যাকুয়ম বোমা ( Vacuum bomb) ফেলে বেঁচে থাকার অক্সিজেনটাও ( oxigen) শুষে নিতে পারেন। বলা যায় বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ( Influential), সম্পদশালী ( Wealthy) এবং শক্তিশালী রাষ্ট্রনেতা ( Strong statesman) পুতিন ( Vladimir Putin)।

পুতিনের চুক্তি

সোভিয়েত ইউনিয়নের পতনের পরে বেসরকারীকরণ নীতি নেওয়া হলে রাশিয়ার একশ্রেণির মানুষ বিপুল সম্পদের মালিক হয়েছিলেন। পুতিন ( Vladimir Putin) সম্পত্তি দখলের জন্য তাদেরকেই বেছে নিয়েছিলেন। বিল ব্রাওডার বলেন পুতিন এসব ব্যবসায়ীর সঙ্গে একটি ডিল বা চুক্তিতে এসেছিলেন। এই চুক্তি হল, “তুমি আমাকে তোমার সম্পদের ৫০ শতাংশ দিয়ে দাও, বাকি ৫০ শতাংশ রক্ষার দায়িত্ব আমার। আর যদি তা না করো, তবে ১০০ শতাংশই আমার আর তুমি থাকবে জেলে”। বিল ব্রাওডার ২০১৭ সালে হিসাব করে মার্কিন সিনেটের এক শুনানিতে বলেছিলেন, “এ পথে পুতিনের অর্জিত সম্পদের পরিমাণ ২০০ বিলিয়ন ডলার।”

২০২০ সালে তাঁর আয় ছিল ১ লাখ ৪০ হাজার ডলার, সম্পদের মধ্যে ছিল ৩টি গাড়ি, ১টি ট্রেইলর, ৮০০ স্কয়ার ফুটের একটি অ্যাপার্টমেন্ট, ২০০ স্কয়ার ফুটের গ্যারেজ, ১৬০০ স্কয়ার ফুটের আরেকটি অ্যাপার্টমেন্ট, সঙ্গে দুটি গাড়ির পার্কিং।

Vladimir Putin

পুতিনের ধ্বনসম্পত্তি

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ( Vladimir Putin) কাছে রয়েছে বিশাল ধ্বনসম্পত্তি। ৬৯ বছর বয়সে এতো সম্পত্তির মালিক হওয়ায় ইউক্রেন দখলে মরিয়া হয়ে উঠেছেন তিনি। তবে এতো কিছুর মাঝে বিলাসবহুল জীবন কাটাচ্ছেন তিনি। শিকার করা, মাছ ধরা, ঘোড়ায় চড়া, হেলিকপ্টার, মোটরসাইকেল চালানো সব কিছুই আছে তাঁর শখের তালিকায়। শোনা যায়, তাঁর কাছে ৯৬৪১ বিলিয়ন সোনা মজুদ রয়েছে। এছাড়াও রয়েছে বহু প্রাসাদের মতো বাড়ি, ৪৩টি বিমান, ১৫ হেলিকপ্টার, ৭০০০ বিলাসবহুল গাড়ি, একটি প্রাইভেট জেট, এমনকি রয়েছে সোনার টয়লেট। এখানেই শেষ নয় পুতিন বিশ্বের সবচেয়ে দামি ঘড়ি সংগ্রহ করে রাখেন। যার দাম ৫ কোটি টাকা। তিনি এখন ১৬০ বিলিয়ন পাউন্ড  সম্পত্তির মালিক। তিনি সবশেষে যে বাড়িটি কিনেছেন তা ১,২৩,৭৮৫ বর্গফুট, যা বাকিংহাম প্যালেসেরও প্রায় দ্বিগুণ।

আরও পড়ুন….শ্বেতা তিওয়ারি থেকে কপিল শর্মা,কার সংগ্রহে রয়েছে কত বিলাসবহুল গাড়ি,দেখে নিই একনজরে

আরও পড়ুন….Russia-Ukraine War: দেশে পৌঁছেও ইউক্রেনে ফেরার সিদ্ধান্ত পৃথ্বীরাজের, আটকদের দিকে বাড়িয়ে দেন সাহায্যের হাত

ব্যাক্তিগত জীবনে পুতিন

পুতিনের ( Vladimir Putin) ব্যাক্তিগত জীবনও আকর্ষণীয়। নিজের শরীর চর্চাও করেন তিনি। মাত্র ১৪ বছর বয়সে মার্শাল আর্ট শিখেছেন তিনি। এমনকি জুডো প্রতিযোগিতায় ব্ল্যাকবেল্টও জিতেছেন তিনি। জুডো, আইস হকি, মার্শাল আর্ট শিখেছেন তিনি। শরীর ঠিক রাখতে জিমও করেন তিনি। ১৯৮৩ সালে লিউডমিলা শক্রেবনেভাকে বিয়ে করেন যিনি ছিলেন একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট। তাদের দুই সন্তানের নাম মারিয়া পুতিন এবং ইয়েকাতেরিনা পুতিন।




Leave a Reply

Back to top button